নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

করিমনা কাম ছাড়ে না - লালন গীতি

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭





করিমনা কাম ছাড়ে না

প্রেম রসিকা হব কেমনে

করি মানা কাম ছাড়ে না মদনে!!

এই দেহেতে মদন রাজা করে কাচারি

কর আদায় করে লয়ে যায় হুজুরি

মদনতো দু্‌ষ্টু ভারি তারে দেয় তহশিলদারি

করে সে মুনসীগিরি গোপনে।



চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা

আমি তাই জিজ্ঞাসিলে তুমি তো বল না

সাধু সব চেতন থাকে চোর সব পালায় ডরে

লয়ে যায় শূন্য ভরে কোনখানে।



অধীন লালন বিনয় করে সিরাজ সাঁইর পায়

স্বামী মারিলে নালিশ জানাব কোথায়

তুমি মোর প্রাণ পতি কি দিয়ে রাখবো রতি

কেমনে হব সতী চরণে।













সুর সঙ্গীত - লালন শাহ্‌

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: খুবই ভালো এবং আমার পছন্দের একটি গান।

০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

২| ০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

তূর্য হাসান বলেছেন: আমার খুব পছন্দের একটি গান। ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৭

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

রাহুল বলেছেন: প্রিয় গান। ভালো লাগলো ........। ++++++++

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৬

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

৪| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

পিলাচ দিলাম :D

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:১২

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পোষ্ট পড়লাম।
গানটিও শুনলাম

লিরিকসে এত ব্যবধান কেন!!!!!!

গায়কীতে ভুল না লেখনিতে???? কনফিউজড!!!!!

যেমন
পেথম লাইনেই লিখেছেন...

করিমনা কাম ছাড়ে না - আর গাইছে করি মানা কাম ছাড়ে না মদনে।
করি মানা , এটাই ঠিক বোঝা যায় ;)

আবার শেষের অন্তরায় - শিল্পী গা্ইছে এইরকম...

লালন সাইজি বিনয় করে, সিরাজ সাইজির পায়
স্বামী মারিলে লাঠি নাশিল করিব কোথায়? (২)
কেমনে হবো সখী চরণে।।

কিন্তু লেখায় এরকমটা নেই !!???


শুদ্ধ লালন গীতি দরকার আমাদের। লেখায়, গায়কীতে সব খানে। নইলে অর্থ ব্যপক বদলে যাবার সম্ভাবনা থাকে। যা অজানা কোন অন্ধকার ঢেকে আনতে পারে।

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:২১

লিরিকস বলেছেন: ভাইয়া আমি নিজেও কনফিউজড, মাকসুদের গাওয়া (ফিডব্যাক) গানও লেখার সাথে মিল নাই।

কিন্তু লালনের লেখা এই রকমই ছিল, সেটাই আমি তুলে দিয়েছি। আমি হিরু শাহ্‌ র কন্ঠে সরাসরি শুনেছি লালনের মাজারে যা লেখনীর সাথে মিল ছিল।

শুদ্ধ লালন গীতি দরকার আমাদের। লেখায়, গায়কীতে সব খানে। নইলে অর্থ ব্যপক বদলে যাবার সম্ভাবনা থাকে। যা অজানা কোন অন্ধকার ঢেকে আনতে পারে।

মন্ত্বব্যে ভালোলাগা।

৬| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০০

রাজিব বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সঙ্গে বাংলা গানের ইতিহাসে লালন অমর হয়ে আছেন এবং রইবেন আশা করি। আসলে রবীন্দ্রনাথ ও নজরুলের থেকে লালনের প্রতিভা ও অবদান কোন অংশে কম নয়। সাধারণ মানুষের মধ্যে মানবিকতার চেতনা ছড়িয়ে দেবার ক্ষেত্রে লালনের অবদান অসাধারণ।

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭

লিরিকস বলেছেন: আপনার মন্তব্যও অসাধারণ।

ভাইয়া এতদিন আমার ভালোলাগা গান দিয়ে এসেছি, শত তম পোস্টের পর এটা একটু পরিবর্তন হবে, ব্লগারদের ভালোলাগা গান নিয়ে পোস্ট থাকবে।

আপনি যদি আপনার ভালোলাগা ১০ গানের তালিকা আমাকে দেন তাহলে খুব ভালো হয়, হতে পারে কিছু গান আগেই হয়ত পোস্ট করে ফেলেছি, কিন্তু তারপরও দেবেন প্লিজ। আমার অন্য পোস্ট লিখতে সুবিধা হবে।

আমি আমার আমার ১০১ তম পোস্ট টি আপনার ভালোলাগা গান নিয়ে দিতে চাই।
কেন?
কারন টা পোস্টে লিখে দেব।

তালিকা দেন প্লিজ।

৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:

লালনের আর লিরিক্স চাই।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

লিরিকস বলেছেন: আসবে,

অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:২৩

আহসানের ব্লগ বলেছেন: Dhonnobad :-)

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১

লিরিকস বলেছেন: আপনাকেও

অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.