নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

কারার ঐ লৌহ কপাট - নজরুল গীতি

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০১





কারার ঐ লৌহ–কপাট

ভেঙ্গে ফেল্‌ কর্‌ রে লোপাট রক্ত –জমাট

শিকল –পূজার পাষাণ –বেদী!

ওরে ও তরুণ ঈশান!

বাজা তোর প্রলয় –বিষাণ ! ধ্বংস –নিশান

উঠুক প্রাচী –র প্রাচীর ভেদি’।।



গাজনের বাজনা বাজা!

কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা

মুক্ত –স্বাধীন সত্য কে রে?

হা হা হা পায় যে হাসি, ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী –

শিখায় এ হীন্‌ তথ্য কে রে?



ওরে ও পাগ্‌লা ভোলা, দেরে দে প্রলয় –দোলা গারদগুলা

জোরসে ধ’রে হ্যাঁচকা টানে।

মার্‌ হাঁক হায়দরী হাঁক্‌ কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক

মৃত্যুকে ডাক জীবন –পানে।।



নাচে ঐ কাল –বোশেখী, কাটাবি কাল ব’সে কি?

দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।

লাথি মার, ভাঙ্‌রে তালা! যত সব বন্দী–শালায়–

আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্‌ উপাড়ি।।

















সুরকারঃ কাজী নজরুল ইসলাম

গীতিকারঃ কাজী নজরুল ইসলাম







আমার নতুন পোস্ট গুলির কিছু কিছু হবে ব্লগাদের নিয়ে, যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।



রাজিব ভাই তার ভালোলাগা ১০ টি গান দিয়েছিলেন



১। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি- আমাদের জাতীয় সংগীত (দেওয়া হয়েছে)

২। আমার ভাইয়ের রক্তে রাঙানো- ২১ ফেব্রুয়ারি

৩। জাত গেল জাত গেল- লালন

৪। পথে পথে দিলাম ছড়াইয়ারে- কলিম শরাফি

৫। কারার ওই লৌহকপাট- কাজী নজরুল ইসলাম

৬। আমার সকল দুঃখের প্রদীপ- রবীন্দ্রনাথ ঠাকুর

৭। জয় বাংলা বাংলার জয়- ১৯৭১ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

৮। তোমাকে চাই (কবির সুমন)

৯। সেই ছেলেটা- সাহানা বাজপেয়ী

১০। আগে কি সুন্দর দিন কাটাইতাম- শাহ আবদুল করিম







৯৯ টি সুন্দর গানের সংকলন





মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় –বিষাণ ! ধ্বংস –নিশান
উঠুক প্রাচী –র প্রাচীর ভেদি’।।

প্রতিটা লাইনে, প্রতিটা কথায় জাগরনের শিহরনে, বদলের সুতীব্র আকাঙ্খা!!!

নাচে ঐ কাল –বোশেখী, কাটাবি কাল ব’সে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।
লাথি মার, ভাঙ্‌রে তালা! যত সব বন্দী–শালায়–
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্‌ উপাড়ি।।

প্রতিটি বিপ্লবে, আন্দোলনে বিপ্লবীদের চিরকালীন অাহবান.. জেগে ওঠার গান।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৫

লিরিকস বলেছেন: প্রতিটি বিপ্লবে, আন্দোলনে বিপ্লবীদের চিরকালীন অাহবান.. জেগে ওঠার গান।

চমৎকার।

ভাইয়া ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। আমার ভাইয়া খুলে দিয়েছেন আমাকে। সময় পেলে দেখবেন।

ভালো থাকুন।

২| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৫

রাজিব বলেছেন: গানটি আমার আসলেই খুব প্রিয়। শুধু আমার কেন সব বাঙালীর প্রিয় একটি গান। ২০০৬ সালের গোটা মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার শ্রোতারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের যে তালিকা করেছে ভোট দিয়ে তার মধ্যে এটি অন্যতম। জীবন থেকে নেওয়া ছবিতে গানটির ভিডিও দেয়াতে অনেক ধন্যবাদ। রাজ্জাক আর আনোয়ার হোসেন এবং সব শিল্পীরা মিলে খুব সন্দর করে গানটি ফুটিয়ে তুলতে পেরেছেন।
গানটি কত সালে লেখা হয় বা নজরুলের কোন গ্রন্থে এটি ছিল তাকি বলতে পারেন?
আমার এত পছন্দের গানটি দেয়াতে আবারো অনেকে অনেক ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৭

লিরিকস বলেছেন: আমি নজরুল সমগ্র দেখে আপনাকে জানাতে চেষ্টা করব.


ভাইয়া ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। সময় পেলে দেখবেন।


মন্তব্যে ভালো লাগা।


ভালো থাকুন।

৩| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫১

রাজিব বলেছেন: আর নজরুলের এই গানটি শুনলে রবীন্দ্রনাথের একটি গানের কথা মনে পড়ে যায়ঃ
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

লিরিকস বলেছেন: গানটি শোনা হয় নাই।

শুনতে হবে।

৪| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: শিকল ভাঙার গান দারুন ভালো লেগেছে। শিকল ভেঙেই আমাদের স্বাধীনতা এসেছে।


সুন্দর পোস্ট ।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬

লিরিকস বলেছেন: ভাইয়া ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। সময় পেলে দেখবেন।


মন্তব্যে ভালো লাগা।


ভালো থাকুন।

৫| ১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: গানটা শুনলেই একটা শিহরনের মত জাগে মনে।


ধন্যবাদ গানটা দেয়ার জন্য।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩১

লিরিকস বলেছেন: প্রতিটি বিপ্লবে, আন্দোলনে বিপ্লবীদের চিরকালীন অাহবান.. জেগে ওঠার গান।

৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৪

তূর্য হাসান বলেছেন: গানটি শুনলেই রক্তে শিহরন বয়ে যায়। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

লিরিকস বলেছেন: প্রতিটি বিপ্লবে, আন্দোলনে বিপ্লবীদের চিরকালীন অাহবান.. জেগে ওঠার গান।

৭| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: উফ!!

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬

লিরিকস বলেছেন: প্রতিটি বিপ্লবে, আন্দোলনে বিপ্লবীদের চিরকালীন অাহবান.. জেগে ওঠার গান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.