![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
এই ছবিটি দেখেই মনটা কেমন জানি হয়ে গেল। আমাদের দেশের বেশীর ভাগ মানুষ দরিদ্র সীমার নীচে অসাস্থ্যকার পরিবেশে বসবাস করছে কতগুলো কারনে-
১. অধিক ছেলে-মেয়েঃ পরিবারের কর্তাটির উপার্জন কম কিন্তু তার ছেলে-মেয়ে বেশী হওয়ার কারনে ঠিকমত খাদ্য, বস্ত্র ও উন্নত বাসস্থান দিতে পারেনা। যার ফলে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকে।
২. শিক্ষার অভাবঃ ছেলে-মেয়ে বেশী হওয়ার কারনে তাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারেনা। যদি একটি বা দুটি সন্তান হতো তাহলে কষ্ট করে হলেও তাদের শিক্ষিত করতে পারতো।
৩. গনমাধ্যমে প্রচারের কমঃ আগে আমরা টিভিতে জনসংখ্যা কমানোর জন্য এড দেখতাম কিন্ত ইদানিং সেই এড গুলো আর দেখা যায় না। যার ফলে দরিদ্র জনগোষ্টীতে জনসংখ্যা বেড়্ই চলেছে।
৪. পুরস্কার ঘোষনাঃ যাদের দুটি বা একটি ছেলে-মেয়ে আছে সরকার সেই পরিবারের জন্য পুরস্কার ঘোষনা করতে পারে । তাহলে বেশী সন্তান নিতে নিরোৎসাহিত হবে।
তাই আসুন আমরা আমাদের চারপাশের দরিদ্র মানুষগুলোকে বুঝায় যে বেশী সন্তান হলে তাদের শিক্ষিত করতে কষ্ট হবে, খাদ্যের যোগান দিতে কষ্ট হবে তাদের চিকিৎসা সেবা দিতে কষ্ট হবে। তাদের উন্নত বাসস্থান দিতে কষ্ট হবে এই কথাগুলো তাদেরকে ভাল করেই বুঝায়।
"ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যতেষ্ট" এই শ্লোগানটি বাংলার ঘরে ঘরে পৌছানো হোক।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫
সোনারবাংলা বলেছেন: ভয়ানক কঠিন কথা বলেছেন ভাই। তবে আমার মনে হয় কেউ এই কথা মানবে না।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭
নাজিম উদদীন বলেছেন: সঠিক শিক্ষা এবং বিনোদনের অভাব।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০
সোনারবাংলা বলেছেন: হুম। গ্রাম অঞ্চলে এখনো কোন পার্ক গড়ে তোলা হয়নি। বিনোদন বলতে বিটিভি!!!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
অক্টোপাস বলেছেন: লেখককে: +
-------------
ওহে নির্বোধ নারী-পুরুষ- নিরর্থক সাময়িক আনন্দের জন্য দেশকে বাঁশ দিওনা!!
দেশকে তোমরা যা করছো তাহলো:
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১
সোনারবাংলা বলেছেন:
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১
ধীবর বলেছেন: এই বাংলাদেশে সোজা আঙ্গুলে কবে ঘি উঠেছিল ভাই? জনসংখ্যা নিয়ন্ত্রনে তাই আঙ্গুল বাঁকা করতে হবে। নইলে উপায় নেই।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪
সোনারবাংলা বলেছেন: কঠিন আইন করতে হবে। তা না হলে দরীদ্র আরো দরিদ্রই থেকে যাবে। আর দেশে জিনিষপত্রের দাম বাড়তে থাকবে। আর কৃষি জমি আরো কমতে থাকবে তাই সময় থাকতে সাবধান না হলে খবর আছে!!
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৫
নাযীর আহমদ বলেছেন: ভাইরে আমার মাথা আউলা ঝাঊলা হইয়া গেছে
আপনার ৪নং পরামর্শটা ছরকার কে জানান...
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১০
সোনারবাংলা বলেছেন: সরকার নিজেদের আখের গোছাতেই ব্যস্ত।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭
সাধারণমানুষ বলেছেন: ১ নং এর সাথে সহমত
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮
সোনারবাংলা বলেছেন: আমি ও সহমত।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২
রূপক চৌধুরী বলেছেন: লেখককে +++
ধীবরকে -------------
বাংলাদেশে মাসে বিশ হাজার টাকা কামাই করে এরকম লোকের সংখ্যা কত হতে পারে সে সম্পর্কে উনার কি কোন ধারনা নেই?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
সোনারবাংলা বলেছেন: হুম ধীবর সাহেব জবাব দিয়ে ধন্য করুন।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩০
নতুন বলেছেন: "ছেলে হোক মেয়ে হোক এক শয়তানই যতেষ্ট"
আমার ডায়ালগ তো এইচটা....
বত`মান জামানায় পুলাপাইন মানুষ করাই তো কস্ট,,, তাই শয়তান ১টাই ভাল... চেস্টা করলে মানুষ করা যায়..
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
সোনারবাংলা বলেছেন: মানতে পারলাম না..শয়তান হবে কেন ভাই.
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
অক্টোপাস বলেছেন: @নতুন:
"ছেলে হোক মেয়ে হোক এক শয়তানই যতেষ্ট"।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
সোনারবাংলা বলেছেন: http://www.youtube.com/watch?v=y65PWFZNSZQ
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৫
জাতি জানতে চায় বলেছেন: ভয়ানক খবর!! এভাবে অশিক্ষিত পয়দা হইতে থাকলে শ্রেণী বৈষম্য কমার কোন লক্ষণ দেখি না!! দেশ তাইলে বাম বিপ্লবের জন্য রেডী হইতেছে!!!!!
শহরের শিক্ষিত মধ্যবিত্তের নতুন দম্পতিরা শুরু থেকেই প্রোডাকশনের ব্যাপারে যথেষ্ট সজাগ মনে হইছে!! সমস্যা মধ্য শিক্ষিত ও নিম্মবিত্তের মধ্যেই অত্যাধিক মনে হয়! শুধু প্রচারে লাভ হইব কম!! কঠিন ডিসিশন দরকার!! ৪ লম্বরটা কামের মনে হইতেছে!! এছাড়াও বিদেশে প্রচুর পরিমানে স্থায়ী রফ্তানীর ব্যবস্থা করতে হইবেক (নারী আর শিশু দালালীর কথা বলতাছি না!!)!!! আর বিচ্ছু দুইটার থেকে একটা একটারেই বেশি প্রাধান্য দিতে হইবে, ভবিষ্যতের মামা-খালার চিন্তা আপাতত না করাই ভাল!!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
সোনারবাংলা বলেছেন: প্রাণ খুইল্লা হাসতাসি।
৪. পুরস্কার ঘোষনাঃ যাদের দুটি বা একটি ছেলে-মেয়ে আছে সরকার সেই পরিবারের জন্য পুরস্কার ঘোষনা করতে পারে । তাহলে বেশী সন্তান নিতে নিরোৎসাহিত হবে।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
ধীবর বলেছেন: রুপক চৌধুরি সাহেব, আপনার কি ধারণা সংখ্যাটা না জেনে আমি লিখেছি? বাচ্চা পয়দা করা সহজ, কিন্ত লালন পালন করাটা ততটাই কঠিন। আমাদের সমাজের দুর্নীতি থেকে সন্ত্রাস এসবের গোড়াই হলো জনসঙ্খ্যা বিস্ফোরণ ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৫
সোনারবাংলা বলেছেন: জনসংখ্যারোধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩
তাজা কলম বলেছেন: তাই আসুন আমরা আমাদের চারপাশের দরিদ্র মানুষগুলোকে বুঝায় যে বেশী সন্তান হলে তাদের শিক্ষিত করতে কষ্ট হবে, খাদ্যের যোগান দিতে কষ্ট হবে তাদের চিকিৎসা সেবা দিতে কষ্ট হবে। তাদের উন্নত বাসস্থান দিতে কষ্ট হবে এই কথাগুলো তাদেরকে ভাল করেই বুঝায়।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
সোনারবাংলা বলেছেন: হুম।
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
লেখাজোকা শামীম বলেছেন: এ বিষয়ে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা।
একটা গোপন অথচ দরকারী পরামর্শ
যেভাবে দারিদ্রের দুষ্টচক্র ভাঙ্গতে পারি
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
সোনারবাংলা বলেছেন: ...................
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
ধীবর বলেছেন: মাসে কমপক্ষ্যে ২০ হাজার টাকা উপার্যন আর তার অর্ধেক অর্থাৎ ১০ হাজার টাকা সঞ্চয় না হলে, সন্তান নেয়া যাবে না। তাও একটা। দ্বিতীয় সন্তান নিতে গেলে তার আয় এবং সঞ্চয় হার দ্বিগুণ হতে হবে।
শহর কিংবা গ্রামে পঞ্চাশোর্ধ কোন ব্যাক্তিই আগে বিয়ে না করে থাকলেও, আর বিয়ে করতে পারবেন না। ঘরে এক বউ আর বাচ্চাকাচ্চা থাকা সত্ত্বেও যে আবার বিয়ে করবে, তার গৌরবদন্ডটি সর্বসম্মুখে কর্তন করতে হবে।
নতুন বিবাহিতরা ( উপরের যোগ্যতা থাকা সত্ত্বেও) বিয়ের প্রথম ৫ বছর পর্যন্ত সন্তান নিতে পারবেন না। নিলে, সে সন্তান কেড়ে নিয়ে বিদেশে দত্তকের ব্যাবস্থা করতে হবে।
যা যা বললাম, শুনতে কঠোর মনে হলেও, এর শক্ত প্রয়োগ করলে, সাফল্যের সাথে জনসংখ্যা নিয়ন্ত্রন সম্ভব। +