নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

World Of Darkness

সাখাওয়াত সনেট

সাখাওয়াত সনেট › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ PK (2014)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮

কোন মুভিতে যখন আমির, অনুষ্কা, শুশান্ত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি'র মত অভিনেতারা অভিনয় করে আর সেই মুভির পরিচালক রাজকুমার হিরানী হয়, তখন সেই মুভি নিয়ে দর্শকদের এস্পেক্টেশন লেভেল টা আকাশে উঠে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।
সবচেয়ে অবাক ব্যপার হলো এক সপ্তাহেও মুভির DVDSCR বের হয়নি, যেখানে অন্য বলিউড মুভি রিলিজের দিন রাতেই DVDscr এ দেখে ফেলি। এটা কিন্তু মুভির ব্যবসার জন্য চরম পজেটিভ ব্যপার। যে প্রিন্ট গুলো বেরিয়েছে তা দেখার মত না। গতকাল বের হওয়া P-DVDrip টা আগের গুলোর তুলনায় ভালো। হলের নইজ টা নেই। সাউন্ড ক্লিয়ার আছে। আর অপেক্ষা করতে না পেরে এটাই দেখে ফেললাম। মুভি একেবারে মাস্টারপিস লেভেলের ভালো লেগেছে এমন বললে বাড়িয়ে বলা হবে। মুভিটা বেশ মনোযোগ দিয়েই দেখলাম।। দেখার পর আমার যা মনে হল তাই শেয়ার করছি। মনে রাখবেন এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। জরুরী না যে আপনাদের সাথে মিলতে হবে।। আপনাদের মতামত আলাদা হতে পারে। মুভিটাকে আমি বলিউডের মাফকাঠিতেই জাজ করেছি।।

একটা মুভির মূল উপকরণ হলো তার স্টোরি। এ পর্যন্ত যতজন আমাকে কপি বলেছে আমি প্রতিবাদ করে বলেছি, "কোন মুভির সাথে একটু আধটু মিলে গেলেই যদি তাকে কপি বলা হয় তবে দুনিয়ার ৯৫% মুভিই কোন না কোন মুভির কপি".... কিন্তু মুভি দেখাত পর কেন জানি আমারো মুভিটা কিছুটা হলেও ও মাই গড এর ছায়া ছায়া মনে হয়েছে।। তাছাড়া এই থিমের স্টোরি আগেও দেখেছি।। স্টোরি বেশ ভালোই ছিলো তবে ঐযে আকাশ পরিমান এস্পেক্টেশন!! সেই পর্যন্ত পৌছুতে পারেনি।।

ডায়লগ গুলো ভালোই ছিলো। কিন্ত এখানেও দুই একটা ডায়লগ ও মাই গডে দেখেছি।। আর আমার কাছে kuch khass লাগেনি কারন এই ডায়লগ গুলো আমি বহুবার নিজের স্ট্যাটাসে লিখেছি। তাই কিছুটা পুরানো লেগেছে। তবে একটা ডায়লগ খুবই ভালো লেগেছে, " Baba ji Agar aap hawa mein se sona nikal sakte ho to humara desh ka garibi kyun nahi mitate?? humse chanda kyun lete ho??"। তবে বলতে পারছিনা যে "ইয়ার কিয়া ডায়লগ থা, জোস, ওসাম।"...

এক্টিং নিয়ে কথা হবেনা। আমিরের এক্টিং বরাবরের মতই পারফেক্ট ছিলো। বাকি সবাইও নিজ নিজ যায়গায় সুপারব অভিনয় করে গিয়েছে।।

বাকি সব কাজ স্ক্রীনপ্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব পারফেক্ট লেগেছে।। তবে মুভির গানগুলো একদমই ভালো না। দুইবার শোনার মত না।। যদিও ভালো মুভির জন্য গানের দরকার হয়না। কিন্তু যেহেতু গান রেখেছে তো সেটাও জাজমেন্ট করতে হবে।। সঞ্জয় দত্তের গানটা শুধু শুধু ঢুকিয়েছে বলে মনে হয়েছে।।

ফান গুলো খুব ভালো লেগেছে। কিছু কিছু দৃশ্যে হো হো করেই হেসেছি। মুভি ইন্টারটেইনিং ছিলো....

মুভিটা আমার ভালো লেগেছে। ইনফ্যাক্ট এই বছরে যেসব মুভি ভালো লেগেছে তার মধ্যে প্রথম দিকে থাকবে। কিন্তু ঐ এস্পেক্টেশন লেভেলের জন্যই হয়ত মাস্টারপিস ট্যাগ দিতে পারছিনা। তাছাড়া সব মুভিই কি আর থ্রি ইডিয়েট হতে পারে?? তাই ওর সাথে তুলনাও করা যায় না।। কিন্তু ও মাই গডের সাথে না চাইলেও তুলনা করতে হচ্ছে।। ও মাই গড এর থেকে বেটার ছিলো বলতেই হয় কারন ওখানে খুবই শক্তিশালী যুক্তি ছিলো।। যুক্তিতে যুক্তিতে ভরা ছিলো ও মাই গড। কিন্তু এই মুভিতে কেমন যেন আমার মনে হয়েছে যুক্তিগুলো আরো স্ট্রং হতে পারত, গল্পের নায়ক আরো স্ট্রংলি নিজের যুক্তির প্রয়োগ করতে পারত।। যদি ও মাই গড না দেখতাম তবে হয়ত আরো ভালো লাগত, যদি রাজকুমারের মুভি না হত তবেও হয়ত আরো অনেক বেশি ভালো লাগতে পারত..... সব মিলিয়ে খারাপ লাগেনি। ভালো লেগেছে, কিন্ত থ্রি ইডিয়েট বা ও মাই গডের লেভেলের ভালো লাগেনি।।।।

আমি আবারো বলতে চাই এসব আমার একান্তই নিজের মত, আপনাদের অন্য হতেই পারে।। তাই আপনারাও আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন...... সবাই ভালো থাকবেন।। হ্যাপি মুভি ওয়াচিং......

আমার রেটিং
7/10

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

রাকীব হাসান বলেছেন: আপনি মনে হয় হিন্দি মুভি কম দেখেন অথবা আমির খান সাহেবের অনেক ফ্যান

"পিকে" মুভিটা "ওহ মাই গড" মুভিটিরই একটা নকল ভার্সন যেথানে 'পরেশ রাওয়াল' আমির খানের চেয়ে অনেক ভালো অভিনয় করেছিলেন ।
আমার রেটিং : ১/১0

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সাখাওয়াত সনেট বলেছেন: না ভাই আমি কোনদিনও আমিরের ফ্যান নই। আমি রাজকুমারের ফ্যান.... তবে মুভিটা আপনার মত অতটাও খারাপ লাগেনি।।
কিন্তু এটা অবশ্যই বলব ও মাই গডের ধারে কাছেও যেতে পারেনি মুভিটা

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর রিভিউ । ছবিটা দেখব ।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সাখাওয়াত সনেট বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.