নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বানসুরি স্পেশাল

বাঁশী আর বউ এই নিয়ে সংসার

বানসুরি

কামকাজ নাই বাঁশী বাজাই আর খাই

বানসুরি › বিস্তারিত পোস্টঃ

হতে পারি রাজাকারের সন্তান, হতে পারি মুক্তিযোদ্ধার সন্তান...তবুও আমি বীরাঙ্গণার সন্তান

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

শাহীন জানেনা কে তার বাবা। মা-বাবার বাসর রাত্রির পরের দিনই রাজাকার হায়ানারা তার মুক্তিকামী বাবাকে জবাই করে। মায়ের উপর চালায় পাশবিক নির্যাতন। স্বাধীন বাংলায় শাহীনের জন্ম হলেও মা নিশ্চিত না, কে তার বাবা। শহীদ মুক্তিযোদ্ধা নাকি দোসর রাজাকার?

বুকে চাপা যন্ত্রণায় বোবা মা, কথা বলেনি শাহীনের সাখে দীর্ঘ ৪২টি বছর!



আজ শাহীন যাচ্ছে শাহবাগ, জনতার মহাজাগরণে। “খোখা আমিও যাব তোর সাথে” মা এই প্রথম কথা বলে উঠল। মা’কে সাথে নিয়ে শাহীন শাহবাগে, প্রজন্ম চত্বরে। মনের অজান্তেই বলে যাচ্ছে, “আমার মাকে কেউ কখনো বীরাঙ্গনা উপাধি দেয়নি। আজ আমি এই লাখ জনতার সামনে আমার মাকে বলছি.......



মাগো, তোমার ছেলের বাবা যদি রাজাকার হয়ে থাকে,

তাহলে তুমিই শুরু কর প্রথম এই জনতার আদালতে

আমাকে ফাঁসি দিয়ে রাজাকারের বংশকে কর নিরুৎপাত।

আর যদি আমার বাবা হয় সেই শহীদ মুক্তিযোদ্ধা

তাহলে আজ এই জনতাকে বলছি,

আমাকেও তোমরা সাথে করে নাও;

সাড়ে সাত কোটি বাঙালি যেমন নয় মাস যুদ্ধ করে

দেশ স্বাধীন করার আগে ঘরে ফেরেনি,

তেমনি আজকের ষোল কোটি বাঙালি

প্রয়োজনে নয় বছর অপেক্ষা করব

তবুও ঘরে ফিরবনা যতক্ষণ না

আদায় হয় ‘ফাঁসি’র দাবী...”



(জনাব নূরুজ্জামান শাহীন এর বক্তব্য অবলম্বনে....)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.