![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ সিডাটিভের হিসেব এখনো বাকী….
কয়েকশ কোটি জামাতী টাকায় হেফাজতী ইসলাম লংমার্চ করল। সরকারের কাছে মধ্যযুগীয় ১৩ দফা দাবী পেশ করল। সরকার সেই দাবী নিয়ে ইনিয়ে বিনিয়ে কথাও বলছে। হেফাজতী হরতালে নারী-পুরুল অবাধ চলাফেরায় পিকেটিংও হয়েছে..OMG । সবাইকে আফগান ভীতি গ্রাস করে বসেছে!! কিন্তু না, মোটেও না। যখন দেখি সিডাটিভ হিপনোটিক্সের মত পিচ্ছিটার গুটি কয়েক লাইনের একটা স্ট্যাটাস সেই শতকোটি টাকার ১৩ দফা দাবীকে কড়া একটা থাপ্পড় দিয়ে আলু বানিয়ে দেয়। যখন দেখি স্ট্যাটাসটি গণমাধ্যমের মাধ্যমে জাতীয় নেতৃত্বের মগজে আঘাত হানে পূর্বাভাস বার্তা হয়ে। শতকোটি টাকায় কেনা লক্ষ তালেবানের দাবীর জবাব আসে এই পিচ্ছির ১০ আংগুলের ঠোকর থেকে। আফগান ভীতির প্রশ্নই থাকেনা তখন। এইতো গেলো এক সিডাটিভ মাত্র, লক্ষ সিডাটিভের হিসেবতো এখনো বাকী।
বর্তমান সমীকরণ...
একটু পেছন থেকে শুরু করলে দেখা যায়, গণজাগরণের মুখে জামাত অস্তিত্ব রক্ষায় সহিংসতা চালাতে গিয়ে তাদের শক্তির র্যা পিড ক্রমানবতি অনুমান করতে পেরে, অর্থের বিনিময়ে হেফাজতকে মাঠে নামাল কিছু ভয়ংকর দাবী দাওয়া হাতে দিয়ে। সবাই এখন হেফাজতের দাবী নিয়ে ব্যস্ত আর জামাত প্ল্যান-মাফিক অন্তরালে বিশ্রামে গিয়ে শক্তি সঞ্চয়ে মত্ত। কিন্তু মধ্যযুগীয় হেফাজতী দাবী রাজনৈতিক সমীকরণে এখন বেকায়দায়। আন্দোলন এখন নতুন সমীকরণে………
হেফাজত বনাম নারী আন্দোলন….(1)
বিএনপি বনাম আওয়ামী লীগ…..(2)
জামাত বনাম গণজাগরণ……(3)
প্লাস-মাইনাস করে,
(হেফাজত+বিএনপি+জামাত)-(নারী আন্দোলন+আওয়ামী লীগ+গণজাগরণ)=আফগান???
অথবা
(নারী আন্দোলন+আওয়ামী লীগ+গণজাগরণ)-(হেফাজত+বিএনপি+জামাত)=বাংলাদেশ !!!
সমীকরণ যাহোক না কন, সোজা ভাষায় বলে রাখি…আমাদের পূর্বপুরুষেরা ৩০ লক্ষ জীবন দিয়ে বাংলাদেশ এনেছে। প্রয়োজনে ওই ৩০ লক্ষ জীবনই আবার নিয়ে নেবো, তবুও এদেশ আফগান হবে না, পাকিস্তান হবে না। এদেশ আমার দেশ, বাংলাদেশ।
জয় বাংলা
২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
অদ্ভুত শূন্যতা বলেছেন: বাঙ্গালী আসলে ভালো মন্দ যে কোন বিষয়েই আবেগপ্রবণ। এই আবেগের নতুন আমদানি হইল হেফাজতি ব্যারাম। হুজুরদের সাথে কিছু খেজুরও আছে যেই গুলান জুম্মার নামাজও ঠিকমত পড়ে না এবং পড়লেও ঠিকমত সুরা-ক্কেরাত ঠিকমত জানে না। পাবলিক বাসে কিংবা চায়ের দোকানের মত জায়গায় এই গুলানের সাক্ষাত মিলবে। হেফাজতের লেন্জা উত্তোলন দেইখ্যা এরা পুলোকিত হয়। সমস্বরে জোয়ার তোলে দেশে নাকি খৃষ্টানি আর হিন্দুয়ানী কালচারে ভইরা গেছে, দেশেত্তন নাকি এসলাম ডুবতে বসছে। আমার বিশ্বাস হেফাজতে লেন্জা গুটাইলে এই আবাল গুলানই আবার জয়বাংলা কইয়া রুটির ভাগা নিতে আইবো।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২
অন্তস্থ সায়ন্ত বলেছেন: সোজা ভাষায় বলে রাখি…আমাদের পূর্বপুরুষেরা ৩০ লক্ষ জীবন দিয়ে বাংলাদেশ এনেছে। প্রয়োজনে ওই ৩০ লক্ষ জীবনই আবার নিয়ে নেবো, তবুও এদেশ আফগান হবে না, পাকিস্তান হবে না। এদেশ আমার দেশ, বাংলাদেশ।
জয় বাংলা