![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গৌতম তার ক্যারিয়ার শুরু করেন টিভি একতা কাপুরের হিট সিরিয়াল Kasam Se দিয়ে। পরে তিনি একতা কাপুরের আরো দুইটি টিভি সিরিয়ালে সাপোর্টিং রোল করেন। সাম্প্রতি তাকে দেখা গেছে স্টার প্লাসের অন্যতম হিট সিরিয়াল Diya Aur Baati Hum এ। তিনি এই সিরিয়াল ছেড়ে অংশগ্রহণ করেন ইন্ডিয়ার সবচেয়ে বড় রিয়ালিটি শো বিগ বসের ৮ নাম্বার মৌসুমে।
গুড লুকিং এই টিভি অভিনেতা প্রথম দিনেই সব প্রতিযোগীদের কাছে নেগেটিভ পারসোনালিটিধারী প্রতিযোগী হিসাবে ফুটে উঠেন..... প্রথম সপ্তাহের লাক্সেরি বাজেট টাস্ক "Qurbani" তে "Nind Ki Qurbani" নামক টাস্ক পান তিনি। তার সহ প্রতিযোগী Upen Patel খুব ভালো টাস্ক করলেও তিনি নিরাশাজনক পদর্শন দেখান। এবং সারারাত জেগে থাকার পর তিনি প্রচন্ড রুড এবং হাইপার এট্টিটিউড দেখাতে শুরু করেন। এতে অন্যরা তাকে আরো নেগেটিভ নিতে শুরু করেন।। এরি মধ্যে যোগ হয় Diandra'র সাথে তার প্রেমের সম্পর্কের।।।
দ্বিতীয় সপ্তাহে হাইজাক টাস্কে Karishma Tanna তার উপর লাল মরিচ লাগালে প্রচন্ড রেগে যান তিনি এবং কারিশমা কে গালি দেন। এতে কারিশমা ওভার রিএকশন দেয় এবং গৌতমের এলিমিনেশন দাবী করেন।। কারিশমার এরুপ ইনহিউমান ব্যবহার দর্শকের কাছে এই নেগেটিভ পারসোন কে হিরো বানিয়ে দেয় এবং কারিশমা হয়ে যায় ভিলেন........
বিগ বস যারা রেগুলার দেখে তারা এমনভাবে নিজেকে বিগ বসে এটাচ করে নেয় যেন তারা বিগ বস হাউজের মধ্যে অবস্থান করছেন। এখানে একবার দর্শকের মনে যায়গা করে নিতে পারলেই হলো। তারপর সে যতই নেগেটিভ হোকনা কেন দর্শকরা তার প্রিয় প্রতিযোগীকে উইনার বানাতে জি জান লাগিয়ে দেবে।। আর মনে যায়গা পেতে দরকার সিম্পাথি।। গতবার কর্নার আউটের জন্য সেই সিম্পাথি পেয়েছিলেন গাউহার খান ঠিক একিভাবে এবার পেয়ে গেছেন গৌতম গুলাটি।।।।
দ্বিতীয় সপ্তাহে রি এন্ট্রি নেয় Sonali Raut এবং পুরো হাউজের সবার চোখের বালি গৌতম তার সাথে শুরু করের ফ্ল্যাটিং। অন্য মেয়েদের খোঁচা মারার অভিযোগও ওঠে তার উপরে।। সপ্তাহ শেষে সালমান আসেন এবং ব্লাইন্ডলি সাপোর্টি করেন গৌতমকে। যদিও সালমান প্রতিবছরই পার্শিয়াল থাকেন এবং কাউকে না কাউকে ব্লাইন্ডলি সাপোর্টি করেন। বিশেষ করে তার পুর্বপরিচিত বা কো আর্টিস্ট। ৫ এ মাহেক চেহেল, ৭ এ কাজলের বোন তানিশা মুখার্জি।।। এবার সেই সুযোগ পেলেন গৌতম।। পরে জানা গেলো গৌতম সালমানের সাথে জিম করতেন......
ওই সাপোর্ট পেয়ে সালমানের ফ্যানেরা গৌতমকে আরো শক্ত সাপোর্টি দিতে শুরু করেন...... আর কি লাগে!!!!!
গৌতমের কনফিডেন্ট বেড়ে যায়। এখন তিনি আগের চেয়েও বেশি এটিটিউডার হয়ে ওঠেন..... সোনালির সাথে গড়ে ওঠে রোমান্টিক সম্পর্ক এবং ছেলেদের আরেকটা গ্রুপ গড়ে ওঠে P3G..........
গ্রুপের সবাই গৌতমকে সাপোর্টি দিলেও গৌতম Punit কে ছাড়া কাউকে সাপোর্টি করেন নি। বিগ বস একটা গেম শো এবং তিনি যথাযথ খেলেছেন। একদিকে দর্শকদের সিম্পাথি অন্যদিকে সালমানের সাপোর্ট।।। সিম্পাথি গেইন করতে তিনি ইচ্ছা করেই নিজেকে কর্নার আউট করে রাখতেন।।।
খেলায় নতুন মোর আসে, Dimpy ওয়াইল্ড কার্ড এন্ট্রি করেন এবং P3G কে ভেংগে দেন।। এভাবেই চলতে থাকে খেলা।।। কারিশমা আর গৌতমের শত্রুতা আরো পাকা হতে থাকে।।।
এরেকটা টাস্কের সময় তার পুরোনো প্রেম ডায়ান্ড্রার সাথে আবার প্রেম হয় এবং সোনালি গৌতম ডায়ান্ড্রার একটা ট্রাইএংগেল চলতে থাকে........ অবশেষে ডায়ান্ড্রা বিদায় নেয়...... পুনিত আর সোনালিও বিদায় নেয়......... গৌতমের অস্তিত্ব বিগ বস হাইজে আর নেই বললেই চলে।। ফুটেজ নেই, একেবারেই দেখা যায়না তাকে। জোর করে কিছু ফুটেজ নেওয়া ছাড়া একেবারেই নেই তিনি......... কিন্তু তার সাপোর্টারস রা অন্যদের সাপোর্টারস দের সাথে টেক্কা দিয়ে তাকে আরো শক্ত এবং ব্লাইন্ড সাপোর্ট দিতে থাকে।।।
বিগ বস হাউজে গৌতম কোনদিন কাউকে সাপোর্টি না দিলেও ফাইনালের কিছু আগে সবাইকে ইনহিউমান ট্যাগ দিয়ে বলেন এখানে তাকে কেউ সাপোর্ট দেয়না। যদিও তিনি সবসময় চাইতেন যাতে কেউ তাকে সাপোর্ট না দেয়, নিজেকে যত কর্নার আউট করা যায় তত দর্শকের সিম্পাথি পাওয়া যাবে......... শেষ সপ্তাহে তার চিরশত্রু কারিশমার সাথে ফ্রেন্ডশিপ করে কারিশমার ফ্যানদের কাছে পজেটিভ হন।।। এভাবে তিনি তার জয়ের রাস্তা প্রসাস্থ করেন এবং তিনিই হন Bigg Boss 8 Winner......
বিগ বস একটি গেম শো যা তিনি পুরোপুরি খেলেছেন। প্রেমের ট্রাইএংগেল, কান্নাকাটি, ঝগড়া ঝাটি, ফান, এন্টারটেইনমেন্ট, মানুষের সিম্পাথি, সব মিলিয়ে একেবারে পারফেক্ট গেম খেলেছেন। সেই হিসাবে বিগ বস উইনার হওয়া তিনিই ডিজার্ভ করেন........
All The Best Gautam for his First Movie M.S. Dhoni.......
যদিও এবারের বিগ বস, বিগ বস হিস্টোরির সবচেয়ে বোরিং সিজন ছিলো, তবুও বিগ বস শেষ হওয়াতে বেশ খারাপ লাগছেন। অপেক্ষা বিগ বস ৯ এবং বিগ বস বাংলা সিজন ২ এর..... আশা করি অপেক্ষার প্রহর তারাতারি শেষ হবে এবং একমাত্র দেখা টিভি অনুষ্ঠান কে আবার ফিরে পাব......
©somewhere in net ltd.