|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
 
সুরকারঃ দ্বিজেন্দ্র লাল রায়
গীতিকারঃ দ্বিজেন্দ্র লাল রায়
 ১৭ টি
    	১৭ টি    	 +২/-০
    	+২/-০  ১৪ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৬
১৪ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৬
লিরিকস বলেছেন: তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।
তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
এই ২টার মধ্যে কোনটা কারেক্ট জানি না আমি। একটু খুঁজে দেখবেন।
২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৪৩
১৪ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৪৩
রােশদ সুলতান তপু বলেছেন: কথাটা "ধনধান্যে পুষ্পে" নয় "ধনধান্য পুষ্প" হবে। এ-কার হবে না। যদিও এই ভুলটা অনেকেই করে।
ধন্যবাদ আপনাকে।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৬
১৪ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৬
লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি।
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।
তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
এই ২টার মধ্যে কোনটা কারেক্ট জানি না আমি। একটু খুঁজে দেখবেন। 
৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:০০
১৪ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:০০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: একটু কারেকশন আছে আপি। বোল্ড করে দিয়েছি দেখো।
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
আর একটা লাইন নিয়ে আমার কনফিউশন আছে। তুমি কি একটু চেক করে দেখবে লাইনটা? ২জায়গায় ২রকম গেয়েছে।
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।
তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
এই ২টার মধ্যে কোনটা কারেক্ট জানি না আমি। একটু দেখো তো খুঁজে। 
  ১৪ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৩০
১৪ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৩০
লিরিকস বলেছেন: হ্যা,
ওপারের ওরা গেয়েছে এক রকম আমরা গেয়েছি আরেক রকম।
তবে আমি শুনে আসতাম 
তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
দেখা যাক কি হয়  
 
৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৩
১৪ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৩
তুষার কাব্য বলেছেন: আরও প্রিয় একটা দেশের গান...  
   
   
 
  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৫২
২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৫২
লিরিকস বলেছেন:  
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।
৫|  ১৪ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৯
১৪ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৯
মামুন রশিদ বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।
অসাধারণ!
  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৫২
২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৫২
লিরিকস বলেছেন: খুব প্রিয় একটি গান।
৬|  ১৫ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ১:৫৩
১৫ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ১:৫৩
গানচিল বলেছেন: গানটা অনেক শিল্পী "ধনধান্য পুষ্প ভরা" বলে গাইলেও আমি মনে করি মূল কথাগুলো  " ধনধান্যে পুষ্পে ভরা"ই হবে।মনে করারও একটা কারন আছে। 
গানটার মূল শিল্পী দীলিপ কুমার রায়।আর দীলিপ কুমার রায় কিন্তু গানের গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়েরই ছেলে। যিনি সে সময়কার অনেক  নামী-দামী শিল্পী ও মিউজিক ডিরেক্টর ছিলেন।এখন একজন নামকরা শিল্পী একটা গান ভূল করে গাইবেন, তা-ও নিজের পিতার লেখা একটা গান? তা কি করে হয়!
http://www.youtube.com/watch?v= 
  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৫৮
২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৫৮
লিরিকস বলেছেন: একমত ভাইয়া।
দিয়েছি ধনধান্যে করে  
 
প্রাণ ঢালা ধন্যবাদ ভাইয়া।
৭|  ১৬ ই ডিসেম্বর, ২০১৪  রাত ৯:০৬
১৬ ই ডিসেম্বর, ২০১৪  রাত ৯:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
দ্বিতীয় প্লাস 
  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:০২
২৫ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:০২
লিরিকস বলেছেন: অনেক ভালো লাগা।
৮|  ১৭ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১০
১৭ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১০
নুরএমডিচৌধূরী বলেছেন: পোষ্টে++++
  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:০৬
২৫ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:০৬
লিরিকস বলেছেন: ভালো থাকুন।
৯|  ০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৪
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৪
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৩৩
১৪ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠানের সমাপনী গান হিসেবে বহুল পরিচিত আমার কাছে।