নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ একজন

নিঃসঙ্গ গাংচিল

নিঃসঙ্গ গাংচিল › বিস্তারিত পোস্টঃ

নতুন দিনের যুদ্ধ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০







আমি ৫২ এর ভাষা আন্দোলন দেখিনি, আমি দেখিনি ৭১ এর যুদ্ধ।

আমি দেখিনি দাবী আদায়ের আন্দোলনে ফুঁসে উঠা সারা বাংলা।

বাবা-চাচা, মা-খালাদের মুখে যে গল্প শুনেছি আজ তাই দেখিছি শাহবাগ স্কয়ারে,

মানুষের রক্ত জমাট চোখ,

ঘৃণায় কুঁচকানো কপাল,

দৃঢ় প্রতিজ্ঞ চোয়াল,

দাবী আদায়ের সংগ্রাম,

স্লোগানে স্লোগানে মুখরিত আকাশ বাতাস,

দেহে রক্তের নাচন,

গলা ছেড়ে গণসংগীত,

হাজার মানুষের ঢল।

সকল স্তরের মানুষের এক কাতারে এসে ৭১ এর কলঙ্ক মুছে ফেলার দাবিতে, রাজাকারের ফাসির দাবীতে, শহীদদের আত্মার শান্তির দাবীতে, অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠনের শাস্তির দাবীতে, দেশের শত্রুদের নিপাতের দাবীতে এক হয়েছে, যেমনটি হয়েছিল ৭১ এ, ৫২ তে।

সবার কাছে আমার বিনীত অনুরোধ আসুন সবাই যোগ দেই এই নতুন দিনের সংগ্রামে, নতুন দিনের মুক্তিযুদ্ধে। এই জাগরণই আমাদের নিয়ে যাবে এক স্বপনের বাংলাদেশে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

আমি ব্লগার হইছি! বলেছেন: আপনি আমার মনের কথাটাই বলেছেন।
সবার কাছে আমারও বিনীত অনুরোধ আসুন সবাই যোগ দেই এই নতুন দিনের সংগ্রামে, নতুন দিনের মুক্তিযুদ্ধে। এই জাগরণই আমাদের নিয়ে যাবে এক স্বপনের বাংলাদেশে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

স্মিথ হাসান বলেছেন: শেষ মুহুর্তে দেশের ঘুমন্ত পোলাপান চেইত্তা ওঠছে, এবার আর রহ্মা নাই জামাত শিবির গো।
প্রয়োজনে সকলে মিলে অনির্দিষ্টকালের জন্য রাজপথ, অলিগলি বন্ধ করে দাও।
সবাই নিজ নিজ অবস্হান থেকে লড়ো।
মনে রাখবা রায় যদি হতেই হয়, ফাঁসির রায়ই হতে হবে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

অন্তরন্তর বলেছেন:
কবিতায় +++++++++++++++++

সকল আন্দোলনকারী এবং এই আন্দোলনের সমর্থনকারীদের
আমার সংগ্রামী সালাম।
কোন কথা নাই, রাজাকারের ফাঁসি চাই।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

নিঃসঙ্গ গাংচিল বলেছেন: সবাইকে ধন্যবাদ। এখনো আশা হারাই নাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.