| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনেট০৬
আমি একজন অতি সাধারণ মানুষ । জীবনের ইচ্ছা বা স্বপ্নগুলো বা ভাবনাগুলো হয়তো বা কোনদিন বাস্তবে রূপান্তরিত করতে করতে পারবো তাই আমি ব্লগ লিখে আমার ইচ্ছা/স্বপ্নগুলো/ভাবনাগুলো প্রকাশ করি।
এটা ব্যাক্তিগত ধারণা থেকে বলছি "আজ দেশের এই অবস্থার জন্য রাজনৈতিক অস্থিরতাই দায়ি।"
হয়তো একটি সুষ্ঠ নির্বাচনে হলে এর থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে।
কিন্তু প্রকৃত অর্থে শুধু কিছু মানুষের ভাগ্য পরিবর্তিত হবে যারা শুধু রাজনীতিরর সাথে জড়িত আর সাধারণ মানুষের ভাগ্য সব সরকারের আমলে একই থাকবে।
দুর্ভাগ্য শুধু একটাই গণতান্ত্রিক রাষ্ট্র এ আমি, আপনি যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার অধিকার রাখি কিন্তু আজ আমদের মাঝে এই চিন্তাতো দূরের কথা তা স্বপ্নেও ভাবতে পারি না।
আসলে আমরা কি বাংলাদেশে গণতন্ত্র চাই?
যদি চাই তাহলে
"আজ বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের সম্পদ হতে পারতো না। কারণ উনারা কোন রাজনৈতিক দলের জন্য যুদ্ধ করেনি। তারা আমার আপনার সকলের জন্য যুদ্ধ করেছে। তাছাড়া মুক্তিযুদ্ধে আমার আপনার কেউ প্রত্যেক পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছে।"
" ধর্মও কোন রাজনৈতিক দলের সম্পদ নয়। কারণ ধর্ম সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ম তা আমার আপনার সবার মানা উচিত। তা নিয়েও কোন ভাবে রাজনীতি করা উচিত না কারণ তাতে সৃষ্টিকর্তা নিয়ে বিভাজন তৈরি হবে। তা কোন ভাবে মানা যায় না।"
চলুন আমরা সকলে রাজনৈতিক ভাবে সচেতন হই। সকলের উদ্দেশ্যই হবে তাকেই নির্বাচন করা যার দ্বারা বাংলাদেশ এর উন্নতি সেই সাথে প্রতি মানুষের উন্নতি।
এখন সবার মনে একটাই প্রশ্ন " আমি কিভাবে বুঝব যে তার দ্বারা বাংলাদেশ এর উন্নতি সেই সাথে প্রতি মানুষের উন্নতি?
ভাবুন তাহলে নিজেই ঊওর পাবেন?"
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: কথা কিন্তু সত্যই বলেছেন। এই সত্যগুলোই এখন পাগুলে কথা বার্তা।