নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের স্মৃতিকথা

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২



হানাদার তেড়ে আসে হায়নার মত
মুক্তিকন্ঠে শুনাযায় বাঘের গর্জন
অতঃপর স্বাধীনতা জাতীয় অর্জন
মুক্তাকাশে সূর্য উঠে রক্তরাঙ্গা লাল।
মনে পড়ে যুদ্ধক্ষেত্রে মুক্তি সেনা কত
অকাতরে দিয়েছেন প্রাণবিসর্জন
আমরা সে বীরদের আত্মীয় স্বজন
জাতির মঙ্গল করে ফিরাব কপাল।

এখন ডিসেম্বরের চলছে সময়
বিজয়ের স্মৃতিকথা হৃদয়েতে জাগে
এ বেলা অর্থনীতির যুদ্ধ করে জয়
বিশ্বে থাকতেই হবে সকলের আগে।
বিজয়ের স্মৃতিস্মরে বিজয় আনব
আমরা জাতির চির সম্মান রাখব।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ভাল

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: বিজয়ের মাসে বিজয়ের কবিতাই চাই....

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

সনেট কবি বলেছেন: বিজয়ের আনন্দের জন্য সেটা খুব জরুরী।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইলো

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনুরূপ শুভেচ্ছা।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: বিজয় দিবসকে শ্রদ্ধা । সনেট ভালো হয়েছে।

শুভেচ্ছা নিয়েন।

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনুরূপ শুভেচ্ছা।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: মহান বিজয় দিবের শুভেচ্ছা চাচা।

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনুরূপ শুভেচ্ছা।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


বিজয় বেগম জিয়া-ফালু'কে আমেরিকান ডলারে বিলিওনিয়ার বানায়েছে; মহিউদ্দিন আলমগীরকে ব্যাংকের মালিক করেছে; সালমান রহমানকে সব ঋণ দিয়েছে; কর্ণেল ফারুককে জাতির সাথে বিদ্যুৎ ব্যবসা করতে দিচ্ছে। বিজয়ের ভাগ জনতা পায়নি; শেখ মুজিবকে হত্যা করে, জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া, দেশটাকে পুরোপুরি আবার পাকিস্তানে পরিণত করেছে।

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

সনেট কবি বলেছেন: নেতাদের সবার আগে দেশের কথা ভাবা দরকার।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.