নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বানসুরি স্পেশাল

বাঁশী আর বউ এই নিয়ে সংসার

বানসুরি

কামকাজ নাই বাঁশী বাজাই আর খাই

বানসুরি › বিস্তারিত পোস্টঃ

সাখাওয়াত কাহিনী-২

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

বাসা বদলানো খুব ঝামেলা। অপ্রিয় এ ঝামেলাটি সরকারি চাকুরেদের পেছনে লেগেই থাকে। তার মধ্যে বউয়ের যদি একটু শুচিবাই থাকে, আর রক্ষা নাই। এ রকম একটি ঝামেলার দিনে খুব ভোর বেলায় পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী অফিসের পিয়ন তালেব ও ফেরদৌস এর সাথে সাখাওয়াতও সহযোগিতার উদার হাতে হাজির। আমার বাসায় তাদের প্রথম আগমন। পরিচয় পর্ব শেষ হওয়ার পর আমার বউ তাদেরকে নাস্তা দিল এবং রুগ্ন রবিউল স্টাইলের চেহারার কারণে সাখাওয়াত কে একটু বেশী যত্ন করেই খাওয়ানোর চেষ্টা করল।



নাস্তা শেষ করে তারা নিজেরাই নিজেদের কাজ ভাগ করে নিল। তালেব ও ফেরদৌস খাট-পালং খোলাবান্ধার কাজ। সাখাওয়াত এর দায়িত্ব হল নতুন বাসায় মালামাল নেয়া শুরু হলে সব মালামাল না পৌঁছা পর্যন্ত ঐ বাসার প্রতি কড়া নজরদারি রাখা - পাছে যাতে কোন মাল খোয়া না যায়। সাখাওয়াত নানারকম প্রশ্ন (query) করে তার ভাবীর (আমার বউ) কাছ থেকে কাজ ক্লিয়ার হয়ে নিল। আমি টের পাচ্ছিলাম যে, সাখাওয়াত তার সভাব-সুলভ ভুলের পুনরাবৃত্তি এড়ানোর জন্যই দায়িত্ব অক্ষরে অক্ষরে বুঝে নেয়ার চেষ্টা করছে। আজকে সে কারো হাসির পাত্র হতে চায় না। ভাবীকে সালাম দিয়ে নতুন বাসার চাবি ও ঠিকানা বুঝে নিয়ে কনফিডেন্টলি বের হয়ে নীচে গেল পিক-আপের কাছে।



ঘন্টাখানেক পর সাখাওয়াত এর ফোন কল। কলটা দেখেই ঘাবড়ে গেলাম...................



: হ্যালো...সাখাওয়াত বল, কি হয়েছে?

> স্যার, আমারে নতুন বাসায় দারোয়ান ব্যাটা ঢুকতে দিচ্ছে না!

: কও কি? পিক-আপ থেকে মাল নামিয়ে রাখতেছে কোথায় তাইলে? চাবি তো তোমার কাছে!!

> স্যার, পিক-আপ এখনো আসে নাই!

: তোমারে না কইলাম পিক-আপের সাথে যাইতে??? মাল না গেলে কী পাহারা দিবা তুমি?

> স্যার, নতুন বাসায় কেউ নাই, খালি পইড়া আছে! পিক-আপ আসতে দেরী অইবো দেইখ্যা আমি রিক্সায় চইলা আইছি....................:)



ইতোমধ্যে বউ বিষয়টি টের পেয়ে আমার উপর ভীষণ ক্ষেপে গেছে, কেন আমি সাখাওয়াত এর মত সহজ-সরল ছেলেকে ঐ গুরু-দায়িত্ব দিতে গেলাম। ঘরের প্রতিটি জিনিষের প্রতি বউয়ের অসম্ভব মায়া। নীচে খবর নিয়ে জানলাম ১৫ মিনিট আগে মালামালের ১ম কিস্তি নিয়ে পিক-আপ রওয়ানা হয়ে গেছে। এদিকে বউ তাড়াতাড়ি আমাকে বাকী গোছগাছের হিসেব বুঝিয়ে দিয়ে নতুন বাসার উদ্দেশ্যে যাত্রা করল। বুঝলাম, সাখাওয়াত এর উপর এ মুহূর্তে তার বিন্দুমাত্র আস্থাও নেই। আধা-ঘন্টা পর বউয়ের ফোন কল। রিসিভ করে হ্যালো বলতে যাওয়ার আগেই ওপাশ থেকে ক্ষিপ্ত কন্ঠ.....“নাও, এই আলাল তোমাকে চেনে কিনা দেখো?”



:হ্যালো, কে?

>আমি সাখাওয়াত...

: হ্যাঁ, সাখাওয়াত কি হয়েছে? কোনো সমস্যা??

> উম... উম....ওও...স্যার বইলছেন? স্যার, তেমন কিচ্ছু না। আমি ওনারে বাসায় ঢুকতে দিচ্ছিলাম না....তাই ক্ষেইপ্যা গেছেন...

: মানে? তুমি চেন না ওনাকে?? কখনও দেখনি ওনাকে?????

>উম...একটু চেনা চেনা মনে অইতেছে স্যার। পরিচয় জিগাইতেই ক্ষেইপ্যা গেছেন.....ভাল করে চেনা অয় নাই।

: তুই ব্যাটা চাবিটা ওনাকে বুঝাইয়া দিয়া এক্ষুণি নিষ্ক্রান্ত হ’................................:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.