![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সবকিছুতেই মুভি।। ভ্যালেন্টাইন ডে যাবে আর ভালোবাসার মুভি নিয়ে একটা পোস্ট হবেনা তা তো হতেই পারেনা। যদিও আমি মানুষ হিসাবে মোটেও রোমান্টিক না তবুও রোমান্টিক মুভি খুব পছন্দ করি।। ... নিজস্ব পছন্দের ভিত্তিতে আমার প্রিয় ১০টা ভালোবাসার মুভির লিস্ট.......
10. Vow
আমাদের সমাজে বিয়ের পর ভালোবাসা উঠেই গেছে। স্বামী স্ত্রী এখন মিস্টার & মিসেস স্মিথের মত একজন আরেকজনের প্রাণ নিতে চায়। তবে এই মুভি বিবাহিত দম্পতিদেরও ভালোবাসা শেখায়.. বিয়ের পর ভালোবাসা না থাকলে জীবন অর্থহীন হয়ে যায়। বিয়ে তো সারাজীবনের বন্ধন। ভালোবাসা ছাড়া তাকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব।।
9. Daisy
অসাধারণ একটি কোরিয়ান মুভি।। কেমন একটা অদৃশ্য ম্যাজিক আছে।।
8. Dilwale Dulhaniyan Le Jayenge
এই মুভি নিয়ে আর কি বলব?? প্রায় ২০বছর ধরে চলছে এবং চলতে থাকবে। সবসময়ই নতুন.... কপোত কপোতিদের কাছে এ যেন প্রেমের ডেফিনিশন।।
7. Sawaariya
সিনেমা হলে দেখেছিলাম।। মুভিটা যখন চলছিলো পুরো হল জুড়ে কেমন একটা ম্যাজিক্যাল ইনভাইরনমেন্ট ফীল করছিলাম.... নীল নীল ভালোবাসা।। সঞ্জয়ের ম্যাজিক্যাল মুভি.... অপুর্ব সুন্দর মেকিং.. রানীর ডায়লগ গুলো এখনো কানে বাজে...
6. A Moment To Remember
কোরিয়ান ম্যাজিক্যাল রোমান্টিক মুভি।। বেশিরভাগ মানুষের দেখা সেরা রোমান্টিক মুভি এটা।। সত্যিই অসাধারণ। মনের অজান্তে চোখের কোনে কয়েকফোটা জল চলে আসে....
5. Titanic
কিছু কিছু মুভি কোনদিনও পুরনো হয়না।। টাইটানিক এমন একটা।। আরো একশ বছর পরেও টাইটানিক থাকবে নতুন.... U রোজ & জ্যাক....
4. 3 - Iron
রোমান্টিক মুভির কথা হবে আর কোরিয়ান মুভি আসবেনা এমন হতে পারে?? প্রেম অন্ধের সাথে সাথে বোবাও হয়... নায়ক নায়িকার একটা ডায়লগ নেই অথচ মন ছুঁয়ে যায় মুভিটি।। চুপচাপ কত কিছু বলে গেছে মুভিটি!!! অসাধারণ....
3. Devdas
এই মুভি দেখেই শাহরুখ এবং ঐশ্বরিয়ার প্রেমে পরেছিলাম.... যদিও এখন আর শাহরুখ এর ফ্যান নেই আমি তবুও বলি হলিউডে শাহরুখ এর উপর রোমান্টিক নায়ক নেই.... আর ঐশ্বরিয়া??? সে আমার দেখা এই প্লানেটের সবচেয়ে সুন্দর প্রাণী।। তাছাড়াও এই মুভিতে ছিলো মাধূরী আর সঞ্জয় লীলার ম্যাজিক... আসলে বলতে গেলে কি ছিলো না মুভিতে?? গান কোরিওগ্রাফি, রোমান্স, ট্রাজেডি সব ছিলো।।
2. Mohabbatein
এই মুভি পরিপূর্ণ ভালোবাসার মুভি। মুভির প্রথম থেকে শেষ অবদি শুধু ভালোবাসা আর ভালোবাসা।।। ১০০% লাভ... লাভ এবং লাভ.......
1. Veer Zaara
কথায় আছে প্রেম মানেনা বয়স, প্রেম মানেনা জাত ধর্ম।। প্রেম অন্ধ..... দুনিয়ার সব শেষ হয়ে যায়। ভালোবাসা অফুরন্ত।। তেমনই ভালোবাসার মুভি।।....
এই হলো আমার পছন্দের টপ রোমান্টিক মুভির লিস্ট.... আর যাই হোক রোমান্টিক Genre তে আমি হলিউড বিমুখ।। রোমান্স ফীল করার জীনিস। আর বেশিরভাগ হলিউড রোমান্টিক মুভিই আমাদের লাইফ স্টাইলের সাথে যায়না.. ফলে নিজেদের সাথে কানেক্ট করেনা। কালচারে মিল থাকায় আমি এশিয়ান রোমান্টিক মুভিই বেশি পছন্দ করি...
আমার পছন্দের রোমান্টিক মুভির লিস্ট তো জানলেন।। আপনার টা?????
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১
এম এম করিম বলেছেন: আমার পছন্দ (এবং অন্যান্য) নিয়ে আমার লেখাঃ
সর্বকালের সেরা ভালোবাসার সিনেমা
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০
ধূসরছায়া বলেছেন: Leap year-English, A walk in the cloud-English, Love in the time of cholera-English,
The note book-English, Love comes softly-English, The great Gatsby-English,
The fault in our stars- English, Amelie-French, Tengo ganas de ti (I want you)-French,
Ek diwana tha-Hindi, Frist love-korean, A milionars’ 1st love-Korean,
এই গুলো দেখলে হয়তোবা আপনার প্রিয় ভালোবাসার সিনেমার তালিকা আরও একটু বড় হবে!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
সাখাওয়াত সনেট বলেছেন: সবগুলোই দেখা। কিন্তু সেরা ১০টার লিস্ট দেওয়ার জন্য সেগুলো রাখতে পারিনি....
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
জেকলেট বলেছেন: Roman Holiday নাই????
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
স্বপ্নবাজ তরী বলেছেন: veer Zara আমার দেখা সেরা ভালবাসার মুভি
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার পছন্দের তারিফ করছি।