নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট

আমি খুব সাধারণ মানুষ । সাধারণ থাকার চেষ্টা করি ।

সোনালী সিড়ি

সোনালী সিড়ি › বিস্তারিত পোস্টঃ

ইজতেমার দাবি হোক এটাই

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯



বাংলাদেশের বিভিন্ন স্থানে তৈরি মূর্তি গুলো ভাঙতে হবে। উঁচু কবর গুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কবর, মাজার পূজা বন্ধ করতে হবে। পিতা আর স্বামীর কবর সহ যেকোন কবর-মাজারে ফুল মালা দেয়া বন্ধ করতে হবে। দেওয়ানবাগী পীরদের মত শিরকের আখড়ায় পরিণত দরবার গুলোকে ধ্বংস করে দিতে হবে। সুন্দরী প্রতিযোগিতার নামে বেহায়্যাপনা বন্ধ করতে হবে । রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধ করতে হবে । রাসুল(সঃ) কে ব্যাঙ্গাত্তক কারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । হিজাবি নারীদের সাথে অসৌজন্যমুলক আচরণ বন্ধ করতে হবে , পর্দার বিরুদ্ধে আরোপিত আইন বাতিল করতে হবে । আলেমদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করতে হবে , রাষ্ট্র ধর্ম ইসলাম করতে হবে , .................................................................।

"

"

"

টংগীর ইজতেমায় উপরের দাবী গুলো সরকার আর বিরোধী দলের কাছে উঠানো হোক। ৯০% মুসলিম প্রধান এই দেশে র‍্যাব দিয়ে পিটিয়ে তৎক্ষনিক ইজতেমা বন্ধ করা হবে। কারণ, হক্বের দাওয়াত দিলেই বাঁধা আসে। বাতিলদের বিরুদ্ধে কথা বলে সত্য তুলে ধরলেই সত্য সাদিকদের উপর জুলুম-নির্যাতনের মাত্রা বেড়ে যায় ।

" সাবাস থাকলে কথা গুলো তুলে ধরুন, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের সাহা্য্য করবেন নইলে আপনাদের জন্য পুরো মুসলিম জাতিকে অদুর ভবিষ্যতে বাশ খেতে হবে,.....X(X(X((X((



গঠনমূলক মন্তব্য কাম্য

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

সোনালী সিড়ি বলেছেন: আমাদের আসলে গোঁড়া টা ই মজবুত না, হাদিস আ আছে "যে জাতি মহিলা দ্বারা পরিচালিত হয় সে জাতির ধ্বংস অনিবার্য" আমরা সব জানি-বুঝি তবু এই মহিলা দের হাতে-ই ক্ষমতা তুলে দেই। কিন্তু কেন......???

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ফাকিস্তান যান , এই সব মূর্তি ভাস্কর্য পাইবেন না । আর সাথে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবীটাও দিতে পারতেন

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: চুপ ভণ্ড বুঝ্রুখ

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: Abal knhankar..murti vainga ki arekta danga badhaite chan?? Taader dhrmo amader dhormo amadr kace=lakum dinukum olyadin..surah kafirun

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমি আরো কয়েকটা দাবী যোগ করতে চাই, বেহেস্ত নয় এখনই তোদেরকে ৭০টা হূরপরী নিয়ে খেলামেলা করার সুযোগ দিতে হবে, আর খেলামেলা করার লাইগ্গা রাজপ্রাসাদ বানাইয়্যা দিতে হবে আর দিতে হবে অনেক টাকা কড়ি =p~ =p~ =p~

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: জামাতি শিবিরের লোকরা সবাই কাফির, মুরতাদ

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ইজতেমা বেদাত সেটা কোরআনের আইন নয় , তবলীগ জমাতের
মনগড়া আইন । আর মন গড়া আইন ব্যাবহার করে ইসলামের নামে
দলিল দেওয়া ভণ্ডামি ।

আমার যুক্তি ও ভণ্ড বলা অযুক্তিক কিছু নয় ।
মূর্তি পুজা বেদাত কিন্তু যাদের মাধ্যমে আমাদের পূর্ব পুরুষ ইসলামে
হেদায়েত হল সেই মাঝার বা পবিত্র কবরের বাসিন্দা যারা
তারা আল্লাহর অলি আউলিয়া । তাদের শানে বেয়াদবি মুলক উক্তি
করা আল্লাহর সাথে বেয়াদবি করার সমান ।

কোরআনের আয়াত
আলা আউলিয়াল্লাহু লা খাউফুন অয়ালা ইয়াহযানুন
আমার বন্ধু বা অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে ।
আল্লাহ কোরআনে যাদের সম্মানিত মর্যাদা দিলেন তদের মত ভণ্ডরা
আল্লাহর আইন না মেনে মনগড়া তবলিগের আইন বানিয়ে মহান
অলি আউলিয়াদের সাথে আবার বেয়াদবি উক্তি ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

সোনালী সিড়ি বলেছেন: সত্য সমাগত, মিথ্যা পরাভূত, আর সতে্তর বিজয় অবশ্যম্ভাবী, চিল্লা চিল্লি এখানে নয় চিল্লায় যেয়ে করুন, পারলে কথার উওর দেন, বাজে কথা বললেই বড় হওয়া জায়না।
সত্যি কথা বললেই শিবির হয়!!!!

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: সতর্কতা , মাঝার ধংশ করার জন্য যারা যরযন্ত্রে লিপ্ত এবং
বোমা বানায় তাদের সনাক্ত করে গ্রেফতার করার আইন সরকারি
ভাবে প্রজ্ঞাপন করা আছে ।

মাঝার প্রসঙ্গ
কবর ৩ প্রকার
১ সাধারন মানুষের সমাধি
২ অলি আউলিয়া গন বা আল্লাহর বন্ধুগনের মাঝার বা পবিত্র সমাধি
৩, দয়াল নবীজী সা এর রওজা মোবারক ।
আল্লাহর পরে যার স্থান তার রওজা শরিফের নাম নিতে হলে মোবারক শব্দটি তাজিমের সহিত ব্যবহার করতে হবে ।
সৃষ্টি জগতে তার রওজা মোবারকের সহিত আর কারও কিছু র
তুলনা করা বেদাত ।

মাঝার হল আল্লাহর বন্ধুগন যারা অতি পবিত্র আত্মা তাদের পবিত্র
সমাধি ।
একটি উদাহারন
খাজা মাইনুদ্দিন চিশ্তি রা এর মাঝার শরিফ আজমির
বাদশা আওরংগ জেবের আমলে এক দল লোক বাদশাহের দরবারে ফরিয়াদ জ্ঞাপন করেন , বাদশা নামদার মাঝারে গান বাজনা হয় এবং তা ইসলামে বেদাত যদি মাঝারটা ভেঙ্গে ফেলতেন উপকার হত ।
বাদশা নিজের মাঝারের সম্মুখে উপস্থিত । হে খাজা মাইন উদ্দিন
চিশ্তি রা আপনি যদি আল্লাহর সত্য অলি হয়ে থাকেন তাহলে
আমার ছালামের উত্তর দিন আর যদি মিথ্যাবাদি হন তাহলে
ভেঙ্গে ফেলব । একবার দুইবার তিন বার চারবার , চার বারের
সময় উত্তর আসল অয়া আলাইকুম ছালাম ইয়া বাদশা আওরংগ
জেব ।
বাদশা , হুজুর আমি চার বার ছালাম দিলাম বাকি ৩টি ছালামের সময় আপনি কোঁথায় ছিলেন ।
হে বাদশা আমি ১ম ছালামের সময় ছিলাম আল্লাহর দরবারে
২য় ছালামের সময় ছিলাম
নবীজীর রওজা মোবারকে
এবং ৩য় ছালামের সময় ছিলাম বড় পীর আব্দুল কাদির জিলানী
রা এর হেরেম শরিফে
এবং ৪তুরথ বার এসে উত্তর দিলাম ।
বাদশা ভয়ে কম্পমান হয়ে তার সমাধিকে কোটি টাকা খরচ করে
উজ্জ্বল আদর্শ সৃষ্টি করলেন ।
মৃত্যুর পর আউলিয়াদের রুহ আত্তাধিক রহমতে আরও প্রবল হয় ।একটি আউলউকিক
এই মাঝারের খাদেম আল বিরুনি , তার বাবা ১২ বছর পরে তাকে
আল্লাহর কৃপায় লাভ করেন ।
তারা শোকরিয়া এবং মানত অভিপ্রায়ে মাঝারে আসে
পাশেই ঘরম পিরের মাঝার তার নিকটে গেলে বাচ্চাটি প্রশ্রাব করে
দেয় , সাথে সাথে শিশুটি মারা যায় । শিশুটির পিতামাতা মৃত
লাছ টিকে খাজা মাইনউদ্দিন চিশতীর মাজারে নিক্ষেপ করে , এবং ফরিয়াদ জানায় এতদিন পর আমাদের আশা জীবিত পুত্রকে
নিয়ে এসেছিলাম আজ এখানেই মরল তাই লাছটিও তোমার
পায়ে রেখে গেলাম ।
মাঝারের স্পর্শ পাওয়া মাত্রই বাচ্চাটি জিন্দা হয়ে কাদতে লাগল ।

নবীজীর বানী
তোমরা দুনিয়ার চাইতে কবরকে বেশি ভালবাসবে এবং হেফাজত
করবে এতে পুন্যর কাজ ।
হাদিস বায়হকি ।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

সোনালী সিড়ি বলেছেন: vi poribesh, poribesh nia thaken ei sob golpo bloge na lekhai valo, age janen kobor somporkito nobijir sob hadith guli,

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

সোনালী সিড়ি বলেছেন: grephtarer voi dekhano hoitese.......!!!!

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে কারা এসব বলে জানিনা। প্রথম কথা আপনি কি কোন ডিগ্রিধারী আলেম?
আপনার শিক্ষাগত যোগ্যতা কি?

মাজারের ব্যপারে বা অন্য কোন ব্যপারে ফতোয়া দেয়ার প্রধান শর্ত হচ্ছে মুফতী হওয়া আপনি কি মুফতী ??

তারপর আসবে তর্ক যুক্তির ব্যপার। কারন না হলে আপনার সাথে তর্ক করে মজা পাওয়া যাবেনা।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

ইমদাদুল ইসলাম বলেছেন: সোনালী সিড়ি বলেছেন: সত্য সমাগত, মিথ্যা পরাভূত, আর সতে্তর বিজয় অবশ্যম্ভাবী, চিল্লা চিল্লি এখানে নয় চিল্লায় যেয়ে করুন, পারলে কথার উওর দেন, বাজে কথা বললেই বড় হওয়া জায়না।
সত্যি কথা বললেই শিবির হয়!!!!

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: মুর্তির ব্যাপারটা ক্লীয়ার করে দেন।। আমি ব্যাক্তিগতভাবে ধর্মীয় কারণে যত মূর্তিই বানানো হউক শ্রদ্ধা করি।। কারণ যার যার ধর্ম তার তার।। আর ভাস্কর্যের নাম দিয়ে জণগনের কাড়ি কাড়ি টাকায় মূর্তি বানানোর প্রতিবাদ করি।।.।।।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

ব্রক্ষ্মপূত্র বলেছেন: পরিবেশ একটা আবাল। যে কোন ব্লগে কমেন্ট করতে গিয়ে বিশাল এক গল্প ফেদে ফেলে। ওই বোধাই কমেন্ট আর ব্লগের পার্থক্য বুঝে না। ধইরা থাপড়ানো দরকার।
আপনার সাথে অন্য কোন বিষয়ে একমত না হইলেও মাজারের বিষয়ে একমত। সব মাজার ধবংস করা হউক এবং সেখানে একটি কবর থাকবে। মাঝারে গান-বাজনা, গান্জা-হুক্কা, বিড়ি আর মাইয়ার মানুষ নিয়া টানাটানি চলে। আর চলে টাকার খেলা। বড় বড় ডেকচি ভরা টাকা। এইসব ভন্ডামির স্থান ইসলামে নেই। যারা পবিত্র কোরআন-হাদীসের ভুল ব্যাখ্যা দেয় তারা মুনাফেক। মহান আল্লাহপাক আর মহানবী (সাঃ) এর সমকক্ষ তুলনাকারী আর ২য় কেউ নেই। অথচ পরিবেশ না আবাল কত সুন্দর করে বলে গেল " তাদের শানে বেয়াদবি মুলক উক্তি করা আল্লাহর সাথে বেয়াদবি করার সমান"। বোধাই এখানে ওলি আউলিয়াদের সাথে মহান আল্লাহপাকের তুলনা করে শিরক করে ফেলেছেন। শিরকের গুনাহ অমার্জনীয়।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

উলাম বলেছেন: এসব চিন্তা বাদ দিয়ে এখন দেলু রাজাকারকে কিভাবে বাচানো যায় সেইটা চিন্তা করেন

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

কলাবাগান১ বলেছেন: ধর্মান্ধ

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: উলাম বলেছেন: এসব চিন্তা বাদ দিয়ে এখন দেলু রাজাকারকে কিভাবে বাচানো যায় সেইটা চিন্তা করেন
উলাম মনে হয় খুবই চি্তিত তাকে নিয়ে
আপচুস :( :(( :(( :(( :((

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

সোনালী সিড়ি বলেছেন: প্রতি তারেক হোসাইন ভাই, মূর্তির ব্যাপারটা হল এখন মুসলিম রাই বিভিন্ন স্থানে স্মারক, প্রতিলিপি, ভাস্কর্য ইত্যাদির নামে অসংখ্য মূর্তি বানাচ্ছে, আর হিন্দু ভাইদের মূর্তির ব্যাপারে অবশ্যই আমি বলিনাই, কারন ইসলামই পূর্ণভাবে অন্যদের ধর্ম পালনের সুবিধা দেয়,
ধন্যবাদ

২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: ধন্যবাদ এবার বাকিগুলোর সাথে একমত।। তবে কবর-মাজারে বা যে কোন স্তম্ভে ফুল দেয়ার ব্যাপারে কোরান-হাদীস কি বলে সে ব্যাপারে এখনো জানিনা তাই কোন মন্তব্য করবোনা।। যদি পারেন কোন লিঙ্ক দেন। তাহলে ভাল হবে।। জানার সুবিধা হবে।।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

সোনালী সিড়ি বলেছেন: Apni bukhari sharif download dia porte paren sekhane majar, kobor ittadir bepare ki bola hoese r ekhon ki hosse, jajhakallah khairan

২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

বাউল! বলেছেন: ছাল নাই কুত্তার বাঘা নাম। বালের আবদার।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

সোনালী প্রান্তর বলেছেন: তাবলিগ তথা গাট্টিওয়ালাদের হাকিকত পড়ুন (যার যেটা মন চায় )।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

কাঠুরে বলেছেন: রিভার্স খেলতাছেন মনে হইতাছে।

এজতেমায় এইসব কবে কইল??

আপ্নাগো জন্য প্যারাসিট্যামল ২ বেলা।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

রাজন আল মাসুদ বলেছেন: ঠিকাছে মাইনাচ

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

নিয়েল ( হিমু ) বলেছেন: মুর্তি কোন গুলা ? X( X(

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

আয়মানভষ্কি বলেছেন: ছাত্রলীগ আম্বালীগ আর তাবলীগ সবগুলাই ছেকুলার লীগ। এরা কেউই এই দাবী তুইলতো না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.