নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

"নতুন বাংলাদেশ" হওয়ার পর, ব্লগার হাসান কালবৈশাখী ব্লগে নেই!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪



ব্লগার হাসান কালবৈশাখীকে দেখছি না ব্লগে; উনি কি ব্যান খেলেন, নাকি নিজের থেকে ব্লগিং বন্ধ রেখেছেন? কেহ ফেইসবুকে বা অন্য কোথায়ও দেখছেন উনাকে? ব্লগের গার্বেজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে উনাকে মনে পড়লো; উনার কিছু কিছু লেখায় সরকারের ও বাংলাদেশের ঐতিহাসিক ডেটা পাওয়া যেতো।

ব্লগের "নতুন মুক্তিযোদ্ধা"দের মাঝ থেকে নতুন নকীব, ঢাবিয়ান, মেঠোপথ, সাড়ে পঁচাত্তর, ভুয়া, ইত্যাদি উনার বিপক্ষে মড়ুদের কাছে নালিশ করেছিলেন: উনি নাকি "নতুন মুক্তিযুদ্ধের" বিরোধীতা করেছেন!

উনার বেশীরভাগ পোষ্ট থাকতো চলমান ঘটনাপ্রবাহের উপর; তাই, আমি উনার পোষ্ট পড়তাম। কিন্তু পোষ্টে ঢালাইভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করতেন বলে লেখাগুলো বিরক্তিকর হতো।

কিন্তু আমার সাথে মিল ছিলো, আমরা ২ জনই আওয়ামী লীগের সাপোর্টার।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২০

পীর শাহবাজ নগর বলেছেন: আওয়ামী ক্রিমিনালদের একাংশ পলাতক যারা ক্ষমতার জন্যে বিভিন্ন হত্যাকান্ড, নির্যাতন, চাঁদাবাজি দখলদারিতে যুক্ত। আওয়ামী যারা এসবে ছিলোনা তারা এলাকাতেই আছে এখনো পর্যন্ত, স্বাভাবিক চলাফেরা করছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



যারা পলাতক, তারা সবাই অপরাধী নয়; অনেকে পালিয়েছে জামাত-শিবিরের ভয়ে।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২

পীর শাহবাজ নগর বলেছেন: অপরাধের ইন্ধনদাতা, সুবিধাভোগী না হলে পালানোর কারন দেখিনা। অনেকে নিরপরাধ/বিরোধীদের মামলা দিয়ে তাদের জীবন জাহান্নাম করে দিয়েছে । কিছু অপরাধী এলাকাতেই আছে বর্তমান প্রভাবশালীদের সাথে এলায়েন্স করে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



আমার ২ জন আত্মীয়, আওয়ামী লীগ সাপোর্টার, ভয়ে পালিয়ে আছে; ওরা দলীয় কর্মী নন, কোন কমিটিতে নেই; ওদের ব্যবসা আছে, হাতে সামান্য টাকা পয়সা আছে। ওরা শুরুতে পালায়নি; কিন্তু স্হানীয় শিবিরদের লিষ্টে নাম থাকায় চট্টগ্রাম শহরে পালিয়ে যায়; রাতে ১ দল শিরির এসেছিলো বাড়ীতে ও বলে গেছে ওরা বাড়ীতে থাকতে পারবে, কোন সমস্যা নেই। এই কথা শোনার পর, তারা দেশের বাহিরে চলে গেছে।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৪৭

কামাল১৮ বলেছেন: উনিতো বিদেশে থাকে, সমস্যা হবার কথা না।ব্যক্তিগত কোন সমস্যা আছে হয়তো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



উনি থাকলে, আয়ামী লীগের কিছু বক্তব্য ব্লগে আসতো।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






আমরা এখন স্বাধীন দেশের নাগরিক।
বাক স্বাধীনতার অবাধ স্বাধীনতা।
অথচ হাসান সাহেব এখনো বৈশাখ হচ্ছে।মাসের প্রতীক্ষায় আছেন বলে মনে হচ্ছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭

সোনাগাজী বলেছেন:




মনে হয়, ব্যান খেয়েছেন; ঐ লোক চুপ করে থাকার মতো নন

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসান কালবৈশাখী তো গোয়েবলসকেও হার মানায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:



তা'ঠিক; তবে, সরকারী ডাটা ও দেশের অনেক ঐতিহাসিক বিষয়ে সঠিক ধারণা রাখতেন, যা ঢাবিয়ান, ভুয়া, জটিল ভাই, সাড়ে চুয়াত্তর, জুল ভার্ণ, শেরজা, সোনালী কাবিনের মতো নতুন মুক্তিযোদ্ধাদের গার্বেজ পোষ্টগুলোতে পাওয়া যেতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.