নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মেঘ থম থম করে কেউ নেই- ভূপেন হাজারিকা

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫





মেঘ থম থম করে কেউ নেই নেই

জল থৈ থৈ করে কিছু নেই নেই

ভাঙ্গনের যে নেই পারাপার

তুমি আমি সব একাকার।।



কোথায় জানি না কি ছিল যে কোথায়

সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়,

মেঘ থম থম করে কেউ নেই নেই

জল থৈ থৈ করে কিছু নেই নেই

আধাঁরের যে নেই পারাপার

তুমি আমি সব একাকার।



পুরনো সব নিয়ম ভাঙ্গে অনিয়মের ঝড়

ঝড়ো হাওয়া ভেঙ্গে দিও মিথ্যে তাসের ঘর

নূতন মাটিতে আসে ফসলেরই কাল

আধাঁর পেরিয়ে আসে আগামী সকাল

রাত ঘুম ঘুম ঘোরে জাগে ঐ

রোদ ঝলমল করে দেখ ঐ

বাতাসের যে নেই হাহাকার

পথ নেই যে পথ হারাবার।



রাত ঘুম ঘুম ঘোরে জাগে ঐ..

















শিল্পীঃ ভূপেন হাজারিকা

অ্যালবামঃ সীমানা পেরিয়ে

সুরকারঃ ভূপেন হাজারিকা

গীতিকারঃ শিবদাস বন্দোপাধ্যায়

বছরঃ ১৯৭৭



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০১

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন একটা গান......

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১

লিরিকস বলেছেন: অসাধারন একটা গান।
ধন্যবাদ।

২| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০০

রাজিব বলেছেন: সীমানা পেরিয়ে, ভূপেন হাজারিকা, বুলবুল আহমেদ ও জয়শ্রী কবির=
"চলচ্চিত্রটি ১৯৭৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট তিনটি বিভাগে পুরস্কার লাভ করেছিল। এছাড়াও ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট-এর "বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্র" তালিকায় স্থান পেয়েছে "সীমানা পেরিয়ে"।"
Click This Link
এমন গান সত্যিই বাংলা সিনেমার ইতিহাসে বিরল।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৪

লিরিকস বলেছেন: অসাধারন একটা গান।

আপনার দেওয়া তথ্য আমার পোস্ট গুলিকে সমৃদ্ধ করছে।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

মনিরুল হাসান বলেছেন: আধার = আঁধার

নতুন মাটিতে আসে ফসলেরই কাল -
নূতন মাটিতে আসে ফসলেরই কাল

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

লিরিকস বলেছেন: ভাইয়া ভূপেন এর কন্ঠে ওটা নূতন শোনা যায় কিন্তু ওটা নতুন না নূতন হবে এটা আমাকে জানান। প্লিজ।

৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

মনিরুল হাসান বলেছেন: ওটা নূতন হবে, ওয়েবসাইটে ঐ গানের লিরিকেও 'নুতন' লেখা। 'নূতন' শব্দের অর্থই হচ্ছে নতুন।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

লিরিকস বলেছেন: ওকে ডান :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.