![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পরম পুনঃজীবন দাতার আসনে
আল-মুঈদ থাকায় অপরাধী জন
বাড়িয়ে দৈনিক নিজ পাপের ওজন
অবশেষে একদিন ধরা খেয়ে যাবে।
বুঝেনা বোকার দল অপরের ধনে
লাভ নেই করা কারো সুখ আয়োজন
মিটানো অন্যায় তাতে কোন প্রয়োজন
বিনিময়ে তারা এতে মহাশাস্তি পাবে।
পাপীরা ভাবছে আর ফিরবেনা তারা
সেজন্য করেনা নিজ দোষ অনুভব,
আনন্দে লুটায় তারা হয়ে আত্মহারা।
একদিন ভাবনার ভুল ভেঙ্গে সব
দেখবে কঠিন এক বিচারের রায়
পুনঃবেঁচে অসতেরা হবে নিরুপায়।
মুঈদু
প্রত্যাবর্তনকারীর গুণেতে মুঈদু
কারো থেকে দূরে গেলে আবার ফিরেন
তার দিকে তার দোষ শোধন পরেতে
চিরতরে কারো থেকে জাননা হারিয়ে।
সম্মান সম্পদ যদি হারিয়েই যায়
আবার ফিরিয়ে দিতে পারেন মুঈদু,
মরেগেলে সেই প্রাণ মুঈদু আবার
ফিরিয়ে জীবন দান করতে পারেন।
মুঈদু সকল কাজে আবার আবার
যত খুশী ততবার করতে পারেন
কাজেই হারানো ভয় তাঁর কাছে নেই।
তাঁর থেকে কে হারিয়ে যাবে যে কোথায়?
চোখের পলকে তারে দেখবে ফিরেছে
এমন গুণেতে গুণী মহান মুঈদু।
আল-মুঈদ নামের ফজিলত
- হাবিবুর রহমান (হাবিব স্যার)
পুনরায় সৃষ্টিকারী মুঈদের নামে
কেউ নাই তাঁকে ছাড়া এই ধরাধামে,
পরপারে ঠিকঠিক উঠাবে যেদিন
ভয়ে কাঁপে যত সব কাফের বেদিন।
প্রত্যাবর্তিত হবেই যেখানেই থাকো
দিনক্ষণ আছে তাই মুঈদকে ডাকো,
আল-মুঈদু নামে আরশে আসীন
সব প্রাণ এ ধরায় আল্লার অধীন।
প্রিয় কিছু হারিয়েছো খুঁজেও পাচ্ছোনা?
তবে কেন আল্লাহকে মুঈদু ডাকোনা?
তিনিই পারেন দিতে সব কিছু এনে।
সতেরবার দৈনিক মুয়ীদ স্মরনে
হারনোরা ফিরবেই রাখো ঈমানে
সতত একান্ত মনে থাকো তাঁর ধ্যানে।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৫
ল বলেছেন: মাশাল্লাহ!!!
অসৎ হয়ে নিরুপায় হতে চাই না সৎ হতে চাই।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর সনেট।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পড়লাম
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫২
সনজিত বলেছেন: সহজ সরল সুন্দর সনেট
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯
নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।
ভালো থাকবেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫
সনেট কবি বলেছেন: ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনাকে বেশ কয়দিন অনেক খুজেও পাইনি। কোথায় ছিলেন? আপনার লেখা পাচ্ছিলাম না। ভালো আছেন
?@ আপনাকে আবার ব্লগে পেয়ে ভালো লাগলো
১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
সনেট কবি বলেছেন: স্মার্ট কার্ড আনতে গ্রামে গিয়েছিলাম। ল্যাপটপ সাথে ছিলনা, সেজন্য ব্লগিং থেকে দূরে ছিলাম। আপনাদের আন্তরিকতায় মুগ্ধ হলাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০
হাবিব বলেছেন:
আল-মুঈদ নামের ফজিলত
পুনরায় সৃষ্টিকারী মুঈদের নামে
কেউ নাই তাঁকে ছাড়া এই ধরাধামে,
পরপারে ঠিকঠিক উঠাবে যেদিন
ভয়ে কাঁপে যত সব কাফের বেদিন।
প্রত্যাবর্তিত হবেই যেখানেই থাকো
দিনক্ষণ আছে তাই মুঈদকে ডাকো,
আল-মুঈদু নামে আরশে আসীন
সব প্রাণ এ ধরায় আল্লার অধীন।
প্রিয় কিছু হারিয়েছো খুঁজেও পাচ্ছোনা?
তবে কেন আল্লাহকে মুঈদু ডাকোনা?
তিনিই পারেন দিতে সব কিছু এনে।
সতেরবার দৈনিক মুয়ীদ স্মরনে
হারনোরা ফিরবেই রাখো ঈমানে
সতত একান্ত মনে থাকো তাঁর ধ্যানে।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০০
পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল কবিভাই,
সহজ সরল সুন্দর সনেট। ++
শুভেচ্ছা নিয়েন শ্রদ্ধেয় কবিভাই।