নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ একজন

নিঃসঙ্গ গাংচিল

নিঃসঙ্গ গাংচিল › বিস্তারিত পোস্টঃ

ছেলেটি -২

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭



শেষ হয় না ছেলেটির অপেক্ষা। নতুন নতুন কষ্ট জমা হচ্ছে তার কষ্টের রাজ্যে। রাতের আকাশের তারার মতো তার আশাগুলো নিভে যাচ্ছে একে একে। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, আর কত অপেক্ষা করতে হবে তার? জানে না ছেলেটি।

কাছের মানুষগুলো কেমন জানি বদলে যাচ্ছে। নাকি নিজেই বদলে যাচ্ছে তাও জানে না সে। চেনা মুখগুলো মাজে মাজে কেমন জানি অচেনা মনে হয় তার। আড্ডায় মন বসে না তার। সবার মাজে থেকেও কোথায় যেন হারিয়ে যায় সে। সবাই যেন নিজেদের নিয়ে ব্যাস্ত, শুধু নিজে ভাল থাকার চেষ্টা। দম বন্ধ হয়ে আসে কখনো কখনো।

গিটারের তারগুলোতে জং ধরা শুরু করেছে। এখন আর বৃষ্টিকেও আপন মনে হয় না, শীতের রাতে আর বারান্দায় কুয়াশা দেখতে ইচ্ছে করে না তার। অনেক দূরে হারিয়ে যেতে ইচ্ছে করে তার, আসলে পালিয়ে যেতে চায়। নতুন করে দেখতে চায় সব। আর ভাল লাগে না তার এই অসহ্য জীবন।

চিৎকার করে কাদতে ইচ্ছে করে তার। কিন্তু পারে না। নিজেকে যে দেয়ালের ভিতর আটকিয়ে ফেলেছে সে, এখন নিজেই সেই দেয়াল ভাংতে পারছে না। প্রাচীরের শক্ত দেয়ালে প্রতিধ্বনি হয় তার কান্নার শব্দের। কেউ শুনতে পায় না তার কান্না।
অনেক অসহায় লাগে নিজেকে। আর কত সহ্য করবে? কবে হবে এর শেষ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.