![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে ছেলে মেয়েদের নামকরণ নিয়ে আমার চরম আপত্তি এবং বিরক্তি আছে।। একটা মানুষের চৌদ্দটা করে না। ভালো নাম, খারাপ নাম, ডাক নাম, বাপে দেওয়া নাম, মায়ে দেওয়া নাম, আদর করে ডাকা ছোট্ট নাম, বন্ধুদের দেওয়া নাম। নাম নাম আর নাম......
নাম আবার ইসলামী হওয়া লাগবে। ভালো নামটা ইসলামী হলেও ডাকনাম টা বেশিরভাগই অইসলামী।। যদিও ইসলামী নাম মানেই আরবি নাম হতে হবে এই ব্যপারেও আমার আপত্তি আছে। আরবি তো একটা ভাষা নাকি!!!
রাসূল আরবি ভাষার মানুষ ছিলো তাই কোরআন আরবি তে নাজিল হয়েছে। এতে আরবির সম্মান বৃদ্ধি হলেও ভাষা কিন্ত ভাষায় আছে। রাসূল বাঙ্গালী হলে বাংলাতেই নাজিল হত সিম্পল।। যেমন অন্য রাসূলদের উপর তাদের স্ব স্ব ভাষায় নাজিল হয়েছে।
বাংলাকে এভাবে হেয় করার কিছু নেই। বাংলা এত সহজে পাইনি আমরা। জীবন দিতে হয়েছে পাওয়ার জন্য।। আর এমন তো না যে আরবি ভাষায় গালি নেই। আরবি তেও আমি বলতে পারি আই লাভ সানি লিওনি.....
.
যাই হোক পয়েন্টে ফিরে আসি। এই ধরুন আমার নাম সাখাওয়াত হোসেন সনেট। ইসলামী নাম রাখতে গিয়ে সাখাওয়াত এর মত বুইড়া নাম রেখে দিয়েছে। তাতে লাভ কি হলো?? কেউ কি আমাকে সাখাওয়াত বলে ডাকে???
সবাই তো আমাকে #সনেট বলেই ডাকে।। এটা আবার নাকি খ্রিস্টান নাম। নামেরো নাকি ধর্ম আছে।। তা ভাই নামও কি নামাজ পরে, পুজা করে??
আমার বোনের নাম আবার "শাহরিমা আরেফিন কেয়া" তার উপর আবার আম্মু "বৃষ্টিমুনি" করে ডাকে। কত কত নাম কত কনফিউশন!!!!
কেন একটা নাম রাখা যায়না???
দুই শব্দের নাম??? নাম আর টাইটেল??
এই যেমন আমি ইমেইল খুলবো। কি নামে খুলবো??
[email protected]??
কেউ চিনবে??? সবাই তো জানে আমি সনেট।।
[email protected]??
ওড লাগেনা শুনতে???
শুধু [email protected]??
প্রফেশনালি প্রবলেম হয়ে যাবে।।।
[email protected]????
খুবই ছোট হয়ে যায় না???
.
এত নাম ভোগান্তির দরকার কি????? একটা নাম থাকলে সমস্যা আছে?? একটা মানুষ একটা নাম। এটাই ভালো।।
আমার আমার বাচ্চাদের চৌদ্দ টা নাম রাখবো না। একটাই নাম হবে সে যেই ভাষাতেই হোক।।
আর মুসলমান?? নামে মুসলমান হয়ে কাজ আছে?? কামে মুসলমান হতে হবে।
বহু নাস্তিকদের নামেই তো মোহাম্মাদ/হোসেইন/ইসলাম আছে তাতে কি লাভ হয়েছে?? তারা কি মুসলমান হয়ে গেছে??
©somewhere in net ltd.