নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

World Of Darkness

সাখাওয়াত সনেট

সাখাওয়াত সনেট › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ Prem Ratan Dhan Payo

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫

কদিন পরেই লিখছি। কারন যেদিন দেখলাম মাথায় এত কিছু এলো যে লিখতে লিখতে ক্লান্ত হয়ে যেতাম। তাই ভাবলাম তিন দিন পর লিখবো তাতে ছোটখাটো জিনিস ভুলে আসল পয়েন্ট গুলো মনে থাকবে।
.
সুরাজের আগের মুভিগুলো যখন দেখেছিলাম তখন কে ডিরেক্টর কে প্রডিউসার এত কিছু জানার দরকার মনে করতাম না। বহু আগের কথা। ঐ মুভিগুলোর কথা ভুলেও গেছি। এখন যখন এই মুভি আসছে তখন তার নাম জানলাম। সবার লিখা লিখি দেখে মনে হচ্ছিলো ভালো মাপেরই নির্মাতা।। ভালো মাপের নির্মাতার কাছে নিশ্চয় ভালো কিছুই আসা থাকবে....
.
সালমানের মাসালা মুভি আমার একদমই পছন্দ না। ইনফ্যাক্ট বলিউডের মাসালা মুভিই আমার পছন্দ না। কিন্তু বাজ্রাঙ্গি ভাইজান দেখার পর মনে মনে সালমানের উপরেও কিছু এক্সপেক্টেশন তৈরি হয়ে গিয়েছিলো।।
.
রাজস্থলী রাজ পরিবার গুলো সম্পর্কে আমার অল্প শল্প ধারনা আছে। ইন্ডিয়ারে থেকেছি। ওদিকে গিয়েছি আবার প্রতিবছরই যাওয়া পরে। তাছাড়া আগে আম্মু দেখার সময় রাজ পরিবার নিয়ে বানানো সিরিয়াল গুলোও চোখে পরে যেত।।
.
এরকমই দুটো রাজ পরিবার নিয়ে বানানো মুভি।
সালমান খান একজন যুবরাজ। খুব ভালোই মানিয়েছে তাকে। কথাবার্তাতেও রাজকীয় ভাবটা আছে। অপর দিকে তার হামশাকাল একজন নরমাল আম জনতা। আম জনতা এতই স্মার্ট বাপরে বাপ। নরমাল কনভার্সেশনেও ইংরেজি ইউজ করে!!
যাই হোক দুটো ক্যারেক্টারই ভালোই করেছে সালমান।
আমার আপত্তি সোনম কে নিয়ে। কোন কোন কোন অ্যাঙ্গেলেই সোনম রাজকুমারী লাগেনা। কথায় কথায় প্যাঁ প্যাঁ করে কান্না করা, ওভার লুতুপুতু হওয়া কোনটাই ২০১৫ সালের রাজকুমারীদের সাথে যায়না। সে বিভিন্ন প্রতিষ্ঠান চালায় অথচ সালমনের সাথে এমনভাবে কথা বলে যেন একটা অবলা বেচারি ইন্ডিয়ান নারী। ড্রেস পোশাক এক্সপ্রেশন কিচ্ছু কিচ্ছুতেই রাজকুমারী লাগেনা।। ৬০-৭০ এর হলে তাও হত, সে তো ২০১৫ সালের রাজকুমারী!!!!!
.
মুভির সবচেয়ে বিরক্তিকর দিকটা হলো দেড় ঘন্টার মুভিকে প্রায় তিন ঘন্টা টানার জন্য দুই মিনিট পর পর আননেসেসারি গান ঢুকিয়ে দেওয়া। যদি বলিউডের টিপিক্যাল নির্মাতাদের মতই গুনি নির্মাতারাও একি ভাবে মুভিতে এত্তগুলা গান ঢুকায় তবে টিপিক্যাল আর গুনিদের মধ্যে পার্থক্য কি হলো??
অডিও গানগুলো খুব সুন্দর লেগেছে। ফেইক অটো টিউন মার্কা না। সুর তাল লয় স্কেল ঠিক রেখেই গানগুলো।।
আননেসেসারি গান না ঢুকালে গানগুলো ইঞ্জয় করতাম।
.
মুভির স্ক্রিনপ্লে বা মেকিংয়ে কোন বৈচিত্র্য ছিলোনা। সেই ৯০এর মুভিই লাগছিলো।।।।
ডিরেক্টর হয়ত এতদিন বাড়িতে বসে থেকে উপলব্ধি করতে পারেন নি দুনিয়া এগিয়ে গেছে। উনি সেই ৯০ এই পরে আছেন।।
মুভি কালারফুল করেছেন। ঘটনার গভীরতা কমিয়েছেন। রুটিন মুভি এটার পর ওটা এভাবেই বানিয়েছেন।।
তিনি এখনকার প্রিন্সকেও ঘোড়ার গাড়ী চড়িয়েছেন এতগুলো দামী গাড়ি থাকার পরেও। হেলিকপ্টারে চরা রাজকুমারীকে ট্রেইনে আনিয়েছেন তাও এতটুকু দুরত্বে। অথচ একি রাজ্যের অন্য শহরে যেতে ব্যক্তিগত গাড়িই ইউজ করা যায়।।।
.
নীল ওকে ছিলো। কমসে কম প্রিন্স প্রিন্স লাগছিলো। আরমান কোহলি স্ক্রিনে আসলেই মেজাজ গরম হচ্ছিলো। আহা সে কি অভিনয়ের ছিরি!!!! এই ব্যক্তিই বিগ বসে বলেছিলো আমার ছেড়ে দেওয়া মুভি করেই শাহরুখ সালমানের জন্ম। হেসে মরে যাই!!!!!
.
সর্বোপরি বলা যায় মুভিটা আসলেই ফ্যামিলি মুভি কারন কোন বাজে দৃশ্য ছিলোনা। আব্বু আম্মুদের পছন্দ হতে পারে কারন তারা ঐ ৮০-৯০ এর মুভি দেখে অভ্যস্ত।। কিন্তু এই জেনারেশন কানেক্ট করতে পারবেনা তেমন।।
২০১৫ সালে এসে এমন মুভি দেখতে বিরক্তিকর লেগেছে। মেকিং পুরানো হলেও স্টোরিতে নতুনত্ব থাকতে পারত। ডলার ট্রিলজি আর ডিজ্যাঙ্গো আনচেইন্ড একি জনার একি সময়ের মুভি হলেও কি নতুন সময়ের মুভিতে নতুনত্ব ছিলোনা?? অথচ এটা তো নতুন যুগের মুভি।।।
অনেকে স্লো বলেছে আমার তা মনে হয়নি তবে মুভিতে এতটুকুও ইন্টারেস্টিং কিছুই পাইনি। পাওয়ার জন্য শুধু অপেক্ষা করে গেছি।।
গোটা পরিবার বসে দেখার মত মুভি এই যা।
.
আমার পক্ষ থেকে 5/10

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: দেখা হয়নি দেখতে হবে।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবু দেখতে হবে। সালমান বলে কথা। সিনেমাতে এত কিছু খুঁজে লাভ নেই। টাইম পাস অনলি..

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

সাখাওয়াত সনেট বলেছেন: সালমান কে দেখার জন্য সিনেমা দেখতে হবে কেন তাহলে???? ফালতু হলেও দেখতে হবে। আজব!!!!!

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: আপনার রিভিউ পড়ে, দেখার ইচ্ছেটা চলে গেল.... :(

দেখুম না।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

মেহেদী_বিএনসিসি বলেছেন: তিন দিন আগে কাজ বন্ধ করে সিনেমা দেখে পুরাই মাথায় হাত.......কাজ করলে বরং কয়েকটা পয়সা হতো, অথবা এরচে জলিল ভাইজানের বাংলা মুভি দেখাও উত্তম.....।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

অভ্রনীল হৃদয় বলেছেন: সেদিন মুভিটা দেখতে বসেছিলাম। ২০-৩০ মিনিট দেখার পর তেমন ভালো না লাগায় আর দেখিনি। আপনার রিভিউ পড়ে বাকিটুকু বুঝে নিলাম।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের ছবি বেশী ফালতু হয় না। টাইম পাস করা আর কি!@সাখাওয়াত

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: দেখব

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: বিরক্তিকর লাগছে এই মুভি। ইনফ্যাক্ট সালমান, শাহরুখের নাম এর কারণে আর হুজুগে পড়ে মানুষ তাদের ফ্যান হয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.