নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।
আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।
মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।
বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।
শিল্পীঃ ভূপেন হাজারিকা
সুরকারঃ ভুপেন হাজারিকা
গীতিকারঃ ভুপেন হাজারিকা
২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
লিরিকস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:২০
দুঃখ বিলাস বলেছেন: প্রিয় গান।
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার অত্যন্ত পছন্দের একটা গান। ভুপেন হাজারিকা আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন। কিন্তু তাঁর বিজিবি'র মতো একটা মৌলবাদী দলের হয়ে নির্বাচন করাটা আমাকে খুব কষ্ট দিয়েছে। তাঁর এই ব্যাপারটা তাঁর অনেক গানের সাথে সাংঘর্ষিক হয়েছে। কারণ তাঁর গানে আমরা মানবতার কথা পাই, সাম্যের কথা পাই, শ্রেণী শোষণ, ধর্ম বর্ণ বৈষম্য বিরোধী কথা পাই। কিন্তু বিজিবি'র বেলায় এসব উল্টো। তাদের প্রত্যক্ষ মদদে বাবরী মসজিদ ভাঙ্গা হয়, শত শত মুসলানকে দাঙ্গার নামে হত্যা করা হয়। যাহোক, এই মহান শিল্পী মারা গেছেন। তিনি স্বর্গবাসী হন কামনা করি। উনার সৃষ্টি বাংলা ভাষাভাষীর মনে সারাজীবন হয়তো থাকবে। তবে উনার সৃষ্টিগুলো আমি আগের মতো আর অনুভব করি না, যা এক সময় পাগলের মতো অনুভব করতাম।
গানটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ লিরিকস।