নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
উথালী পাথালী আমার বুক আমার মনে তে নাই সুখ রে
আমায় ডুবাইলিরে…… আমায় ভাসাইলি রে,
অকুল দরিয়ায় বুঝি কূল নাই রে।
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।
কুল নাই সীমা নাই অথৈ দরিয়ার পানি
দিবসে নিশিথে ডাকে দিয়া হাতছানি রে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।
পানসা জলে সাঁই ভাসায়ে সাগরেরও বানে ।।
আমি জীবনের ভেলা ভাসাইলাম।
কেউ না তা জানে রে।।
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে,
আসমান চাহে দরিয়া পানে
দরিয়া আসমান পানে ।।
আরো লক্ষ বছর পার হইল
কেউ না তা জানে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে,
কুল নাই সীমা নাই অথৈ দরিয়ার পানি
দিবসে নিশিথে ডাকে দিয়া হাতছানি রে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে..
শিল্পীঃ রুনা লায়লা
সুরকারঃ পল্লীকবি জসিম উদ্দিন**
গীতিকারঃ পল্লীকবি জসিম উদ্দিন
** তথ্যের সত্যতা যাচাই করা যাইনি।
২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:২৮
লিরিকস বলেছেন: সু্ন্দর গান।
ধন্যবাদ।
২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পানি ......
গানটা এভাবেও গায়তে শুনেছি।
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
লিরিকস বলেছেন: হ্যা ঠিকই।
ধন্যবাদ।
৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:১০
রাজিব বলেছেন: সম্ভবত ১৯৯০ সালে পাকিস্তানী বাঙালি গায়ক আলমগির এই গানটি গান এবং বেশ জনপ্রিয়তা পায়। রুনা লায়লার গাওয়া ভার্শনটি বেশ চমৎকার। আমি জানি না ফেরদৌসি রহমান গানটি গেয়েছেন কিনা। টার কণ্ঠে মনে হয় এটি আরও সুন্দর হত।
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২
লিরিকস বলেছেন: আলমগিরের কন্ঠেও শুনেছি। ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৭
মামুন রশিদ বলেছেন: সুন্দর গান ।