![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনতে বেখাপ্পা মনে হলেও মহাসড়কের বিপদজনক বাঁকগুলোর মত অতিমাত্রায় সোজা-সরল এবং স্মুদ মহাসড়কও কম বিপদজনক নয়। উত্তরবঙ্গের মহাসড়কসমূহ এত বেশী মাত্রায় সরল এবং স্মুদ যে, যেকোন আনাড়ি ড্রাইভারও স্টিয়ারিং ছেড়ে গাড়ী চালাতে পারে। চালকদের মধ্যে একটা রেসিং ভাবও চলে আসে। এতেও বিপদের খুব একটা যায় আসে না, কারণ?.......হুমমম....
উত্তরবঙ্গে চাকুরীর সুবাদে প্রায় নাইটকোচে যাতায়াত করতে হতো। একবার চির-রসিক সহকর্মী ফারুক ভাই এবং আমি ঢাকা থেকে রওনা হলাম কর্মস্থলের উদ্দেশ্যে। পথিমধ্যে ফুডভিলেজ-এ উদর ভর্তি গোস-পরাটা খেলাম – পরবর্তী পথটুকুন বাসে ঘুমিয়ে কাটাবো বলে। নিশ্চিন্তে ঘুমিয়েও পড়লাম। নাক বরাবর সোজা রাস্তায় গাড়ী ফুলস্পীডে....হঠাৎ ফারুক ভাইয়ের চিৎকার... “লুকিং গ্লাস দেখ, লুকিং গ্লাস দেখ....ড্রাইভার ঘুমাচ্ছে, ড্রাইভার ঘুমাচ্ছে..........”
যাহোক, ড্রাইভার সাহেব গাড়ী থামিয়ে সদ্য কাঁচা-ঘুম ভাঙ্গা লাল-লাল চোখগুলোতে পানি মেরে নিলেন। সবাই ফারুক ভাইকে ধন্যবাদ দিল – ‘মৃত্যু’র হাত হতে রক্ষা।
হৈচৈ থামল। কিন্তু থামলেন না শুধু পিছনের সীটের জনৈক ভদ্রলোক। এখনো তিনি একই সুরে নাক দিয়ে সাইরেন বাজিয়ে ঘুমিয়ে চলেছেন। ড্রাইভারের ঘুমের চেয়েও তার এই নাক-ডাকা সুর যাত্রীদের কাছে বেশী ভয়ংকর হয়ে দেখা দিল। ফারুক ভাইকে বললাম, “ভাই, কিছু একটা করা যায় না?” ফারুক ভাই বললেন, “ভাই, আমি ভাবতেছি বেচারার ঘুমটা ভাঙলে তারে কানে কানে গিয়ে একটা ধন্যবাদ দিয়ে আসবো। তার কারণেই আমি ঘুমোতে পারি নাই এবং সেই সুবাদেই আজ এতগুলো প্রাণের রক্ষা”। বিরক্ত হয়ে বললাম, “ভাই, এখনই হেতের কানের ভেতর হ্যান্ড মাইক দিয়া একটা লম্বা ধন্যবাদ দিয়া আসেন প্লিজ”। বলতে না বলতেই হঠাৎ লোকটির নাকডাকা আওয়াজ দ্বৈতসুরে বের হতে লাগল...ফ্যাশ...ফ্যাশ..। কি ভয়ংকর!! গাড়ী আস্তে আস্তে থেমে গেল। কন্ডাক্টর জানাল, “গাড়ীর চাকা পাংচার............”
পাংচারিত চাকা খোলা চলছে। কিছুক্ষণ পর আরও হতাশার খবর আসল, স্পেয়ার চাকাটির হাওয়া নেই। আশেপাশের কোন অটোমোবাইল থেকে হাওয়া দিয়ে আনতে হবে। এবার অরিজিনাল ফারুক ভাইয়ের পালা। ক্ষেপে গিয়ে বললেন, “আরে মিয়া, চাকা হাওয়া দিতে কই যাবা? পিছনের সীটের ঐ লোকের নাকের উপর নিয়া ধর, হাওয়া হয়ে যাবে...........হো, হো.........”
সবাই এত প্রাণ খুলে উচ্চ স্বরে হাসল যে, বেচারার ঘুমটা ভেংগে গেল!! সবাই ফারুক ভাইকে আগের চেয়ে অ-নে-ক বেশী-বেশী-বেশী ধন্যবাদ জানাল .... ভদ্রলোকের ‘নাক’ হতে রক্ষা।
©somewhere in net ltd.