নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

উপক্রমনিকা (ফাতিহা) (TSN-23)

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৮



[সুরা ফাতিহার সনেট ও চতুর্দশপদী কবিতায় অনুবাদ]

স্তুতি একমাত্র প্রভু আল্লাহর, যিনি
সমগ্র জগত এর প্রভু পরোয়ার।
প্রতিফল দিবসের মালিক, দয়ালু
মেহেরবান বলেই তাঁর ইবাদত।
তাঁর ইচ্ছে যোগ ছাড়া মিলেনা সাহায্য
সে কারণে সে চাওয়া তাঁর কাছে করা।
আমাদেরকে দাও হে হেদায়েত প্রভু
সিরাত্বল মুস্তাকীমে আপন তুষ্টিতে।

দয়াময়, আমাদের একান্ত চাওয়া
নেয়ামত প্রাপ্তদের আদর্শের পথ
গজবে আক্রান্ত পথ অকাম্য অবশ্য।
কবুল করুন প্রভু দূর্বলের দোয়া
ইবলিশ যেন নাহি ক্ষতি করে কোন
পোলছেরাত পারের চাই নিরাপত্তা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃদ্রঃ কবিতাটি আমার ২০০২ সালের চতুর্দশপদী কবিতার সনেট রিমেইক। মূল কবিতা-

আল্লাহর নামে শুরু আরম্ভ প্রথম
দয়ালু করুণাময় যে প্রভু উত্তম।
সৃষ্টিকে পালন করে মায়া মমতায়
অধিষ্ঠিত থেকে প্রভু সর্ব ক্ষমতায়।
তুমি বিনা নাই কোন জীবনের গতি
সমস্ত স্তুতিতে ধন্য ওহে বিশ্ব পতি।
কেয়ামত দিবসের প্রভু পরোয়ার
যেখানে আদেশ সব চলবে তোমার।
আমরা তোমার তাই ইবাদত করি
তোমর সাহায্য আশা হৃদয়েতে বরি।
করুণা তোমার চির পেল যে সুজন
আমাদেরে সে সুপথে রাখ সর্বক্ষণ।
অভিশপ্ত পথভ্রষ্ট বিভ্রান্তের দলে
বান্দা যেন কোন দিন কভু নাহি চলে।

মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

টমাটু খান বলেছেন: অনেক ভাল লেগেছে।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ টমাটু।

২| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো শ্রদ্ধেয়,
তবে নিচেরটিই বেশি ভালো লাগলো। গীতিময়ী।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সনেট কবি বলেছেন:




কবি নয়নের প্রেম পাখি

হারায়ে প্রেমর পাখি নয়নের জল
ঝরেপড়ে অবিরত। স্মৃতির চুড়ায়
উড়ে শোকের পতাকা। কিছুতেই তার
যায়নাতো ভুলে থাকা অন্তহীন স্মৃতি।
পাখি যে দিয়েছে ফাঁকি চলে গেছে দূরে,
প্রেমের বাঁধন ছিড়ে হেয়ালী মনেতে।
সাথী তার সাথী হারা নির্ঘুম রাতের
আাঁধারে হাতড়ে ফিরে সুখের অতীত।

একত্রে ভাসানো তরী একলা এখন
কবি বায় এলো মেলো ঠিকানা বিহীন
কোথাও গন্তব্য নেই অকূল পাথার।
অথচ একদা ছিল প্রেম নায়ে ভাষা
ভালবাসা অফুরান ছিল দু’টি মনে
এখন শূণ্যতা সেথা যন্ত্রণা বিলায়।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি। সাথে আপনার কবিতার সনেট মন্তব্য ফ্রি। কিন্তু আপনার কবিতার সবটুকু তলতে পারিনি মনে হয়। সময়পেলে আবার চেষ্টা করব। তবে আপনার চলমান কবিতায় অনেক মুগ্ধ হয়েছি। আমি দিন দিন আপনার ব্যাপারে আরো বেশী আশাবাদী হয়ে উঠছি।

৩| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:১৭

তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: পরম প্রার্থণা

আল্লাহর নামে শুরু দয়ালু মহান
পরম করুণাময় সর্ব শক্তিমান
সৃষ্টির পালনকর্তা যিনি জগতের
যাবতীয় প্রশংসা আল্লাহ নামের
অত্যান্ত মেহেরবান ক্ষমতা অসীম
বিচার দিনে মালিক দয়ালু মহীম
ইবাদত একমাত্র আল্লাহ তালার
সাহায্য প্রার্থণা করি শুধু মাত্র তাঁর

পূণ্যের পন্থা দেখাও প্রভু আমাদের
সরল সঠিক পথ কামনা মোদের
তোমার প্রিয়জন যে পথে অনুগামী
সে পথে করুণাকামী হে অন্তরযামী
পথভ্রষ্টদের প্রতি গজব নাযিল
মোদের করোনা প্রভু সে পথে সামিল

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

সনেট কবি বলেছেন:




সনেট কবি তোফায়েল আহমদ টুটুল

তোফায়েল আহমেদ টুটুল হে কবি
প্রতিভা বিস্তর আছে প্রকাশ নিমিত্তে
সনেট মন্তব্য দেখে হয়েছি অবাক
নতুন নক্ষত্র এযে সাহিত্য আকাশে।
দয়াময় আল্লাহর দয়ার ভান্ডার
কবির জন্যেতে হোক সহসা উম্মুক্ত
সে কামনা করি আমি আল্লাহ সমীপে
কবুল করেন যেন তিনি এ মিনতি।

আপনি লেখেন চাই অনেক অনেক
হয়ত বাড়বে এতে কলমের ধার
কাটবে কলম তাতে কথার জড়তা।
এখন অনেকে করে সনেট প্রচেষ্টা
সাহিত্য ভরবে তবে সনেট সাম্রাজ্যে
চলুক প্রচেষ্টা তবে সনেট গড়ায়।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

সনেট কবি বলেছেন: আপনার পোষ্টে দেখলাম, আমার সনেটের জবাব সনেটে দিয়েছেন। বেশ অবাক হলাম প্রথমে এমন কোন কান্ড দেখে। একান্ড চালিয়ে গেলে অনেক ভাল হবে। আর সামুর পাঠকেরা মজাও বেশ পাবে। আশা করি আপনার এমন কান্ড অনেক দেখতে পাব।

৪| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সুরা ফাতিহা নিয়ে সনেট!!


বেশ ভালো প্রচেষ্ট!!!:)

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

সনেট কবি বলেছেন:




বিলিয়ার রহমান

বিলিয়ার রহমান কিলিয়ার কথা
কয় সব সময়েতে সবপোষ্টে দেখি
সে কথায় তারে সবে ভালবাসে বড়
মিসকরে ছবি তারে, দিয়েছিল পোষ্ট।
ক’দিন ছিলনা বিলি তাতে এই হাল
হারিয়ে বিলিরে সবে চাপড়ে কপাল
অবশেষে বিলি এসে ঘুছালো বিরহ
বিলিরে পেয়েই সবে খুশি অনিবার।

ব্লগেতে ছড়াক আলো বিলির পরশে
নিরানন্দ ব্লগ হোক আনন্দে উদ্বেল
নিত্যদিন, সে আনন্দ বেড়েই চলুক।
বিলি এল মহানন্দ সাথে নিয়ে ঢের
সে রকম কিছু যেন টের পাচ্ছি রোজ
স্বাগতম বিলি ব্লগে, ফের আগমন।

৫| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম প্রিয় কবির প্রতিমন্তব্য দেখে।
অনেকটাই তুলে এনেছেন আপনার সনেটে। বেস ভালো হয়েছে।

আপনার আশাবাদে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রেখে গেলাম। দোআ করবেন গুরুজি।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

সনেট কবি বলেছেন: তাহলে পাখিকে তুলতে পেরেছি? শুনে অনেক খুশী হলাম প্রিয় কবি।

৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১

মো: নিজাম গাজী বলেছেন: বাহ! দারুন সনেট লিখেছেন হে অত্যাধুনিক সনেট কবি। আমি গর্বিত আপনার মতো একজন বিজ্ঞ সহ ব্লগার পেয়ে।।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন:



কবি নিজাম গাজী

আকাশে অনেক মেঘ তারারা হারায়
নিত্যদিন মেঘতলে অন্তরালে পড়ে।
ফের হয় জ্যোতিময় তারাদের দল
বাতাসের আমন্ত্রণে মেঘ সরেগেলে।
আশায় থাকুন কবি হে নিজাম গাজী
সকলের প্রচেষ্টায় কাটবে আঁধার
আবার আসবে মেঘ সরবে আবার
আলো আাঁধারের খেলা চলবে এমন।

হতাশায় বসে থাকা সমিচীন নয়
হতাশা কাটতে হবে আশার আলোয়
অনন্তর ভাসবেন সুখের ভেলায়।
রাতের পরেতে দিন ক্রমাগত আসে
কান্নায় ভেসে আবার অনেকেই হাসে
বাস্তবতা এরকম বদলায় রূপ।

৭| ১৩ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৬

তোফায়েল আহমেদ টুটুল বলেছেন:






প্রার্থণা

তুমি জগত মাওলা, এই বিশ্ব পতি,
কবুল কর প্রার্থণা, আত্মার আকুতি।
অনন্ত, অসীম, সর্ব- শক্তিমান তুমি,
দয়ার মহিমা চাই, হে, অন্তরযামী।
তোমার প্রেরিত নবী, নুর মুহাম্মদ,
হইব খাঁটি উম্মত, করেছি শপথ।
তোমার করুণা পথে ,চাই রহমত,
ঈমানের সাথে প্রভু, দেখাও সে পথ।


শেষ বিচারে মালিক, হে দয়াল প্রভু,
পরিচালনা করনা, ভুল পথে কভু।
অধম গুনাহগার, আমি পাপী বড়,
কবুল কর তওবা, ক্ষমাতে তোমার।
দোযখ আযাব থেকে, আখেরে উদ্ধার,
চির শান্তির জান্নাত, দাও উপহার।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

সনেট কবি বলেছেন:



প্রার্থনা

প্রার্থনা হে প্রভু প্রিয় অধম বান্দার
দয়াগুণে ক্ষমা কর অপরাধ সব।
জান্নাতের পথে তারে করহে চালন
ইবলিশের আশায় ছাঁই ঢাল প্রভু।
দূরাচার মানুষেরে কূপথ দেখায়
যে পথে জাহান্নামের শাস্তি নিদারুণ
অপেক্ষায় আছে এর পথিকের জন্য
এ বিপদ আমাদের নিরাময় কর।

হে প্রভু বান্দার জন্য বরাদ্ধ উত্তম
আমরা কামনা করি, দিওনা ফিরিয়ে
তুমিই নাদিলে প্রভু কে দিবে তা’ আর?
আমরা ভিখিরি সব ঐশ্বৈয্যে তোমার
আমরা সকলে চাই শান্তির পরশ
আপনি এ আশা প্রভু করেন পূরণ।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

সনেট কবি বলেছেন: আমি আপনাকে নিয়ে দারুণ উচ্ছসীত প্রিয় কবি।

৮| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: মাশাল্লাহ + :)

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯

সনেট কবি বলেছেন:




কবি সেলিম আনোয়ারের মন্তব্যে মন্তব্য

এখানে মিলছে কবি মিলন মেলায়
এখানে বসেছে এক সনেটের হাট
যে হাঁটের উদ্বোধক আপনি হে কবি
হে মাননীয় সেলিম আনোয়ার প্রিয়।
মনেকি পড়েছে কবি দিয়েছিলেন ফু
কাটাতে শনির দশা? তা’ হোক সে যেটা
শনির আছর কিছু উপশম হয়ে
এখন কিছুটা শান্তি এসেছে মনেতে।

প্রিয় কবি এসেছেন অনুপ্রেরনায়
আমরা দারুণ খুশী পদধুলি পেয়ে
স্বাগতম আগমনে শুভেচ্ছা হাজার।
আপনার মোহনীয় কবিতার মোহে
অনুজের মন দোলে উচ্ছসীত হয়ে
সে কারণে আপনার চাই ভাল হোক।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪১

সনেট কবি বলেছেন:



কবি সেলিম আনোয়ারের প্রত্যয় কবিতায় মন্তব্য-

কবিতার মোহনায় মোহনীয় রূপে
প্রেমকে দারুণ ভাবে তুলেছেন কবি
মুগ্ধ না হয়ে উপায় রাখেননি কারো
মুগ্ধ করা কবিতায় মুগ্ধ তাই মন।
কথারা হারিয়ে সব এসেছে হেথায়
দারুণ দারূণ সব অতিথি কথন
কোথা কোন দূরে লোকে কথা ছিল পড়ে
আপনি তাদের সবে এনেছেন ধরে।

চাকত- চাতিকা দুই স্বপ্নের আকাশে
ঝাপটায় ডানা যেন প্রেম বারি পেতে
প্রেমাস্পদে এযে হাল নিদারুণ বেশ।
আত্মার গভীর থেকে দেখেছেন প্রেম
প্রকাশে মহিমা তার কবিতার ছত্রে
আপনি হেথায় যেন উচ্ছল ভাস্বর।

৯| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চসৎকার।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার পোষ্টে করা মন্তব্য এখানে রেখে দিলাম।-




তানহা ও দেশ প্রেমিক বাঙ্গালী

অনিরাপদ তানহা পিশাচ দলনে
চলেগেল সভ্যতায় উপহার দিয়ে
অনন্ত ঘৃণার খেদ, জাগহে মানুষ
নরপশু বিতাড়নে ঐক্য বদ্ধ হয়ে।
এভাবে যায়না করা জীবন যাপন
সমান্য শিশুও যেথা নিরাপদ নয়।
পিশাচে অক্ষম কর প্রতিরোধ গড়ে
ওদের উপড়ে ফেল মূলসুদ্ধ সব।

দেশ প্রেমিক বাঙ্গালী অভিশাপ দিবে
শিশুর আত্মায় এটা অমূলক নয়
আমারা পারিনি দিতে নিরাপত্তা তার।
এ লজ্জা সবার লজ্জা প্রতিকার এর
সবাই করবে মিলে বিবেক তাড়নে
আর যেন নাহি ঘটে ঘটনা এমন।

১০| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: আলহামদুলিল্লাহ। সুন্দর সনেট করেছেন।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

সনেট কবি বলেছেন:



কবি দ্বিতীয়বার চাঁদকে স্বাগত

কবিকে কবির হাঁটে স্বাগত জানাই
ফুলের শুভেচ্ছা নিন দোলন চাঁপার
আরোতো অনেক ফুল সঞ্চিত রয়েছে
আপনার হাতে সব একে একে দেব।
জোছনা বিলাতে কবি এসেছেন জানি
আলো যার আছে সেতো বিতরণ করে
এক্ষেত্রে সকল কবি বড় অমায়িক
আপনার চাঁদ দেখে হয়েছি বিমুগ্ধ।

হে কবি তারার মেলা সামুর আকাশে
হেথায় আপনি চাঁদ, তাই আমোদীত
খুশিতে আকুল দেখে চাঁদের আলোক।
আমরা চন্দ্রিমা চাই চাঁদনি রাতের
আপনি কি বিলাবেন? রয়েছি আশায়
মুঠি মুঠি চন্দ্রালোক অবশ্য দিবেন।

১১| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

পলষ্টার বলেছেন: সুরা ফাতিহার সারমর্ম নিয়ে বেশ সুন্দর কবিতা লিখেছেন।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কবি। সাথে আপনার পোষ্টে করা মন্তব্য ফ্রি।




কবি পলষ্টার
কেন কবি পলষ্টার প্রিয়ার আচঁল
হারালেন এ বেলায়? এখন অশ্রুর
বন্যায় এভাবে ভেসে যাচ্ছেন কোথায়?
করুন নতুন কোন প্রিয়ার সন্ধান।
এক প্রিয়া গেল বলে রোধন করেন?
হাজার প্রিয়ায় ভরা পৃথিবীর মাটি
তার থেকে বেছে নিন প্রিয়া কোন খাঁটি
আঁচল অবশ্য যেন থাকে সে প্রিয়ার।

এখন শ্রাবণ বলে বর্ষাও তেমন
বৃষ্টি ঝরায় নিরন্ত অঝোর ধারায়
চোখটা রাখলে দূরে থাকবে কাজল।
বৃষ্টিতে বিরহ ধুয়ে সামনে চলুন
নতুন স্বপ্ন ধারায় বাঁচতে শিখুন
হে বন্ধু সাথেই আছি সান্তনা জানাতে।

১২| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪০

ফেল কড়ি মাখ তেল বলেছেন: ধর্মীয় ব্যপার আপনার মাথায় নতুন আইডিয়া দেখে কি আর বলবো?? কাদিয়নি আহম্মেদীর মত ১০ বছর পর দেখবো আপনার সৃষ্ট পথে ফরিদবাগী নামে নতুন ধারার সৃষ্টি হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

সনেট কবি বলেছেন: হতাশ মানুষের মনে এমনটাই মনে হয়। আমি হানাফী, আহলে ছুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। সাহাবায়ে কেরামকে (রাঃ) সত্যের মাপকাঠি মানি। সাহাবায়ে কেরাম (রাঃ) নবী (আঃ ও সঃ) গনকে মাসুম বা বেগুনাহ মানি। পীর পুজা ও কবর পুজার বিরোধী। তবে হক্কানী পীর, তাবলীগ জামায়াত , দেবন্দি ও কওমী আলেমদের পছন্দ করি। ৭১ যারা স্বধীণতার স্বপক্ষে ছিল আমি তাদের পক্ষে। আর আমি আমার মত সঠিক প্রমাণ করতে পারি-ইনশাআল্লাহ।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

সনেট কবি বলেছেন:




ফেল কড়ির মন্তব্যে প্রতি মন্তব্য-

মাথায় গোবর ভরা ফেল করে তাই
অতঃপর তেল মাখে আধোয়া পায়েতে
ফেল করা অপমান ঢাকতে তেলের
চটচটে আবরণে; অহেতুক চেষ্টা।
কোথায় কি বলেফেলে হুঁস জ্ঞান নেই
গবেটের মাথা থেকে কি আর বেরুবে?
বুঝেনা সে অনুচিত কথা বলে কারা?
নিজেরে নামায় নিজে খাদের তলায়।

আগাম ভাবনা ভাবে চোরের বেগম
পুলিশ ভয়েতে থাকে তেলাপোকা হয়ে
বিপদে লুকাতে খোঁজে অন্ধকার স্থান।
আচারে বিচার হয় লোক পরিমাপ,
কে কোথায় স্থান পাবে? নির্ণয়ে আচার
বিচারক দেয় তার বরাদ্ধ সর্বদা।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

ফেল কড়ি মাখ তেল বলেছেন: ইমার আবু হানিফা, শায়েফী, হাম্বলী এরা সবাই নবী স: এবং সাহাবাদের সত্যর অনুসারী বলে ই মানতো। আপনার জ্ঞান তো আর তাদের থেকে বেশি নয়?? তাদের মতামত মানুশ ভুল ভাবে বুঝে এখন ধর্মে হানাহানি মারামারি??

এখন আপনি আবার ধর্মীয় ব্যপারে সনেট দারার সৃষ্টি করেছেন, মানে আরো একটা বিভক্তি??

আর খোচা দিয়ে কথা নাহ বললে ভাল লাগে নাহ। নিজের সমালোচনা নিতে নাহ পারলে ব্লগিং করেন কেন??

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

সনেট কবি বলেছেন: সনেট ভাব প্রকাশের একটা মাধ্যম এর সাথে ধর্ম-অধর্মের কোন সম্পর্ক নেই। এর দ্বারা সব রকম মতই প্রকাশ করা যায়।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

সনেট কবি বলেছেন:


ফেলকড়ি মন্তব্যে প্রতি মন্তব্য সনেট-

ফেল কড়ি ফেল করে মাখে কত তেল
কেরোসিন। অহেতুক কাটাতে সময়
অনাচারে ঘুনেধরা চরিত্র দেখাতে
জনে জনে। মনে এনে নিকৃষ্ট কল্পণা।
লেজকাটা শেয়ালের মতো মনে খেদ
দূর্নিবার জাগে নিত্য ঈর্ষার মনেতে,
ভাবে তার মতো যেন সবে করে ফেল;
অথচ সে অসফল সর্ব কাজে হয়।

পিছনে টানায় থাকে বেকার মতন
কিছুলোক সবখানে। কিন্তু যে দূর্বার
তারে কে ঠেঁকাতে পারে দূর্বল বাধায়?
অবশেষে নাটকেতে নায়কের জয়
ভিলেনের মুখে কালি বিড়ালের মতো
মিউ মিউ ডাক তার কাতর শুনায়।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার পোষ্ট কি প্রথম পাতায় যায় না?

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩০

সনেট কবি বলেছেন:



পোষ্টের ঠিকানা

পোষ্টের ঠিকানা মডু ঠিক করে দেয়
নিজ গুনে, পোষ্ট গুলো পড়ে তারপর
মহোদয় দেখে শুনে পোষ্ট বিবেচনা
করে নিত্য বহু কষ্টে ; ধন্যবাদ তাঁকে।
প্রথম পাতার পর পাঠক তালাসে
কোথা আছে আর কার লেখা, কি আছে
কোন কোন ব্লগে ভাল কৌতুহলে তার
এভাবেই মিলে যায় কুড়ানো মানিক।

দূর্লভ বস্তুর মূল্য সুলভের চেয়ে
কোন ক্ষেত্রে বেশী হয়, জহুরী তা’জানে
তাই তার সন্ধানের গরজ অনেক।
কোনটা এমনি মিলে কোনটা সন্ধানে
সুলভ দূর্লভ আছে সর্বত্রে সর্বদা
মনদিয়ে নিজকাজ করলেই হয়।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। নজরুলের পর আরেকটি কবিতায় সূরা ফাতিহার ভাবার্থ পাওয়া গেল। শুভ কামনা।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি



কবি উম্মে সায়মার ‘মরিচিকা প্রেম’ কবিতায় মন্তব্য।

বক্ষ চিরায় কমেনা ক্ষত, আরো বাড়ে
ক্ষতের মাত্রা, তাহলে দরকার নেই
চিরাচিরি অভিযান। বিশ্বাসের জন্য
লাগে এক সাদাসিদা বিশ্বাসের মন।
যে মনে জানায় তাকে দায়িত্ব নিখাঁদ
সকল জনের তরে। অবিবেচকের
দৃষ্টি দায়িত্ব পালনে নির্বিকার থেকে
পলায়নে থাকে ব্যাস্ত, চিরন্ত দেখেছি।

যে বুঝেনা মন কারো তাকে প্রেম দান?
প্রেমের অমর্যাদায় এটা অবশ্যই
একটা দারুণ ভূল, অনস্বীকার্য কি?
মরিচিকা পরিত্যার্য চিকার মতন
এ বুঝ সবার হোক। হারিয়ে ক্রন্দন
অর্থহীন আবেগের চুড়ান্ত নমুনা।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আশা করি মডু আপনাকে ফ্রন্ট পেইজে সুযোগ দিবেন। কাউকে ধমিয়ে রাখা এটা ভালো পলিসি হতে পারেনা।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩

সনেট কবি বলেছেন:





শাহাদাৎ হোসাইন (সতের ছায়া) এর মন্তব্যে প্রতিমন্তব্য-

আমি আশাহত থেকে দীর্ঘ্যকাল করি
লেখালেখি সযতনে। পড়েনা কখনো
এখানে মডুর দৃষ্টি কোন মুগ্ধতায়
কোন দিন। অযতনে পড়ে আছি হেথা।
সঠিক-বেঠিক সেটা মডু বুঝে ভাল
নিজ বিবেচনা মতে, ঠিক বলেছি কি?
আমার এ অন্ধকারে মডুর নজর
দেখিনা কখনো পড়ে, দূর্ভাগ্যে আমার।

তবু পড়ে আছি! আর কেউ কেউ পড়ে
আমার নিরিহ লেখা। মনের দায়েতে
কেউ দেয় মন্তব্যের সিক্ত ফল্গু ধারা।
করিনা অযথা আশা, যে আশায় নেই
কোন ফল সামু রাজ্যে। অনেকেই তাই
পলায়নে চলে যায় নিরিবিল একা।
দোষতো মডুর নয় দোষ ঐ দৃষ্টির
যা পড়েনা কোন কালে আমার ব্লগেতে।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬

সনেট কবি বলেছেন: শাহাদাৎ ভাই আমি আশা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। বিদায়ের প্রস্তুতি নিছি। কখনো ভুল ত্রুটি হলে নিজগুণে ক্ষমা করবেন।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি লিখুন। চলে যাওয়া কোন সমাধান নয়। আপনার লেখা অনেকে খুঁজে এসে পড়ে। এটা ভাবলে অনেক কিছু।

আশা করি মডুরা আপনাকে প্রথম পাতায়য় সুযোগ দিবেন।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

সনেট কবি বলেছেন:




শাহাদাৎ হোসাইন (সতের ছায়া) এর মন্তব্যে প্রতিমন্তব্য-

মডুরা আমার দিকে কখনো তাকাবে
এমন আশা করিনা। সুযোগ দিবেন
মডুরা আমায় তার কল্পনা কঠিন
অন্তত আমার জন্য, ভাবা কষ্টকর।
মডুরা হয়ত কোন কারণে বেজার
আমার উপর তাই এদিকে তাদের
মনোযোগ নেই কোন। আদু ভাই হয়ে
হেথায় হয়ত আমি থাকব সর্বদা।

আমার উন্নতি নেই সামুর নিবাসে
একস্থানে বসে থাকি এক ঠায় হয়ে
চাতক পক্ষির মতো বৃষ্টির আশায়।
কিছুই বলার নেই চুপচাপ থাকি
এভাবেই চুপি চুপি গেছে কতজন
আমিও চলেই যাব চুড়ান্ত সিদ্ধান্ত।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

সনেট কবি বলেছেন: শাহাদাৎ ভাই, কতকাল এভাবে থাকা যায় বলেন?

১৮| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

শাহরিয়ার কবীর বলেছেন: সনেট খুব সুন্দর হয়েছে ভাই !


শুভ কামনা রইলো ভাই !

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কবি। আপনার কবিতার মন্তব্য এখানে রেখে দিলাম-





কবি কবিরের জন্য দু’দন্ড শান্তির তালাসে

দু’দন্ড শান্তি অভাবে নিজেকে ভুলেই
হতাশ কবি কবির এখন হাজার
প্রশ্নের ভিড়ে খুঁজছে হারানো শান্তির
গোপন ঠিকানা ঘোরে, নিত্য ব্যর্থতায়।
শান্তি বর্ধন বাবুর ফোনে কল দিয়ে
জানতে পারি নিজেই তিনি অশান্তিতে
ভুগছেন, অসহায়ে তাহলে উপায়?
শান্তি পালের কথাও সেরকম জানি।

মাথা চুলকাই আর ভাবি অনবরত
দু’দন্ড শান্তির জোগাড় তাওকি
হবেনা আমার প্রিয় এ কবির জন্য?
বেটা শান্তি চক্রবর্তী তাও ইন্ডিয়ায়
তার ভাই চিন্তা দেশে একলা আছেন,
এমন পোড়া কপাল, পুতায় টাক্কাই।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দুই সনেটেই ভাল লাগা । তবে টাইপো ঠিক করতে হবে । :)

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

সনেট কবি বলেছেন:




শায়মার জন্ম দিন সংক্রান্ত কবি সেলিমের কবিতায় মন্তব্য

‘শায়মার জন্মদিন’ হয়েছে কি তাতে?
শোকের এ মাসে জন্ম অপরাধ সেকি
বলে দিতে হবে তাকে? সেথায় উল্লাস?
তার প্রিয়জন দেখি সে রকম সব।
সত্য বল্লে দোষ হয় এদেশে সে জানি
তবুও না বলে থাকি কিভাবে কেমন?
পেট উৎরে বলেই ফেলেছি সে কথা
লোকে মন্দ বল্লে তবে কেয়ার করিনা।

‘শায়মা জন্মেছে তার মায়ের কোলেতে
এখন গুনেতে আলো ছড়ায় সর্বত্র’
একথা গোপন থাক বলিনা সে কথা।
শায়মা শুনলে ফুলে ঢোল হবে জানি
সেজন্য গোপন রাখা প্রচেষ্টা চালাই
কি বলেন করেছি কি সঠিক তাহলে?

২০| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি নতুন কবিতা কোথায়?

বেলা যে পড়ে এলো :)

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

সনেট কবি বলেছেন:



কবি সেলিমের ‘আঙ্গুর ফল টক’

আহা মনমোহন ও হাদারাম হাদা
শুটকো আর মুটকো, কবিতায় গল্প
শুরু থেকে শেষ যেন, হেলে দুলে চলা
কোন রূপবতি নারী, দারুন সুন্দর।
ছন্দে ছন্দে কথা গুলো নদীর মতন
এঁকেবেঁকে চলে পথ। ঢেউ তুলে তুলে
বয়ে চলে সাগরের বিশাল বুকেতে
মিলিত হতে আনন্দে সুখ অভিসারে।

আমি চলি ছন্দ টানে পদ্য বাঁকে বাঁকে
সেথা পেয়ে বিনোদন বিমোহীত হয়ে
ভুগি কাব্য ব্যঞ্জনায়, স্বার্থক কবিতা।
মন্তব্যে পাঠক দল উচ্ছসীত ভাব
প্রকাশে করেনি কোন কার্পন্য কথায়
হে সেলিম আনোয়ার বেশতো লিখেন।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

সনেট কবি বলেছেন: ভাবছি আপনার লেখাগুলো আরো পড়ব। আর তার অংশ হিসেবে আপনার আঙ্গুর ফল টক কবিতা পাঠ আর তাৎক্ষনিক একটা মন্তব্য করা। আর সেটাই এখানে রেখে দিলাম। আর আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২১| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর হয়েছে অনুবাদ ও এর সনেটে প্রকাশ । বাংলা সাহিত্যের সেরা কবি-সাহিত্যিকরা শত শত বছর ধরে পবিত্র কোরআনের প্রশংসা করে বহু কবিতা-গান রচনা করেছেন ও এখনো করে চলেছেন । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোরআনের আমপারা অংশের কাব্যানুবাদ করেছেন। গানে ও কবিতায় পবিত্র কোরআনের সুরা ফাতেহার অনুবাদ করেছেন গোলাম মোস্তফা, সুফিয়া কামাল, ফররুখ আহমদ, মতিউর রহমান মল্লিকসহ বাংলাদেশের প্রথম সারির অনেক কবি-সাহিত্যিক। বাংলা সাহিত্যের এক সময়ের জনপ্রিয় কবি ও চিন্তাবিদ শেখ ফজলল করিম পবিত্র কোরআন নিয়ে রচনা করেছেন সুদীর্ঘ অনবদ্য কবিতা ‘কোর-আন’।এ কবিতায় তিনি লিখেছেন —‘বিশ্ব-মানব মঙ্গল-সেতু আমাদের ফোরকান’ এবং ‘বিশ্ব মানব মুক্তির হেতু আমাদের কোরআন’।
হিন্দু ধর্মাবলম্বী গিরিশ চন্দ্র সেন কোরআনের গদ্য অনুবাদ করেছেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোরআনের কয়েকটি সুরার অনুবাদ করেছেন কবিতায়। এতসব গুনী কবিদের সাথে আপনার অনুবাদটাও যুক্ত হল , আল্লার কাছে দোয়া করি তনি যেন আপনার ও সকলের মঙ্গল করেন , আমীন ।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০

সনেট কবি বলেছেন:





ডঃ এম এ আলীর মন্তব্যে সনেট প্রতি মন্তব্য-

অনেকের মধ্যে এক অন্যতম হয়ে
আপনার মতে, আজ মন ঘুড়ি উড়ে
গগনের নীলে মিলে উচ্ছসিত হয়ে
এ প্রেরণায় অতুল্য আনন্দ দোলায়।
আমার মানস যদি দেখতে পেতেন
দেখতেন সেথা কত বাবেল রঙ্গিন
উড়ে উড়ে মিশে যায় অক্ষির সমুক্ষে
তা’দেখে হয়ত নিজে পেতেন আনন্দ।

যারা চায় মানুষের মঙ্গলের ভেলা
ভেসে যাক গন্তব্যের পানে চির ধেয়ে
তারাতো পরের ভেলা নিজে সাথে বায়।
কূপমন্ডুকের দল ঈষা নিয়ে মনে
পর ভেলা থামাতেই থাকে তৎপর
পিছনে হারিয়ে নিজ সৌভাগ্য সাধনা।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

সনেট কবি বলেছেন:




ক্বোরআন ও সত্যের সন্ধান
(সৌজন্যে ডঃ এম এ আলী)

ক্বোরআন অফুরন্ত রতনের খনি
সে মনি যে চিনে ফিরে সে মনির টানে
নিজ সাহিত্য প্রাসাদ করতে সমৃদ্ধ
সে মনি সাজিয়ে।মন ভরাতে আনন্দে।
অমানিশা ঘোরে থাকা আঁধারের যাত্রী
রাত্রি চিনে ভাল তারা পেঁচকের মতো
ঘোর প্যাচে করে তারা পেঁচর পেঁচর
তাদের অলক্ষ্যে থাকে ক্বোরআন মনি।

সত্যকে যে খুঁজে ফিরে উল্টো পথে চলে
সে বলে মিথ্যাকে সত্য ধারণায় পড়ে
অকারণ। পায়না সে সত্যের নাগাল।
অথচ সঠিক পথে নিতান্ত সহজ
সত্যের অনুধাবন। সেতো ক্বোরআন
যার আলো সন্ধানীর জুড়ায় পরান।

২২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর মন্তব্যে প্রিত হলাম ।

শেখ ফজলল করিম এর কবিতা
তুলনা টি এখানে তুলে দিলাম

সাত শত ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে,
সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে।
শুধাল, ”হে জ্ঞানী! আকাশের চেয়ে উচ্চতা বেশি কার?”
জ্ঞানী বলে, ”বাছা, সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর।”
পুনঃ সে কহিল, ”পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে?”
জ্ঞানী বলে, ”বাছা, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে।”
জিজ্ঞাসে পুনঃ, ”পাথরের চেয়ে কি আছে অধিক শক্ত?”
জ্ঞানী বলে, ”বাছা, সেই যে হৃদয় জগদীম-প্রেম-ভক্ত।”
কহিল আবার, ”অনলের চেয়ে উত্তাপ বেশি কার?”
জ্ঞানী বলে, ”বাছা, ঈর্ষার কাছে বহ্নিতাপও ছার।”
পুছিল পথিক, ”বরফের চেয়ে শীতল কি কিছু নাই?”
জ্ঞানী বলে, ”বাছা স্বজন-বিমুখ হৃদয় যে ঠিক তাই।”
শুধাল সে জন, ”সাগর হইতে কে বেশি ধনবান?”
জ্ঞানী বলে, ”বাছা, তুষ্ট হৃদয় তারো চেয়ে গরীয়ান।”

তেমনিভাবে আপনার প্রতি মন্তব্যে তুষ্ট হয়ে হলাম গরীয়ান ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

সনেট কবি বলেছেন:





কবি শেখ ফজলুল করিম
(সৌজন্যে ডঃ এম এ আলী)

কবি শেখ ফজলুল করিমের বাণী-
সত্য সবার উপরে, দোষারফ করা
নিস্পাপে, ওজনে ভারী পৃথিবীর চেয়ে;
পাথর অধিক শক্ত প্রভু ভক্ত মন।
ঈর্ষায় বহ্নি অধিক তাপ বিদ্যমান,
বরফ শীতল সব সজন বিমুখ
তুষ্ট হৃদয়ে সাগর তুচ্ছ, প্রচুর্যের
সমারোহে; অমৃতের অসামান্য বাণী।

কবির কথনে যেন জ্ঞানরাজ্য দ্যুতি
বিদ্যমান, যে দ্যুতির ঝলমলে আলো
থেকে জ্ঞানের সন্ধান, নিত্য পায় সবে।
অমর এ কবিতায় এখনো ঐশ্বর্য্য
রয়েছে আগের মতো; অনুরূপ তাঁর
অন্যসব কবিতায় রয়েছে বিস্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.