![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন থেকে আড়াই ঘন্টা পুরোপুরি নষ্ট করেছি। রোহিত শেঠির কাছ থেকে ইনসেপশন আশা করিনা কিন্তু কমসে কম গোলমাল, অল দ্যা বেস্ট কিংবা চেন্নাই এক্সপ্রেস তো আশা করা যায় যেগুলোতে আর কিছু না থাকলেও নির্মল বিনোদন পাওয়া যায়। দু চার বার হি হি করে হাসা যায়..............
সেরকমই আশা নিয়ে দেখতে বসেছিলাম। বিনিময়ে চরম বিরক্ত দিয়েছে মুভিখানা।
নরমালি বলিউড মাসালা মুভি আমার পছন্দ না। কিন্তু পরিবার সমেত কিছু মুভি দেখা যায় এবং টাইম পাস করা যায় বলে এই মুভিগুলো পরিবার নিয়ে দেখি। তখন পছন্দ হয়। যদি একটা সিংঘাম পরিবারের সবাইকে একসাথে কিছুক্ষণ বসিয়ে রাখতে পারে তবে খারাপ কি???
সেরকমই আশা করেছিলাম। আমি পুরোপুরি আশাহত।।
.
মুভির শুরু থেকে শেষ পর্যন্ত ১০০% প্রেডিক্টেবল। এতটুকু নতুন কিছু নেই। এরকম মুভি আমাদের দেশেও কয়েকশ আছে। দুই ভাই, দুই বোন ব্লা ব্লা ব্লা......
আচ্ছা মানলাম স্টোরি খারাপ কিন্তু তার মধ্যে একটু ভালো কমেডি মিক্স করতে পারত না???
একটা ভালো পাঞ্চ লাইন নাই যে একটু হি হি করে হাসবো........
একজন শাহরুখ ফ্যান হয়েও যদি আমার এরকম লাগে না জানি অন্যদের কেমন লেগেছে।।।।
.
শাহরুখ কাজল নিজেদের চরিত্র খুব সুন্দির ফুটিয়ে তুলেছে। ভালো অভিনয় করেছে। কিন্তু মুভি এতই বস্তাপচা যে সেসব কোন কাজেই লাগেনি। শাহরুখ কাজল কি দেখে এই মুভি সাইন করেছিলো আল্লাহ্ই জানে।
চেন্নাই এক্সপ্রেসে কিছু না থাকলেও দু চারটে পাঞ্চ লাইন ছিলো। ভালো লাগানোর মত দীপিকার ডায়লগ গুলো ছিলো। এই মুভিতে কিছুই নেই। কিছুই না.............
বলতে বাধা নেই এটা শাহরুখ এর লাইফের সবচেয়ে বাজে মুভি। এমনকি হ্যাপি নিউ ইয়ারের থেকেও বাজে..........
.
নরমালি আমি মুভিকে দশে রেটিং দিই কিন্তু এই মুভিকে আমি দশটা পচা ডিম আর দশটা টমেটো মারতে চাই। আর IMDB তে গিয়ে 3 দিয়ে এসেছি।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
নয়ন01 বলেছেন: এমন ভাবে কইলেন মিয়া মনে হয় এই আরাই ঘণ্টা আপনার জিবনের খুব গুরুত্বপূর্ণ সময় ছিলো
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
সাখাওয়াত সনেট বলেছেন: গুরুত্বপূর্ণ না থাকার মানে পানিতে ফেলে দেওয়া না
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
ডাঃ শামীম বলেছেন: একমত , very good review , you will save some one else's time
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শর্ট রিভিউটা খুব রেগে লেখেছেন মনে হচ্ছে
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
নির্বাসিত_নির্বাক বলেছেন: এইটা কি করলেন ভাউ! দিলেন তো মনডা খ্রাপ কইরা.। ডাউলোডাইলাম।। দেখমু দেখমু করতেছি.। আর আপনে দিলেন এইরকম একখান রিভিউ.। যাউকগা এখন ভাবতে হবে.। সময় গুলান বাঁচামু নাকি মারমু.।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: আমি তো দেখবোই| হাজার হইলেও শাহরুখ কাজল
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
ধ্রুব প্রত্যয় বলেছেন: আমার দেখা সবচে কমনসেন্সহীন ছবি।
এক জন পরিচালক কতটুকু কান্ডজ্ঞানহীন হলে এমন ছবির পিছনে সময় দিতে পারে,এর বাস্তব প্রমান!
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৭
ব্যাটম্যানঃ ডন অব জাস্টিস বলেছেন: শরুখের ছবিতে নতুনত্ব নেই, চার পাঁচ জনের প্লান আর ব্যাংক ডাকাতি! নয়তো বাড়ি ডাকাতি! নয়তো ব্লা ব্লা ব্লা!
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৬
নীল বরফ বলেছেন: এমন বস্তা পচা মুভি ......।আমার ভাষা নেই কি বলে একে প্রকাশ korbo!! । ছুটির দিনে অমূল্য আড়াই ঘণ্টা হারিয়ে আমার রীতিমতো নার্ভাস ব্রেকডাউন হবার জোগাড় ।
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯
লালপরী বলেছেন: আমার প্রিয় শাহারুখ খান কাজল
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
মেহেদী হাসান শীষ বলেছেন: হুম