![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকে ছাগু সম্প্রদায়ের মত একসময় আমাদের এলাকায় (নোয়াখালীর হাতিয়া) এই ‘মফিজ’ শব্দটি ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেল। যেদিকেই যাই, মফিজ আর মফিজ। বিশেষ করে একটা ডায়ালগ, “চিন্তা করো মফিজ, কুত্তা কেম্নে জালা খায়”। এছাড়া ‘ছাগল-মফিজ’ শব্দযুগলও বহুল প্রচার লাভ করে। প্রথম-প্রথম একজন আরেকজনকে গালি দিত, “ব্যাটা তুই একটা ছাগল-মফিজ”। পরে সংক্ষেপে...“তুই একটা ছাগল”। সর্বশেষ এবং ফাইনাল সংস্করণে.....“ব্যাটা তুই একটা মফিজ”। লোকজন বাচ্চাদের ‘মফিজ’ নামকরণে রীতিমত ইস্তফা দিল - পাছে আবার কেউ বলে বসে, “ব্যাটা মফিজের-বাপ-মফিজ”
এলাকার এক বড় ভাই-তো এক্কেবারে এফিডেভিট করে নিজের নামটিই পরিবর্তন করে ফেললেন। ‘মফিজ’ হয়ে গেলেন ‘তমিজ’। উনি ঘোষণা করলেন “আজকে মফিজ মারা গেল, তমিজ জন্ম নিল”। এলাকায় বন্ধু-বান্ধবের মাঝে মিষ্টি বিলি, তমিজের আকিকা। সবাই মিলে স্কুলের মাঠে এই ‘মফিজ মারার’ আনন্দ ভাগাভাগি করছিলাম বর্তমান ‘তমিজ’ ভাইয়ের সঙ্গে। কিন্তু একজন দু’জন করে সত্যি সত্যি খবর ছড়িয়ে পড়ল এলাকায়, “মারা গেছে মফিজ!!!” মফিজ মারা গেছে? হায় হায় বলে কি? মফিজ মারা গেছে.....!!! পুরা মহল্লা ফাঁকা! সবাই প্রিয় মফিজের বাড়ীর দিকে ছুটল। কোথায় যাচ্ছেন? মফিজ মারা গেছে.........
মফিজের বাড়ীতে কান্নার রোল, আত্মীয় স্বজনদের আহাজারি! কিভাবে যেন খবর চলে আসল স্কুলের মাঠে, ***ত বাড়ীর মফিজ মারা গেছে এবং মফিজের বাপ-মা ফিট্ (বেহুঁশ)। বাড়ীতে লোকজনের প্রচন্ড ভিঁড়! ‘তমিজ’ ভাই উঠে দৌঁড়, পেছনে আমরাও। যেইমাত্র তিনি বাড়ীতে ঢুকছিলেন, ভিড়-করা লোকজন তাকে দেখামাত্রই আতংকে একেকজন একেকদিকে ছুট্....দশ-পনের জন পুকুরে....(ঝাপ)! ওরে..বাবা...ভূ...ত.........
তমিজ ভাই তার অবচেতন মায়ের মাথা কোলে নিয়ে বসে জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টায়.. জোরে জোরে.....“মা...মা, ওঠো, দেখ, আমি মরি নাই...চোখ খোল...এই যে তোমার মফিজ”। আমরা সবাই তার মায়ের গায়ে-মুখে পানির ছিটা দিচ্ছি...। একটু একটু করে জ্ঞান ফিরছে...চোখ খুলল....মফিজের দিকে তাকিয়েই, চোখ স্থির....খিঁচুনি দিয়ে...মাথা নুঁইয়ে আবার বেহুঁশ..............
বছরখানেকের মাথায় ‘তমিজ’ ভাই কোন একটা এনজিও-তে ভাল চাকরী পেল। সবাইকে মিষ্টি খাওয়ালো। প্রথম পোস্টিং কিশোরগঞ্জ। আমরা সবাই তাকে অভিনন্দন জানালাম। সবাইর কাছে দোয়া চেয়ে তিনি নতুন জীবনে প্রবেশের thrill বুকে নিয়ে রওয়ানা হলেন কিশোরগঞ্জ। সাত-আট দিনের মাথায় সেই ভূত দেখার মত ‘তমিজ’ ভাই আবার আমার সামনে! “কি তমিজ ভাই, চাকরী....?” তমিজ ভাই ক্ষিপ্ত কন্ঠে... “চাকরীর খেঁতা হুই, ছাইড়া দিয়া আইছি, হালা boss-এর বাচ্চা boss কয়, “তমিজ সাহেব, আপনি আসলেই একটা ভাল ‘মফিজ’....................” (কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় ‘মফিজ’ মানে ‘মানুষ’)
©somewhere in net ltd.