নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

World Of Darkness

সাখাওয়াত সনেট

সাখাওয়াত সনেট › বিস্তারিত পোস্টঃ

আপনারা যারা গরু-ছগল কিংবা কোরবানি নিয়ে ফাইজলামি করেন...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

আপনারা যারা গরু ছাগল কিংবা কোরবানি নিয়ে ইচ্ছামত ফাইজলামি করেন তারা কি আদৌ জানেন কোরবানি কি এবং কেন??
.
মোবাইল দেশে ছড়িয়ে পরার পর থেকে আব্বু মোটামুটি বসে থেকেই বেতন পায়। কাজ নেই কাম নেই, সারাদিন বসে শুয়ে। আমরা ইয়ার্কি করে বলতাম, "ছাগল পালেন। একটা কাজ তো পাবেন কমসে কম করার মত।"
ছাগল!!!!! ইয়াক!!!!
...
ছোট বোনের বৃত্তির টাকায় আম্মু একটা ছাগল কিনে আমার খালাকে পালতে দেয়। পরে সেই ছাগল আর খালার ছাগলের অনেক বাচ্চা হয়, খালা সামলাতে না পেরে আম্মুকে নিয়ে আসতে বলে। একটা ছাগল নিয়ে আসা হয়। একটা মেয়ে ছাগল। নাম রাখি "জেনি".... জেনি ঐ সময় প্রেগন্যান্ট ছিলো।। ভালোই আদর করতাম ওকে সবাই।। ছাগলটা হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পরে, সাথে সাথে অন্ধ।। চিকিৎসা করাচ্ছিলাম। এরি মধ্যে আম্মু হঠাৎ আল্লাহ্‌র কাছে বলে ফেলে "আল্লাহ্‌ জেনিকে ভালো করে দাও, ওকে কোরবানি দিবো।" ঐ অসুস্থ শরীরেই আর একটা মেয়ে ছাগল প্রসব করে, ওর নাম রাখি "হানি".... হানি আমাদের এতই আদরের ছিলো যে আমরা দুই ভাই বোনও ছোটবেলায় এত আদর পাইনি। যাই হোক হানির গল্প অন্যদিন বলবো। আজ জেনিকে নিয়ে লিখছি........
যখন আমি লিখছি আমার চোখে পানি এসে যাচ্ছে...... কিন্তু কিছুই করার নেই।।।
.
হানিকে জন্ম দেওয়ার সময় জেনি এতই অসুস্থ হয়ে পরে যে মরে যাবে যাবে অবস্থা।। ঠিকমত দুধটাও দিতে পারতনা। পরে ধিরে ধিরে ঠিক হয়ে যায় জেনি.....
আম্মুর দেওয়া কথা রাখতে গতবছর জেনিকে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিই।।। ঈদের দিন গরু কোরবানি দিয়েছি তাই ঐদিন আর দেওয়া হয়নি।। পরের দিন জেনির পালা.... ঐদিন পুরো পরিবার কিভাবে কেঁদেছিলাম না দেখলে কেউ বিশ্বাস করবেনা।। স্পেশালি আব্বু।। আমার দাদী মারা যাওয়াতে যেভাবে কেঁদেছিলো ঠিক সেভাবে সারাটাদিন কেঁদেছে।। প্রায় দেড় বছর ধরে মেয়ের মত করে পেলেছে.... তাকে খাওয়েছে, বাইরে নিয়ে গিয়ে প্রশাব পায়খানা করিয়েছে। মাথা নেড়ে নেড়ে আদর করেছে। তাকে নিজের হাতে কোরবানি করতে কি যে কষ্ট তা যদি বুঝতেন তাহলে এরকম করে এদের নিয়ে ফাইজলামি করতেন না।।।
.
মনে রাখা উচিৎ তারাও জীব। আপনার আমার মত তাদেরো জীবন আছে.. তাদের আপনি কোরবানি দেন, তারা মজা পায়না। তাদেরো মৃত্যুর কষ্ট হয়।।
ঈদের আগের দিন কিনে এনে ঈদের দিন জবাই করা ব্যপার না। কিন্তু যারা এদের এতদিন ধরে পেলে পুষে বড় করেছে তাদের কেমন লেগেছে ওদের বিক্রি করতে জানেন???? জানেন না।।
.
নবী যদি সত্যিই তার ছেলেকে জবাই করত, আজ আপনার ছেলেকে জবাই করতে হত। আপনাকে জবাই করত আপনার বাবা.... পারতেন নিজের ভাই, বাবা কিংবা ছেলেকে নিয়ে জবাই করার আগে এরকম সেল্ফি আপলোড দিতে???
ফ্যাশন শো করতে??
কার্টুন বানাতে??
ফাইলামির সীমা অতিক্রম করতে???
.
এটাই কি কোরবানির শিক্ষা???
কেন এই কোরবানি??
আপনার মনের পশুত্ব দুর করতে। আপনার মনে দয়া তৈরি করতে। মনকে উদার করতে......
জীবনে তো বহু কোরবানি দিয়েছেন, অথচ এখন পর্যন্ত হিউম্যানিটি অর্জন করতে পারেন নি। আপনার কোরবানি আল্লাহ্‌ কতটুকু কবুল করেন নিজেই চিন্তা করুন। আশাকরি নিজের এই চেহারা দেখতে গেলে আয়নাও ভেঙে যাবে...........

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.