নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বানসুরি স্পেশাল

বাঁশী আর বউ এই নিয়ে সংসার

বানসুরি

কামকাজ নাই বাঁশী বাজাই আর খাই

বানসুরি › বিস্তারিত পোস্টঃ

সাখাওয়াত কাহিনী-৪

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

সকালবেলা অফিসে ঢুকতেই টাসকি খেলাম। সাদা শার্ট, কালো প্যান্টে ইন। মাথায় ব্যাক ব্রাশ। পায়ে ঝকঝকে সু। দেখে চেনার জো নেই যে, সে আমাদের সাখাওয়াত! নিজের চেম্বারে ঢুকে চেম্বারটি অপরিচিতই মনে হচ্ছ। সবকিছু সাজানো গোছানো...সাখাওয়াতের হাতের স্পর্শ স্পষ্ট। নাহ, নিশ্চয়ই এর মধ্যে কোন ‘কিন্তু’ আছে..। সাখাওয়াতকেই জিজ্ঞাসা করা যাক।



কলিংবেল টেপার আগেই সাখাওয়াত যথারীতি চায়ের কাপ নিয়ে উপস্থিত। আগা-গোড়া আরেকবার দেখে নিয়ে বললাম, “সাখাওয়াত, ভেরী গুড। আজকে তোমাকে খুবই চমৎকার দেখাচ্ছে! প্রত্যেকদিন ঠিক এভাবেই অফিসে আসবে”। সাখাওয়াত লজ্জায় কাচুমাচু হয়ে.... “স্যার, গতকাল একজোড়া নতুন জুতা কিনেছিলাম..”। বলতে বলতে সাখাওয়াত জুতার দিকে তাকাতেই...পটাং! হাতে থাকা চায়ের কাপ ফ্লোরে....সাখাওয়াত পিরিচ হাতে উতকন্ঠিত চিত্তে দাঁড়িয়ে। এখন যদি ধমক দেই, আমি কনফার্ম যে এবার হাতের পিরিচটাও যাবে! তাই শান্ত হয়ে বললাম, “নাও, টিসু...নতুন জুতো, দাগ পড়বে...ভাল করে মুছে নাও”।



ঘন্টা খানেক পর ছাদে গেলাম একটা সিগারেট ফুকাবো বলে। নয়তলা বিল্ডিংয়ের ছাদ কিন্তু কিনারায় রেইলিং নেই, বিপজ্জনক! বিপজ্জনক বলেই লোকজন খুব একটা ছাদে যায় না..আর এ কারণেই সিগারেট টানার জন্য উত্তম জায়গা! কিন্তু ছাদের এই বিপজ্জনক কিনারাতেই অতি বিপজ্জনক ভঙ্গিতে দাঁড়িয়ে সাখাওয়াত উপোড় হয়ে নীচের দিকে তাকিয়ে আছে..!! আমার উপস্থিতি সে মোটেও টের পায় নি। পেছন থেকে আমার অপ্রত্যাশিত যে কোন শব্দই তার জন্য ভয়ংকর বিপর্যয় হতে পারে ভেবে ছাদ থেকে চুপচাপ নেমে পড়লাম। রুমে এসেই সাখাওয়াতকে মোবাইলে ফোন করে ডেকে আনলাম...



: সাখাওয়াত, ছাদে কি করছিলে?

- স্যার, একটা জুতা হারায়ে গেছে..

: মানে..???

- স্যার, একটু ঘুরতে ছাদে গেছিলাম। বলের মত গোলগোল কি যেন একটা দেখেই ছোট্টকালের ফুটবল খেলার কথা মনে পড়ে গেল। ডানপায়ে যেই একটা কিক মারলাম...দেখি... বলও নাই, আমার ডানপায়ের জুতাও নাই...দুইটাই হাওয়া...

: নীচে গিয়ে খুঁজেছিলে?

- অনেক খুঁজেছি স্যার! না পেয়ে আবার উপরে গিয়ে বামপায়ের জুতাও ছুঁড়ে মেরে দেখেছি.., কোন জায়গায় পড়ে দেখতে।

: বাহ, বেশ ভালো বুদ্ধিতো! কাজ হয়েছে?

- (হাসি দিয়ে) হ্যাঁ স্যার, কাজ হয়েছে...ডানপায়ের জুতাটা খুঁজে পেয়েছি..!

: তাহলে আর সমস্যা কি?

- কিন্তু পরে যেটা ছুঁড়ে মেরেছি সেটা আর খুঁজে পাচ্ছি না......স্যা--র-- :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.