নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

World Of Darkness

সাখাওয়াত সনেট

সাখাওয়াত সনেট › বিস্তারিত পোস্টঃ

Allah Ke Bande মুভি নিয়ে ছড়ানো গুজবটি কতটুকু সত্য??

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

ব্লগটির উদ্দেশ্য একটাই, কিছু গাধাদের চোখে অঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে তারা কত গাধা।

Allah Ke Bande
আল্লাহ্‌ কে বান্দে

এটা একটা বলিউড মুভি। ফেসবুকের এমন কেউ নেই যে এই মুভি সম্পর্কে নেতিবাচক একটা পোস্ট পড়েনি। যেখানে লিখা ছিলো "মুসলিম হলে শেয়ার করুন। এই মুভিটাই রাসূল (সাঃ) এর চরিত্রে অভিনয় করা হয়েছে। আমাদের ধর্মকে ব্যঙ্গ করা হয়েছে। আল্লাহ্‌'র নামের সাথে নেংটা মেয়েদের ছবি পোস্টারে দেওয়া হয়েছে। আপনারা প্রতিবাদ গড়ে তুলুন।"
যতদূর জানি এই পোস্টটি প্রথম বাশেরকেল্লায় প্রকাশ করা হয় এবং তারপর থেকে লক্ষ লক্ষ বার শেয়ার করা হয়.....

বিতর্কিত ব্যপারে আমার ইন্টারেস্ট একটু বেশিই। তাই আজ এই মুভিই দেখতে বসলাম। দেখতে লেগেই আমি হতবাক!!!!!!
যে কেউ হতবাক হয়ে যাবে। কেন?? তাহলে মুভির কাহিনী টা শুনুন.....

মুভির কাহিনী শুরু হয় দুটো পথশিশুকে নিয়ে। যার একজনের মায়ের চিকিৎসার জন্য সোনার দোকানে চুরি করে পালানোর সময় সামহাউ একজনের উপর গুলি করে। তার জন্য দুজনের জেল হয়ে যায়।। জেলের নোংরা পরিবেশে বড় হয়ে বেড়িয়ে আসার পর তারা বাচ্চাদের নিয়ে একটা ক্রাইম গ্যাং বানায়। তারা সেই শহরে বিভিন্ন ক্রাইম করতে থাকে।। গ্যাংয়ে-গ্যাংয়ে লড়াই, পুলিশে-গ্যাংয়ে লড়াই চলতে থাকে। অবশেষে দুই জনের মধ্যে একজন মারা যায় আর একজন সঠিক পথে ফিরে আসে......
এই হলো মুভির কাহিনী।।

এখন আমার প্রশ্ন হচ্ছে.....
আল্লাহ্‌'র নামের সাথে কোথায় নেংটা মেয়ের ছবি?? যেখানে মুভিতে মাত্র একটা মেয়ে চরিত্র তাও আবার দুই মিনিটের। পুরো মুভিতে একটা খারাপ দৃশ্য নেই সেখানে পোস্টারে কিভাবে নেংটা মেয়ের ছবি আসবে??

যেখানে মুভির সাথে কোন ধর্মের কোন সম্পর্কই নেই সেখানে কিভাবে কেউ বলতে পারে যে রাসূল (সাঃ) চরিত্র দেখানো হয়েছে।। কিসের ভিত্তিতেই বা বলা হয়েছে এই মুভির মাধ্যমে ধর্মে আঘাত করা হয়েছে?? আর কিসের জন্যই বা প্রতিবাদ করতে বলা হয়েছে??

উত্তর খুবই সোজা। এক শ্রেণীগত মানুষ সবসময় চেষ্টা করে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে।। মানুষে-মানুষে, ধর্মে-ধর্মে, দেশে-দেশে ক্যাচার তৈরি করাই এদের জীবনের একমাত্র উদ্দেশ্য।। কিন্তু যারা এটা অন্ধের মত শেয়ার করলো তাদের আমরা কি বলতে পারি?? ডাম্ব?? জানতাম মানুষ অনেক ডাম্বিশ হতে পারে, কিন্তু তার একটা লিমিট থাকে। কিন্ত না, আমি ভুল ছিলাম। মানুষের ডাম্বিশ হওয়ার কোন লিমিট নেই।। আনলিমিটেড প্যাকেজে মানুষ ডাম্ব হতে পারে.....

যারা এই ধরনের পোস্ট লিখছে সমাজে ফিৎনা তৈরি করার জন্য তাদের বলতে চাই, আপনারা পোস্টেই বলেন "মুসলিম হলে শেয়ার করুন"। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো আপনি নিজে কতটা মুসলিম। যদি মুসলিম হতেন তবে মিথ্যা ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারতেন না।। আল্লাহ্‌ কে ভয় করুন। হাশরের দিন জবাব দিতে পারবেন না যদি আপনার জন্য একটি নিরপরাধ মানুষের ক্ষতি হয়।।
আল্লাহ্‌ বলেন, "ফিতনা-ফাসাদ হত্যার চেয়েও জঘন্য।" - (সূরা আল্-বাকারা : ১৯১)

"তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে না, নিশ্চয়ই আল্লাহ্‌ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না।' - (আল্-কাসাস : ৭৭)
একে তো আপনি জঘন্য খারাপ কাজ করছেন তার উপর ইসলাম কে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কাজ করছেন। আল্লাহ্‌'র নাম দিয়ে মিথ্যা বলছেন।। কত্তবড় পাপ হচ্ছে একবার ভেবেছেন?? তাহলে একবার চিন্তা করুন আপনার উদ্দেশ্য কতটা খারাপ। যদি সত্যিই আল্লাহ্‌'র রাস্তায় থাকেন তবে সত্য বলুন। সত্যের পথে চলুন। মিথ্যা দিয়ে সত্যকে জয় করা যায় না।।।।

আর যেই গাধারা অন্ধের মত কিছু না যাচাই করেই এসব গুজব ছড়িয়েই যায় তাদের প্রতি কিছুই বলার নেই। কারন আপনারা এতই ডাম্বো যে এসব মাথায় ঢুকবেই না.... শুধু করুনা হয় আপনাদের প্রতি যে আল্লাহ্‌ তায়ালা আপনাদের মাথায় বুদ্ধি নামক বস্তু না দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে।। মানুষ সৃষ্টির সেরা জীব। কেন জানেন তো?? কারন আল্লাহ্‌ মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান দিয়েছেন। মানুষ হতে হলে মানুষের সেইসব বৈশিষ্ট্য থাকতে হয় যা আপনাদের মধ্যে নেই... সুতরাং আপনাদের কাছে কিছু আশা করাও অরণ্যে রোদনের সমতুল্য।।।

আর সাধারণ পাবলিককে একটা কথায় বলবো, গুজবে কান দেবেন না। যদি দরকার হয় সহজ ইন্টার্নেটের যুগে একটু গুগল করেই নিন। কারন বঙ্গালী গুজব ছড়ানোর ওস্তাদ।
সবাই ভালো থাকবেন। আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুক....

- Sakhawat Hossain Sonnet
23-11-2014

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: পিকে ছবিতে আমির খান বলেছিলো যে- তোমার মহাশূন্যের লক্ষ লক্ষ গ্রহের একটা গ্রহের একটা দেশের একটা জেলার একটা গলিতে বসে ভগবান কে রক্ষা করবা? যিনি সারা জাহান মহাশূন্য বানিয়েছেন। বাঁশের কেললার কিংবা ফেইসবুকে বসে তারা ধর্ম আল্লাহকে রক্ষা করবে এমন ভাবলে তাদের বুঝানোর কিছু নেই। যেই দেশে আল্লাহ ধর্ম ইসলামকে হেফাজত কমিটি হয় সেই দেশে এসবতো থাকবেই, এদের বুঝানো আরেক বোকামি।এসব যারা করে তারা নিজের ইচ্ছেই মুর্খ হয়েছে,তাদের ফেরানো আল্লাহ ছাড়া সম্ভব না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

সাখাওয়াত সনেট বলেছেন: ঠিক বলেছেন ভাই..... আমি আল্লাহ্‌'র কাছে দোয়া করি এদের বুদ্ধি ফিরিয়ে দেওয়ার জন্য.... বুদ্ধিহীন মানুষকে আর যাই হোক মানুষ বলা যায় না। পশু আর আমাদের মদ্ধে পার্থক্য স্থাপন হয়েছে এই বুদ্ধির জন্য.... সেটাই যদি না থাকে তবে কিসের মানুষ এরা!!!!

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

শাহরীয়ার সুজন বলেছেন: যারা হাউকাউ করসে,তারা এই মুভি না দেখেই হাউকাউ করসে।

মুভির নাম দেখেই ওদের মাথা আউলা হয়ে গেসে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

সাখাওয়াত সনেট বলেছেন: তাই বলে একেবারে নাম শুনেই এতগুলো জাজমেন্ট করে ফেলল!!!!! ইডিয়েট সবগুলো

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

নিমচাঁদ বলেছেন: বাশের কেল্লা হইলো বিজনেস সেন্টার , আর তাদের পণ্য হইলো ধর্ম ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

সাখাওয়াত সনেট বলেছেন: তারা আবার দাবী করে যে যারা সত্য প্রতিষ্ঠা করার জন্য লড়ে!!!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই ছবি দেখছি বছর খানেকের উপর হল, এই ছবিতে তেমন কিছু ছিল না, ইদানীং যে কথাগুলো প্রচার হচ্ছে। বরং পিচ্চি এবং কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছে যারা তাদের অভিনয় খুব ভালো ছিল। যারা ছবিটি দেখেন নাই তাদের দেখার জন্য অনুরোধ রইল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

সাখাওয়াত সনেট বলেছেন: যদিও মুভিটি আমার তেমন পছন্দ হয়নি তবুও এর সত্যতা প্রমানের জন্য মুভিটি দেখা উচিৎ

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

নাহিদ রুদ্রনীল বলেছেন: মানুষ যুক্তি দিয়ে ভাবতে চায় না। সবাই যা করে, তাই করতে চায়। একজন শেয়ার দিছে, আমিও দিই। কিন্তু একটু ভাল করে চিন্তা করলে এসব ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সুযোগ পাবে না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

সাখাওয়াত সনেট বলেছেন: একদমই তাই

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

দি ভয়েস বলেছেন: আমরা কিউট বাঙালি । সবাই যে দিকে দৌড়াবে আমাকে ও সে দিকেই দৌড়াতে হপে । কিউরিসিটিটা হল দেখতে হপে । সেটা আমার সম্পর্কিত না জানা সত্যেও দেখতে হবে । ফলে একটা তুচ্ছ ঘটনাও অসাধারন হয়ে উঠে । আফসোস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.