নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-কাবীদ

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১১



মহা-সংকোচনকারী আল-কাবীদের
ইচ্ছা না হলে, ঘুরেনা সৌভাগ্যের চাকা
অচল জীবন পথে, ধোঁয়াশায় ঢাকা
থাকে সহজ চলার পথ-ঘাট সব।
সাময়িক বিপদেতে সদাচারীদের
নয়তো উচিৎকারো সত্য ভুলে থাকা
অহেতুক।সুখময় পথগুলো বাঁকা
এড়িয়ে চলতে হয় যতটা সম্ভব।

বিপথের অফুরান ঐশ্বর্যের ঢেউ
সহসা উদাও হয়ে মরন বিপদ
আসলে সম্মুখে দেখে পাশে নেই কেউ।
লাগেনা কোনই কাজে অঢেল সম্পদ
হলে আল-কাবীদের বিরাগ ভাজন
মহাসুখ মিলে তিনি থাকলে আপন।

ক্বাবিদু

ক্বাবিদু করেন সব সৃষ্টি নিয়ন্ত্রণ
সব কিছু থাকে তাঁর আয়ত্বের মাঝে
তাঁর ধরা থেকে কেউ পারেনা পালাতে
তাঁর রাজ্য ছেড়ে যেতে সবাই অক্ষম।
ক্বাবিদুর রাজ্য ছাড়া রাজ্য নেই বলে
বাধ্য হয়ে এখানেই রইবে সবাই
তাঁর সিদ্ধান্তের মাঝে কাটাতে জীবন
তাঁর সন্তুষ্টি তালাশ ছাড়া নেই যে বিকল্প।

কে করে বিদ্রোহ কোন কূ-বুদ্ধির বসে
নিজের পায়েতে নিজে মারতে কুড়াল
বোকাদের শুধুমাত্র অভিলাষ হয়।
বুদ্ধিমান বুঝেশুনে সিদ্ধান্ত গ্রহণে
সমগ্র জীবনে থাকে সদা তৎপর
সে জন্য তাদের প্রাপ্তি অনন্ত মঙ্গল।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৯

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খাইরান, কতো সুন্দর লেখা। শুভ সকাল।

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৭

saif sakib বলেছেন: আমি সনেট কবিতা তেমন একটা বুঝিনা। তাই কবিতা সম্পর্কে কোন মন্তব্য করতে পারছিনা। তবে কবিতার কথাগুলো ভালো লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম চাচা।
শুভ সকাল।
আপনার সনেট পড়ে দিন শুরু করলাম।
সুন্দর সনেট।

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

এম এ কাশেম বলেছেন: সুন্দর সনেট।

শুভ কামনা।






১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় সুন্দর আল - কাবীদ। ++

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

নতুন নকিব বলেছেন:



শুভকামনা। চলতে থাকুন।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অপরূপ , মুগ্ধতা।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ভালো লাগল।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩

কিরমানী লিটন বলেছেন: খুব সুন্দর- ভালোলাগায় মুগ্ধতা রইলো ...

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.