নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আসিফা সস-১

১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২



ক্ষত-বিক্ষত বিবেক যন্ত্রণা আবৃত
আসিফা, হারালে তুমি কুকুর নখরে
তোমার অবুঝ কান্না প্রতি চোখে ঝরে
মন্দিরেতে ওরা কারা অসুর দানব?
হায়না পশুর দল নিকৃষ্ট ঘৃণীত
ওদের ও পাপ জন্ম কূ-ক্ষণে প্রহরে
নাপাক জমিন পরে পিশাচী জঠরে
আমরা নির্বাক সব বিক্ষুব্ধ মানব।

শিশুর ক্রন্দন রোলে আকাশ বাতাস
প্রকম্পিত হলেও যে পশুর নির্দয়
অন্তরে ঝুটেনি কোন করুণা আভাস
ভিজেনি সে অশ্রু নিরে লম্পট হৃদয়।
জুতাপিটা কর সব কুকুরের দলে
ওদের হবে না মান এমন না হলে!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়???

ব্লগের অনেকেই এসব বীভৎস ছবি দিচ্ছে। যা প্রিন্ট-মিডিয়ার নিয়ম বহির্ভূত।। কেন???

সিনিয়রদের সচেতন হবার জন্য অনুরোধ করা হচ্ছে।।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

সনেট কবি বলেছেন: তাহলে গুগলে এটা আসলো কিভাবে?

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: জনসমক্ষে কোনও ঘটনার সত্যতা তুলে ধরা-ই তো মানবিক কর্তব্য! পাঠকবন্ধুরা কী বলেন?

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭

সনেট কবি বলেছেন: পাশবিকতায় ঘৃণা উগড়ে দেওয়া দরকার।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছবিটি দেখলে বুকের মাঝে কে যেন হাতুড়ি পেটা করছে।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন: এ কষ্টের ভাষা বলার মতো নয়।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

দিবা রুমি বলেছেন:
ছবিটা আঁতকে উঠার মত, কবিতা ততটুকু না
কবিতা ভাল হয়েছে, ছবিটা না

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

সনেট কবি বলেছেন: ছবিটা বদলে দিলাম।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়? প্রথম শ্রেণীর কোন মিডিয়া এসব ছবি দেয় না।

গুগল সার্স ইন্জিন মাত্র। একটা রোবট। সেখানে ১৮+ ও পাবেন। তাই বলে ওসব দেয়া জায়েজ হয়ে যাবে না।

বিস্তারিত বলব??

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

সনেট কবি বলেছেন: ছবিটা বদলে দিলাম।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

স্বপ্ন কুহক বলেছেন: ছবিটা সরিয়ে ফেলুন প্লিজ । কষ্ট হচ্ছে খুব

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

সনেট কবি বলেছেন: ছবিটা বদলে দিলাম।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


ভারত ভয়ংকর হারে অপরাধীর জন্ম দিচ্ছে; বিশ্বে নীচু প্রকৃতির মানুষ বেশী জন্ম দিচ্ছে ভারত। শিক্ষা ওদের সহায়, না'হলে এটা নরকে পরিণত হতো।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ইশঃ এই নিঃস পাপ বোনটিকে দেখলেই চোখের কোণা জলে ভিজে যায়। মারা যাওয়ার আগে বোনটি কতই না আকুতি মিনতী করেছিল। আহঃ আর ভাবতে পারছি না...

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

সনেট কবি বলেছেন: অবশেষে পাঠকের অনুরোধে ছবিটা বদলে দিলাম। ঘটনাটা চেতনা ব্লক করে দেওয়ার মতো। মানুষ এমন জঘণ্য হতেপারে কি করে ভাবা যায়?

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

কাওসার চৌধুরী বলেছেন:


ঘটনাটা পৈশাচিক। আশা করব দ্রুত নরপিশাচদের বিচার হবে।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৫

সনেট কবি বলেছেন: পিশাচদের বিচার দ্রুত হওয়া বাঞ্চনীয়।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

পাউডার বলেছেন:
মারমারা নাক বোচা বলে ২২ শে জানুয়ারি রাঙামাটি জেলার বিলাইছড়িতে দুই মারমা বোনকে ধর্ষণ ও নির্যাতনের জন্য কোন কবিতা হবে না।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৬

সনেট কবি বলেছেন: তখন আমি ব্লগে ছিলাম না। আর এখন সেটা পুরাতন ঘটনা।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: এই ঘটনাটি আমি ভুলে যেতে চাই।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২

সনেট কবি বলেছেন: কিন্তু এমন ঘটনাতো থামছে না। আর নতুন ঘটনা পরাতন ঘটনাকেও আবার মনে করিয়ে দেয়। তনুর জন্য সবাই কান্না করেছে, সে তবু বড় ছিল। আর আছিফাতো শিশু একটা মেয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.