নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

আমার প্রেমের তরী বইয়া চলে - ফেরদৌস ওয়াহিদ

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১০





আমার প্রেমের তরী বইয়া চলে

প্রেমের বৈঠা ধইরা

যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা

ও হো হো হো………।



আমার মন মানষী বইসা আছে প্রেমের বৈঠা ধইরা

যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা

ও হো হো হো………।



বাঁশরীয়া ছাড়া বাঁশি সুর ধরে না

তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশরীয়া।

ও হো হো হো………।।



ঐ না আকাশ কোলে যেমন মেঘ উইড়া যায়

তেমনি তোমার মন পিঞ্জরায় দোলাইও আমায়

ও হো হো হো………।।













ফেরদৌস ওয়াহিদ & সাবিনা ইয়াসমিন









শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ

অ্যালবামঃ মহেশখালীর বাঁকে

সুরকারঃ আলম খান

গীতিকারঃ মুকুল চৌধুরী

বছরঃ ১৯৭৮



মহেশ খালির বাঁকে সিনেমাটি তে ফেরদৌস ওয়াহিদ ও সাবিনা ইয়াসমিন গানটি গেয়েছিলেন। ১৯৭৮ সালে সিনেমাটি মুক্তি পায়।

অভিনয়ে ছিলেন - উজ্বল, ওয়াসিম, নতুন, সুচরিতা।

পরিচালনায় ছিলেন - শামসুদ্দিন ঠাকুর।





যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।



ব্লগার এহসান সাবিরআমিনুর রহমান ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর গান ।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ ভাইয়া।

২| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৩

তারছেড়া লিমন বলেছেন: আমার প্রেমের তরী বইয়া চলে
প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা
ও হো হো হো………।



+++++++++++++++

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ ভাইয়া।

৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩২

রাজিব বলেছেন: গানটি আগে কখনো শুনেছিল বলে মনে হয়না। ছোট বেলায় ফেরদৌস ওয়াহিদ গান গাইতেন বিটিভিতে নিয়মিত। আর মনে পড়ে জিঙ্গা শিল্পী গোষ্ঠী ও নাজমা জামান এর কথা। তাদের কোন গান কি আপনার সংগ্রহে আছে? নাজমা জামানের বোন শায়লা আমাদের স্কুলের টিচার ছিলেন।

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯

লিরিকস বলেছেন: কোথায় যেন নাজমা জামান এর নাম শুনেছি। আমার কাছে উনার কোন গান নাই মনে হয়।

আপনার কাছে থাকলে আমাকে দিবেন প্লিজ।

৪| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ১৯৭৮ আমি সিক্সের ছাত্র। সেই পিচ্চি বেলাতেই দারুণ পছন্দ ছিল। তা ছাড়া এই শিল্পীর বেশিরভাগ গানই সংখ্যায় কম হলেও হিট বলা চলে।

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

লিরিকস বলেছেন: ১৯৭৮, সিক্সের ছাত্র!!
আমার আম্মার ক্লাসমেট!!!
হুররে!!



৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: +++

অটঃ আপনার ব্যানার আপনার কাছে পৌছাবো কিভাবে???

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯

লিরিকস বলেছেন: আমার ই-মেল
[email protected]

৬| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪৬

নস্টালজিক বলেছেন: ছোটবেলায় গানটা শুনেছি। অনেকদিন পর শুনলাম, ভালো লাগলো আবার।

গীতিকার আর সুরকার এর নাম দেয়ায় ধন্যবাদ, লিরিকস!

আপনার পোস্ট নিয়মিত পড়ার চেষ্টা করবো এখন থেকে।



ভালো থাকুন নিরন্তর।

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩

লিরিকস বলেছেন: আপনাকে পেয়ে খুব ভালো লাগছে ভাইয়া।

অনেক খুশি লাগছে।

আপনাকে পাশে পাব বলে আশা করছি।

শুভেচ্ছা।

৭| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: দারুন গান।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.