![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
তের বছর নতুন, এখনো সতেজ
প্রাণময় সভ্যতায় আছে পরিপাটি
মানবিক ভাবনায়। দেশপ্রেম খাঁটি
সেথায় বিরাজ করে অন্য উচ্চতায়।
চৌদ্দতে চৌকষ রূপে বিদ্যমান তেজ
রুচিশীল আলাপনে। আছে জ্ঞান ঘাটি
সঞ্চিত অন্তর রাজ্যে।স্বদেশের মাটি
জেগে থাকে চিরকাল তাঁর চেতনায়।
সামুর পাড়ায় থেকে তেরটি বছর
হয়েছেন এ পাড়ার গুণীজন এক
ব্লগার নতুন, যাঁর বিভিন্ন প্রহর
এখানে হাজির থেকে কেটেছে অনেক।
সামু জন্যে প্রীতি টান এখনো প্রবল
সদায় বিরাজে তাঁর অন্তরে নির্মল।
বিঃদ্রঃ ব্লগার নতুনের সামু ব্লগে তের বছর পুর্তি উপলক্ষ্যে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
সনেট কবি বলেছেন: দ্রুততম সময়ে মন্তব্যের রেকর্ড হতে পারে এটি। খোঁজ নেওয়া দরকার। আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আরে দারুন তো! ( দু'টা বানান আছে যেগুলো শুধরে নেয়া যেতে পারে। সকাল থেকে বানান পুলিশ ভর করেছে কাঁধে, মাফ করবেন।)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
সনেট কবি বলেছেন: বানানে আমার কিছু সমস্যা আছে। বলে দিলে ভাল হয়।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: তের বছর অনেক লম্বা সময়।
শুভেচ্ছা জানাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০
সনেট কবি বলেছেন: ব্লগে তাঁর উপস্থিতিতে মনে হয় সজ্জন কেউ আছেন।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
নতুন বলেছেন: কে বলেছে সনেট লেখা কঠিন কাজ?????
আপনি এই জিনিস নিয়ে এতো কম সময়ে কবিতা লেখালেন তা থেকে আক্কেল গুড়ুম হয়ে গেলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
সনেট কবি বলেছেন: নামাজ পড়ে এসে না খেয়েই বসলাম। এখন খেতে যাব। আপনার জন্য অনেক শুভ কামনা।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: দেশপ্রেম "খঁটি" আর বিদ্যমান "ত্যাজ"। তেজ হলে বেশি দীপ্ত শোনাতো। আবারো ক্ষমাপ্রার্থী দুঃসাহসের জন্যে। তবে কাউকে নিয়ে চট করে লেখা কবিতায় ভুলত্রুটি গৌণ। স্নেহটাই মুখ্য।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২
পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর ভাবে ওনাকে তুলে ধরলেন সনেটের মাধ্যমে। ++
অভিনন্দন শ্রদ্ধেয় ব্লগারকে।
শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যে সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগার নতুনকে অভিনন্দন, আমাদের জন্য উদাহরণ
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
সনেট কবি বলেছেন: তিনি একজন সজ্জন ব্লগার এবং যথেষ্ট আন্তরিক।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫
খায়রুল আহসান বলেছেন: ব্লগার নতুন এবং সনেট কবি, উভয়কে আন্তরিক অভিনন্দন এরূপ অসাধ্য সাধনের জন্য।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩
সনেট কবি বলেছেন: আপনার উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্লগে তাঁর উপস্থিতিতে মনে হয় সজ্জন কেউ আছেন।
সহমত।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩
অর্থনীতিবিদ বলেছেন: ব্লগার নতুনকে নিয়ে সুন্দর একটি সনেট রচনা করায় ধন্যবাদ জানাচ্ছি।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: অনবদ্য প্রকাশ , ভালো লেগেছে
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭
হাবিব বলেছেন: খুব সুন্দর
১৩| ০৩ রা জুন, ২০১৯ রাত ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: নামাজ পড়ে এসে না খেয়েই বসলাম। এখন খেতে যাব। আপনার জন্য অনেক শুভ কামনা। - একজন সহব্লগারকে মূল্যায়ন করতে আপনি যে নিষ্ঠা ও একাগ্রতা দেখালেন, ত নিঃসন্দেহে প্রশংসনীয়।
সাধুবাদ জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১
মাহমুদুর রহমান বলেছেন: ব্লগার নতুনকে অভিনন্দন।
ধন্যবাদ সনেট কবিকে।