নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।
এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা
মন চায় …মন চায় …
হৃদয় জড়াতে কারো চির -ঋণে
আজি ঝর ঝর মুখর বাদর দিনে . . .
জানি নে জানি নে … কিছুতে কেন যে মন লাগে না
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২১ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৬
লিরিকস বলেছেন:
মন্তব্যে +
২| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১:৪০
সায়েম উর রহমান বলেছেন: বাদর দিনে হবে না। বাদল দিনে হবে।
২১ শে জুন, ২০১৪ দুপুর ২:২০
লিরিকস বলেছেন: বাদল দিনে হলে তো ভালোই হত,
কিন্তু ঝামেলা হয়ে গেছে ভাইয়া গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উনি লিখেছেন 'বাদর দিনে'
সেই জন্য আমি বাদল লিখতে পারিনি।
আপনি গীতবিতান টা একটু দেখে নিবেন, তাহলে আপনার সংশয় কেটে যাবে।
ধন্যবাদ ভাইয়া।
২১ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৪
লিরিকস বলেছেন: ভাইয়া এটা নিয়ে অনেকেই ঝামেলাতে ভোগে
মাথায় ঘুরতাছে এইটা কি বাদল না বাদর .. ? এটা দেখতে পারেন।
‘বাদল’ না ; ‘বাদর’ই ঠিক এটা দেখতে পারেন।
ধন্যবাদ ভাইয়া।
৩| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাল লাগার একটি গান।
আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।
২১ শে জুন, ২০১৪ রাত ১১:৫৮
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।
ধন্যবাদ।
৪| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর একটি গান।
বাদর আর বাদল দুটাই সমর্থক শব্দ। গীতবিতানে বাদর দিনে দেয়া আছে।
আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।
এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।
২১ শে জুন, ২০১৪ রাত ১১:৫৯
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।
ধন্যবাদ।
৫| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৮
টিঙ্কু জিয়া বলেছেন: সকাল থেকে মনে হচ্ছে এই আবহাওয়া তে কোন গানটা জানি মিস করছি !! পেয়ে গেলাম আপনার কাছে, ধন্যবাদ
২২ শে জুন, ২০১৪ রাত ১২:০০
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
খুব সুন্দর গান ভাইয়া।
ধন্যবাদ।
৬| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৫:২১
মামুন রশিদ বলেছেন: আজকে শুধুই গানের দিন
২২ শে জুন, ২০১৪ রাত ১২:০৩
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।
ধন্যবাদ।
৭| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৩০
আমি স্বর্নলতা বলেছেন: রবি ঠাকুরের চমৎকার একটা গান।
২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৪
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।
৮| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৫
রাজিব বলেছেন: এখানে 'বাদর' হবে। প্রথমে আমি চমকে গিয়েছিলাম যে বাদর (monkey) কেন হবে। তারপর বাংলা একাডেমীর ডিকশনারিতে পেলাম বাঁদর মানে হল সেই প্রাণী মানে একটি চন্দ্র বিন্দু আছে আর বাদর মানে হল কবিতার ভাষায় 'বাদল'।
দু একটা ওয়েবসাইটে পেলাম যে এটি একটি ব্রজবুলি শব্দ। ব্রজবুলি ভাষা গড়ে উঠেছিল বাংলা ও মিথিলা (বিহারের) ভাষার সমন্বয়ে এবং এটি ছিল পুরোপুরি সাহিত্যের ভাষা। এ ভাষায় কেউ কথা বলত না। আর বৃষ্টির দিনে বর্ষাকালে এ গান শুনতে কার না ভাল লাগবে।
আসলে আপনার গান গুলো এত সুন্দর যে এগুলো শোনার পর এ সম্পর্কে আরও জানার আগ্রহ জন্মায়।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১
লিরিকস বলেছেন: বিষয়টি একদম ঠিক।
কেউ কেউ না জেনে অনেক তর্ক করে, এক জন আমার ভাই কে বলেছিল রবী ঠাকুর নিজেই ভুল লিখেছে। বলুন তো কি খারাপ অবস্থা।
ব্রজবুলি নিয়ে তথ্যটি চমৎকার।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১:২৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সঠিক দিনে সঠিক গানের লিরিকস।