![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোস্যাল মিডিয়া বন্ধ হয়ে যদি কারো সত্যি সত্যিই উপকার হয়ে থাকে তবে তা হয়েছে মোবাইল অপারেটরগুলোর। এখন তো আমার মনে হচ্ছে ম্যাডাম তারানা হালিম অপারেটরদের কাছ থেকে টাকা খেয়েই এরকম করেছে। কারন টেলিকমিউনিকেশন মন্ত্রনালয়ে যারা আছে তারা নিশ্চয় এতটাও গর্দভ না যে জানবেন না দুনিয়াতে VPN, প্রক্সি সাইট বলেও কিছু আছে। তারা এটাও জানেন দেশের ছেলে মেয়েরা সোস্যাল মিডিয়াতে কিভাবে অ্যাডিক্টেড। জীবন গেলেও তারা ইউজ করবেই। ডাইরেক্ট ইউজ বন্ধ হলে অন্য পথে ইউজ করবে। যেখানে অনেকে জিরো ইউজ করত। অনেকে বিভিন্ন সোস্যাল প্যাকের মাধ্যমে ১টাকায় সারামাস ফেসবুক ইউজ করত, সেখানে VPN চালাতে পই পই করে ডাটা চলে যাচ্ছে। আর এতে লাভ অবশ্যই কম্পানিগুলোর হচ্ছে। কারন আমাদেরো টাকা বেশি যাচ্ছে, সরকারের সো কলড সুরক্ষাও হচ্ছেনা। সবাই তো চালাচ্ছেই.........
তাহলে কিসের স্বার্থে এখনো সোস্যাল বন্ধ হয়ে আছে??
আমরা কি ধরে নিতে পারিনা কম্পানিগুলোর কাছে টাকা খেয়েই এমনটা করা হচ্ছে????
এর আগে সিম রেজিস্ট্রেশন নিয়ে কত কত ঝারি নাটক হলো.... ১৫ তারিখ পার হয়নি?? একটা সিমও কি বন্ধ হয়েছে?? হবেও না। ভয় দেখিয়ে কম্পানিগুলোর কাছ থেকে টাকা খুলার বুদ্ধি এসব।
হ্যাঁলো, দেশের মানুষ চুতিয়া নয় যে যা বোঝাবেন তাই বুঝবে। আপনাদের ব্রেইন থাকলে আমরাও ব্রেইনলেস না......
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
সপ্নবিলাসি বলেছেন: আমার মনে হ্য় ইন্টারনেটে আমলিগ দখল নিতে পারছে না তাই এই কাম করছে
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
মহাপুরুষের ডায়েরী বলেছেন: ভাই মে বি ফিন্যান্স কিংবা মার্কেটিং সাবজেক্টে পি এইচ ডি করেছেন!
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
সাখাওয়াত সনেট বলেছেন: না ভাই এরকমটা করিনি। সামান্য মেডিক্যাল ডিপ্লোমা করেছি...
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে কি বলতে হবে আমাগো চেতনা ধারীরা মন্ত্রীরাও ফেবু দিয়ে ইন্টারনেট চালায়
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
সাদ্দাম হোসেন বলেছেন: হা হা হা