নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বানসুরি স্পেশাল

বাঁশী আর বউ এই নিয়ে সংসার

বানসুরি

কামকাজ নাই বাঁশী বাজাই আর খাই

বানসুরি › বিস্তারিত পোস্টঃ

সব হুজুর হেফাজতী না

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

পার্কে গিয়েছিলাম হাঁটতে। নারী-পুরুষ অনেকেই হাঁটছেন। আমার সামনে দুই ভদ্রমহিলা হাটছেন-ক্যাট ওয়াক স্টাইলে। একজন আরেকজনকে টানিয়ে টানিয়ে বলছেন, "দেখলেন আপু, ওরা কত্ত ভালো…এত্ত হাজার কোটি হুজুর, কারো হাতে লাঠি নেই, মুখে জিকির আর জিকির।" অন্যজন বলছেন, "আর ঐ শাহবাগে দেখলেননা, সবগুলার হাতে ইয়া বড় বড় লাঠি।" একটু কৌতুহলী হয়ে আপুদের পাশ ধরেই হাঁটা শুরু করলাম এবং হাসিমুখে আলাপ শুরু করলাম…

- কম করে হলেও এক কোটি মানুষতো হবেই, তাই না আপু?

: আরো বেশী হবে ভাই! দেখতে কত্ত সুন্দর দেখা গেছে…আমি সারাদিন টিভির সামনে বইসা ছিলাম!

- আমারও ভাল লেগেছে আপু। শুধু সাংবাদিক মেয়েটারে পেটানোর সময় একটু খারাপ লেগেছিল।

: তারপরেও ভাল, ওরা লাঠি দিয়ে পেটাইনি। শাহবাগীরা হলেতো লাঠি দিয়ে পেটাইতো।

- আপু, আমার মনে হয় হুজুরদের হাতে লাঠি থাকলেও ওরা মেয়েটাকে লাঠি দিয়ে পেটাতো না। হাত দিয়ে মহিলা পেটানোর মজাই আলাদা……শারিরিক স্পর্শ বলে একটা বিষয় আছে না?

: ঠিকই আছে। ওই মেয়ের শরীরের গুদগুদি বেশী। পুরুষের ভেতরে যায় কেন? আরও কয়েকটা দেওনের কাম আছিল।

- মনে কিছু নেবেন না আপু, আপনারা দুজনতো মহিলা, ঠিক না? আমি এবং এই পার্কের অন্যান্যদের মধ্যে বেশীর ভাগইতো পুরুষ, তাই না?

: আপনি কি বুঝাইতে চাইতেছেন?

- রাগ কইরেন না আপু। মহিলা হয়ে আপনারা এই পুরুষের মধ্যে কেন? আপনাদেরও কি গুদগুদি……

: আপনারাতো আর হুজুর না। ঐ মেয়েতো হুজুরদের মধ্যে গেছে…!

- তাইলে কি আমাদের চেয়ে হুজুরদের গুদগুদি বেশী, আপু?

: আপনি বারবার গুদগুদি গুদগুদি করতেছেন কেন? গুদগুদির মানে কি?

- তা জানি না আপু। আপনারা বললেন, তাই বললাম। তবে কালকে থেকে যদি দেখেন এই পার্কে এক-দুইজন হুজুর হাটতেছে…কি করবেন আপু? মেয়েদেরতো হুজুরদের সামনে যাওয়া মানা। পার্কে আসা বন্ধ করবেন, নাকি বোরখা পড়ে আসবেন?

: আরে নাহ্, কোন সমস্যা হবে না। আগের মতই আসবো। ওই হুজুরগুলো সব চলে গেছে না? এই এলাকায় ওই ধরণের হুজুর নাই। এরা ভালো।

- আপাগো, সব হুজুরই ভাল, তবে হুজুরের বেশ ধরে যারা খারাপ কাজ করে, নারী দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে, ওদের থেকে সাবধান থাকাই ভাল। কালকে কথা হবে আবার ইনশআল্লাহ। আসসালামুআলাইকুম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.