নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বানসুরি স্পেশাল

বাঁশী আর বউ এই নিয়ে সংসার

বানসুরি

কামকাজ নাই বাঁশী বাজাই আর খাই

বানসুরি › বিস্তারিত পোস্টঃ

উদ্ধার কার্যক্রমে Rule of 3 প্রযোজ্য কি??

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

‘Rule of 3’ অনুযায়ী বেশীর ভাগ মানুষের ক্ষেত্রে বেঁচে থাকা সম্ভব-

বায়ু ছাড়া ৩ মিনিট

তাপ ছাড়া ৩ ঘন্টা

পানি ছাড়া ৩ দিন

খাদ্য ছাড়া ৩ সপ্তাহ



কিন্তু এই Rule of 3 অনেকটা অর্থোডক্স প্রবাদের মত। এর কোনরূপ বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিজ্ঞান অনুযায়ী খাবার ও পানীয় ছাড়া মানুষের বেঁচে থাকার থিউরি সম্পূর্ণ ভিন্ন। মানুষের ব্রেইন জীবিত থাকার মধ্যেই নির্ভর করে তার বেঁচে থাকা। এই ব্রেইন নামক বস্তুটি গ্লুকোজ ছাড়া অন্য কিছু খেতে পারে না, সুচিবাইগ্রস্ত :P। কিন্তু অনাহারী মানুষের ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে শরীরের লিভারে জমাকৃত গ্লুকোজ শেষ হযে গেলে ব্রেইন নিরুপায় হয়ে গ্লুকোজের পরিবর্তে ফ্যাট খেতে বাধ্য হয়। ফ্যাটে অভ্যস্ত হয়ে পড়ার পর অনাহারী মানুষটি খাদ্য বা পানীয়ের অভাব অনুভব করে না। শরীরে জমে থাকা ফ্যাটের পরিমাণই তখন তার আয়ু নির্ধারণ করে। সংগত কারণেই মোটা মানুষ বেশী দিন বেঁচে থাকে :P। তাই, মানুষ না খেয়ে ৬/৭ মাসও বেঁচে থাকতে পারে। সুতরাং একজন প্রাণরসায়নবিদ হিসেবে আমি বলব, সাভার ট্রাজেডির উদ্ধার কার্যক্রমে সেই অর্থোডক্স Rule of 3 এর বিবেকহীন প্রযোগ করে যাতে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা না হয় X(X(X(

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮

অকিঞ্চনের বলেছেন: ভাল বলেছেন

২| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
‘Rule of 3’ অনুযায়ী বেশীর ভাগ মানুষের ক্ষেত্রে বেঁচে থাকা সম্ভব,

ভাল বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.