নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

চলছে - ত্রিরত্নের খ্যাপা

০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:২০





আজ এখনি আপনাদের কানে দিতে যাচ্ছি সম সাময়িক চলমান ঘটনা বলি। এখন যা কিছু শুনবেন আমাদের মুখে… প্লিজ আর কাউকে বলবেন না শুনতে।



বলছি তাহলে সব ঘটনা, ঘটনা সত্যি নয় রটনা

যাচাই করে না হয় দেখেন না

পত্র পত্রিকায় এত কিছু পাবেন না- চলছে

জব্বর বিনোদনের খবর এখন- চলছে

বাংলা ছবির ধুম পড়েছে এখন- চলছে

শাবনাজ-নাইম জুটি খুবই গরম, তাই পুরনো নায়িকারা সব হিংসায় জ্বলে শুধু

ফরীদির মাথায় ঘুরছে ঘিরিঙ্গী প্ল্যান- চলছে

মৌসুমির ফিল্মে দারুণ পজিশন – চলছে

রূপনগর টিভির মূল আকর্ষণ, ওই হেলাল আর শামীমের-

ইঁদুর বিড়াল খেলা, কেঁদে চলেছে বিপাশা- চলছে

খুব ভালো চলে টিপু সুলতান- চলছে

হানিজ সংকেতের রম অনুষ্ঠান, ওই হয়রান গফুরের

বেহুদা প্যান-প্যানানী, অন্টি ভাবির গানে পাচ্ছে সংগীত উনুস্থান,

তাই বাংলা খবর ভালবাসেন আমার আব্বাজান- চলছে

হুইল সাবানের দালালের কথা- চলছে

আমি এখন ঢাকা কাল খুলনা, ও শ্রোতা শুনছেন নাকি আমাদেরই বিতলামি

সময় নষ্ট করবে জানি আমাদেরই এই গানটি- চলছে



ডিশ অ্যান্টেনার বাহাদুরি- চলছে

দেখো সারাদিন এম টিভি- চলছে

জী টিভির যত সুড়সুড়ি- চলছে

জুহি মাধুরীর নাচানাচি আর নাদিম, শ্রাবণের গানের চাক্কি- চলছে

নচিকেতার গান জীবনমুখী আর বম্বের হিন্দি গানের ঘ্যান ঘ্যানানি- চলছে

রাজা বাবু ছবির হিট গানটা- চলছে

অডিও ক্যাসেটের ভয়াবহতা, শুনি প্রতিদিন বাজারে অসংখ্য আর

ব্যঙ্গের ছাতার মতন জন্মেছে ব্যান্ড- চলছে

হিট হচ্ছে তবু ব্যান্ড এর গান, শুনি- রেনেসাঁ, এলো আর বি, সোলস আর মাইলস

গুন গুন করে কাটে সারাদিন বেশ মন- কেড়েছে, ফিরিয়ে দাও আর হৃদয়,

সেই তুমি আর এ এমন পরিচয়- চলছে

সোলো ক্যাসেটে তপন- বিশ্বজিত, দিলরুবার গাওয়া পাগল মন হিট!

ওই শাকিলা বেবি আর সামিনা নবী, তারা রেগেছে ধরে এখন গানের হালটি

আবার চেহারা দেখানো শিল্পীর গানও শুনি, না জানে তাল না জানে সুর! মনে হয় মারি লাথি

এরা নষ্ট করেছে গানের ভাবমূর্তি, শুনব না শুনবনা গান ঠিক করেছি- চলছে

..

তসলিমার বিক্রি কুরুচি- চলছে

খবর মুক্তি ফুলন-দেবী- চলছে

সারাদেশে মাস্তানের সন্ত্রাসী- চলছে

প্রশাসনের নামে ভেলকি বাজি- চলছে

..

বলছি তাহলে আবার শোনেন না, ১০০ বা খাঁটি নয় রটনা… শুনতে না চাইলে শুনবেন না! যা বলছি কিছু আর বলব না- চলছে















শিল্পীঃ আশরাফ বাবু, চারু, পার্থ

অ্যালবামঃ ত্রিরত্নের খ্যাপা

সুরকারঃ আশরাফ বাবু

গীতিকারঃ চারু

বছরঃ ১৯৯৪

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫

নিকষ বলেছেন: "ভাব মুক্তি" নাকি "ভাবমূর্তি"

আমার মনে পড়ে ভাবমূর্তি।

০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪

লিরিকস বলেছেন: ভাবমূর্তি ই হবে।

ঠিক করে দিয়েছি ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ।



আপনার কোন পোস্ট নাই কেন?

২| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৬

বংশী নদীর পাড়ে বলেছেন: এই গানটি এক সময় অসম্ভব মার্কেট পেয়েছিলো। আমরা মুখে মুখে গানটি পাগলের মতই গাইতাম। খুব ভালো লাগলো আপনার উপস্থাপনাটি। ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮

রাহুল বলেছেন: আহ..সোডো বেলার কথা মনে পড়ে গেলো।ধন্যবাদ আপনার এই সুন্দর প্রচেষ্টার জন্য। :)

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

মদন বলেছেন: +++++++++++++

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬

লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ২:০৯

ভিটামিন সি বলেছেন: খাইছেরে... পাগলা তাইলে আমি একা না। আরো দেখি মেলা পাগলা আছে আমার মতো।
আমার কাছে ত্রিরত্নের ক্ষেপা, ডিনামাইড আর গ্যাস্টিক এ্যালবাম আছে। এছাড়া কারও কাছে অন্য কোন এ্যালবাম থাকলে শেয়ার করেন।
যেমন: হ-য-ব-র-ল + আরো আরো।

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৭

লিরিকস বলেছেন: :) :) :)

কেমন আছেন ভাইয়া?

দেশে এসে কেমন লাগছে?

ত্রিরত্নের ক্ষেপা, ডিনামাইট, গ্যাস্টিক এর সব গান শেয়ার দেওয়া হবে। ডিনামাইট গানের জন্য আপনার সাহায্য দরকার হতে পারে।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩

প্রবাসী পাঠক বলেছেন: এই গানটা সেই সময় অসম্ভব জনপ্রিয় একটা গান ছিল। পোস্টে প্লাস।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:১২

লিরিকস বলেছেন: এখন আর কোন গানই ঐ রকম জনপ্রিয় হয় না।

অনেক ধন্যবাদ।

৭| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৮

ভিটামিন সি বলেছেন: জ্বী ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন। দেশে এসে একটা জবে জয়নে করে আবার ছেড়ে দিয়ে সিংগাপুরে চলে এসেছি। দেশের জব ভালো লাগে নি।

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৭

লিরিকস বলেছেন: আবারও সেই প্রবাস!!!


ভালো থাকুন। শুভ কামনা।

৮| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯

রাজিব বলেছেন: যে সময়ের কথা বলা হয়েছে তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। সে সময় রাজনৈতিক অস্থিরতা ছিল, সুমনের তোমাকে চাই গানটি দারুন জনপ্রিয়, এলআরবির সে তুমি কেন এত অচেনা হলে, ডিশ অ্যান্টেনার বাহাদুরি তেমন ছিল বলে মনে পড়েনা কারণ বেশির ভাগ বাড়িতেই ডিশ আসেনি। বরং সেসময়টা বিটিভির নাটকের স্বর্ণযুগ। শমী, বিপাশা, মিমি আর তৌকির দারুন ফর্মে। হুমায়ুন আহমেদ এর বাকের ভাই এর নাটক।
আসলে মানুষ কখনোই নিজের সময় অবস্থা নিয়ে খুশি নয়। জিনিসপত্রের দাম এখনকার তুলনায় কমই ছিল। ১৯৯৩-৯৪ সালের কথা। ২০০ টাঁকার মধ্যে বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যেত। ঢাকা কিছুটা হলেও ফাকা ছিল, ট্র্যাফিক জ্যাম অনেক কম ছিল, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরের দিকে অনেক জায়গা ফাকা ছিল। খিলখেত আর শনির আখড়ায় তখন ধান ও মাছের চাষ হত। আশুলিয়া তখন ধানক্ষেত ছিল।
তবে ঢাকার মানুষের আয় ছিল কম, শিক্ষিত লোকের আয়ের ক্ষেত্র একেবারেই সীমিত ছিল। তাই বোধহয় এত হতাশা ফুটে উঠেছে এ গানে। গানটি বেশ চমৎকার। এসব গানের লিরিক্স কি আপনি নিজে টাইপ করেন?
টাইপ করেন আর ইন্টারনেটে থেকে জোগাড় যাই করেন না, বেশ সময় সাপেক্ষ একটি কাজ এবং এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

লিরিকস বলেছেন: যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে আমি একদম ডিম ছিলাম :#> সো আমি অনেক কিছু মিস করি এই গানের, বিটিভির নাটকের স্বর্ণযুগের নাটক আমার দেখা হয়নি তেমন তবে শমী, বিপাশা, মিমি তৌকির এদের শেষ দিকের নাটক দেখেছি আমি, আই মিন বিটিভিতে।


২০০ টাঁকার মধ্যে বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যেত। এগুলো শুনলে শায়েস্তা খানের আমল বলে মনে হয়। হি হি হি।

রবী বাবুর গান টাইপ করা লাগে না। পিডিএফ আছে আমার কাছে। নেটেও আছে, কিন্তু নেটে বানান ভুল থাকে আবার 'বাদর দিনে' এর জায়গাতে কেউ কেউ বাদল দিনে দিয়ে রাখে। কিছু গান আমি নিজে টাইপ করেছি, কিছু গান নেট থেকে সংগ্রহ করেছি, আমার কাছে প্রায় ১৮০০ গানের লিরিক আছে।

তবে কষ্ট হলো গানের সুরকার, গীতিকার বের করা, অন্য সাইটে দেখবেন বেশির ভাগ গানের সুরকার, গীতিকার দেওয়া নাই। এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়।

তবে আপনাদের কাছে পেয়ে কষ্ট সার্থক।

অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


এই এ্যালবামের আরও কিছু গান শেয়ার করুন। সেই রকম একটা এ্যালবাম ছিল।

আচ্ছা আপনার কি সুতরাং এ্যালবামের কোন গান জানা আছে ? জানা থাকলে শেয়ার করবেন প্লীজ।

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৮

লিরিকস বলেছেন:
এই এ্যালবামের আরও কিছু গান শেয়ার হবে।


সুতরাং এ্যালবামের কোন গান মনে পড়ছে না ভাইয়া, খুঁজে দেখব।

আপনি পেলে আমাকে জানাবেন।


১০| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আঙুলের ভাঁজে সিগারেট জ্বলে পুড়ে যায়, দু ঠোঁটের সাথে তার হয় না মিলন, অভিমানী ছাই হয়ে ঝরে যায়... স্মৃতির পাতায় বাঁধা অগোছালো এই মন

এই গানটা শুনেছেন ? এটা সুতরাং এ্যালবামের গান।

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৬

লিরিকস বলেছেন: এই রকম একটা গান মনে পড়তেছে মনে হয় জুয়েল/আগুন/নাসির কেউ একজন গায়ক হবে,

ভুলে গেছি।

আমাকে দিবেন প্লিজ।

১১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: +++++

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৬

লিরিকস বলেছেন:



ধন্যবাদ ভাইয়া।

১২| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৬

ভিটামিন সি বলেছেন: কোথায় হারালে? হারালে কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.