![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
তুমি আর আমি মিলে আমরা দু’জন
একসাথে পথচলা হাতে ধরে হাত
একসাথে পারকরা প্রতিদিন রাত
দূরে গেলে মনে হয় পৃথিবী অসার।
মা-বাবার সাথে কত আছে প্রিয়জন
তথাপি তোমায় কেন খোঁজে আঁখিপাত?
কেন যে তোমায় বিনে বিরস প্রভাত?
তুমি এলে কেন লাগে আনন্দ অপার?
মা-বাবার স্নেহ ছায়া যে জন হারায়
প্রিয়ার ছোঁয়ায় তারে ভুলায় সে শোক
আত্মীয় স্বজন যার দূর ঠিকানায়
প্রেয়সি পরশ তারে বিলায় আলোক।
সেই তুমি এই তুমি সেই তুমি এই
তোমার মতন প্রিয়া আর কেহ নেই।
প্রেমে নির্ঝর
‘প্রিয়তমা মনে রেখ’ সে গান এখন
প্রিয়তমা মনে রাখে সকল বেলায়
অবিরাম ভেসে চলা জীবন ভেলায়
প্রিয়তমে ভুলেনা সে সময়ে ক্ষণিক।
বাবা-মায় ছেড়ে তার প্রিয়তমে মন
সে চায় প্রিয়কে রাখে সুখের ছোঁয়ায়
প্রেমতরী বেয়ে বেয়ে প্রেম জোছনায়
তার কাছে তার প্রিয় অমূল্য অনেক।
‘নিরুপমা মনে রেখ’ হৃদয়ে কোমল
নিরুপমা মনে রাখে দিয়ে সুনজর
কর্তব্যে সেবায় থেকে নিত্য অবিরল
তার প্রেমে থাকা চাই তেমন নির্ঝর।
প্রিয়তমা প্রিয়তমে অনুপম জুটি
বিরোধেরে এর থেকে দিয়ে দাও ছুটি।
প্রিয়া মন
প্রিয় মনে তোমাদের কি আছে সঞ্চয়?
প্রিয়া মন দেখ নাকি কতটা সুন্দর?
কতটা কোমল তার নিভৃত অন্তর?
রেখ না অযত্নে তারে হেলায় ফেলায়।
প্রিয়া মন মূল্যবান ফেলনাতো নয়
খেলনাতো নয় তার অন্তর অন্ধর
ভালোমত দেখ তার হৃদয় প্রান্তর
জ্বলেনা সে রত্ন যেন তোমার জ্বালায়।
রতনে যতন করে রাখলে উজ্জ্বল
লাগবে তোমার কাজে তোমার সম্পদ
রেখ তারে ঝেড়ে মুছে আলো ঝলমল
মনে যেন নাহি হয় তোমার চৌপদ।
পশুরা চিনেনা কোন রতনের রাজি
না হোক পশুর মত মানুষেরা আজি।
নীলপরির ‘হতে চাই তোরই সঙ্গিনী’ কবিতায় মন্তব্য-
নীলপরি মেঘে মেঘে ভেসে যেতে চায়
অবুঝ মনেতে তার বৈশাখের নাড়া
এবার যে তার মন পেতে চায় ছাড়া
যেতে চায় মন তার অজানায় দূরে।
মেঘে মুগ্ধ পরি মনে স্নিগ্ধতা ছড়ায়
সে যেন শুনতে পায় মেঘের নাকাড়া
মেঘের সঙ্গিনী হতে সেজন্যই তাড়া
সে চায় মেঘ মোহে তার সাথে ঘুরে।
পরির অবুঝ মনে আজ ভয় নেই
ছন্নছাড়া হতে মনে নিদারুণ সখ
মেঘ যেন সাথে নিতে ডাকে পরিকেই
সে জন্য মেঘ যাত্রায় পরি মনে সুখ।
যাক তবে পরি মিশে মেঘেদের দলে
পরি মন গুনগুনে কত কথা বলে।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩
সনেট কবি বলেছেন: মন্তব্যে প্রথম হওয়ায় অনেক ধন্যবাদ।
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮
নতুন নকিব বলেছেন:
রৌদ্রকরোজ্জ্বল!
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯
সনেট কবি বলেছেন: অনুপ্রানীত হলাম প্রিয় কবি।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! মুগ্ধতা ছুঁয়ে গেল।
শুভেচ্ছা নিয়েন ভাইয়া।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩০
সনেট কবি বলেছেন: আপনাদের মুগ্ধতায় আমার লেখার স্বার্থকতা।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ চৌধুরী সাহেব।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১
নতুন নকিব বলেছেন:
নবম লাইনে 'মিলায়' শব্দটি ব্যবহার করে সম্ভবত: আপনি মা-বাবার স্নেহের ছায়ার 'অনুপস্থিতি' বুঝাতে চেয়েছেন।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪
সনেট কবি বলেছেন: ঠিক তাই প্রিয় কবি। এখানে শব্দটি বিপরীতার্থে ব্যবহৃত হয়েছে।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬
নতুন নকিব বলেছেন:
কেন 'হারায়' দিলেই তো পারেন। তাতে কোনো সমস্যা হয়?
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫
সনেট কবি বলেছেন:
প্রিয় কবি, ছিল -
মা-বাবার স্নেহ ছায়া যখন মিলায়
তখন তোমার ছোঁয়া ভুলায় সে শোক
আত্মীয় স্বজন থাকে দূর ঠিকানায়
তুমি একা পাশে থেকে বিলাও আলোক।
এখন হলো-
মা-বাবার স্নেহ ছায়া যে জন হারায়
প্রিয়ার ছোঁয়ায় তারে ভুলায় সে শোক
আত্মীয় সজন যার দূর ঠিকানায়
প্রেয়সি পরশ তারে বিলায় আলোক।
- এক শব্দের লেজ ধরে কত শব্দ বদলাতে হলো!
৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: অনবদ্য।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২২
সনেট কবি বলেছেন: অনবদ্য ধন্যবাদ।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪
নতুন নকিব বলেছেন:
অনবদ্য! আপনি পারেনও!
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪
সনেট কবি বলেছেন: বলেছেন যখন কি আর করা!
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন:
তিনটি কবিতায় এক অমোঘ প্রেম । ভাল লেগেছে ।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
সনেট কবি বলেছেন: সনেটের সাথে ভাবের সমম্বয় করতে চেষ্টা করছি। আরো পরিশ্রম করতে হবে মনে হয়।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুন।+
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
সনেট কবি বলেছেন: অনেক চেষ্টার পরো তারল্য যেন আমার পিছু ছাড়ছে না। যাক দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
রোকনুজ্জামান খান বলেছেন: এক কথায় দারুন।