নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

World Of Darkness

সাখাওয়াত সনেট

সাখাওয়াত সনেট › বিস্তারিত পোস্টঃ

২০১৫ সালের মুঘলে আজম..... Bajirao Mastani

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

একটা মুভিকে কতটা ক্রিয়েটিভ করা যায়??? কি কি দিয়ে করা যায়, কিভাবে করা যায়, তাও স্পীড ঠিক রেখে, বোরিং না করে তা ভানসালীর থেকে ভালো কেউ জানেনা মনে হয়.....
আমি ভানসালীর সব সব সব মুভির ফ্যান। আর ফ্যান না হওয়ার কি একটাও কারন আছে!!!
আমি এও জানিনা বাজিরাও কিংবা মাস্তানি ক্যারেক্টার গুলো কতটুকু সত্য! নাকি দেবদাসের মত কাহিনী বিকৃতি।
জানার দরকারো নেই। না যেনেই বছরের সেরা মুভি ঘোষণা করতে এক সেকেন্ডও চিন্তা করতে হবেনা।।।।
পরিচালনায় কোন কমতি কোথাও নেই।।
দীপিকা যেন মুঘলে আজমের মধুবালা। তার চোখের চাহনি, তার এক্সপ্রেশন, তার অভিনয় চিৎকার করে বলছে ভালোবাসি, ভালোবাসি বাজিরাও কে। জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমার বিশ্বাস হয়না দীপিকা এর থেকেও ভালো অভিনয় করতে জানে। জানার দরকারও নেই। কে দীপিকা?? আমি তো কোন দীপিকাকে দেখিনি। দেখেছি প্রেমে পাগল একজন মাস্তানি কে। সে কোন দীপিকা ছিলোনা। মাস্তানি ছিলো মাস্তানি......
.
রানভীর আমার ফ্যাভ থেকে আরো ফ্যাভ আরো ফ্যাভ হয়ে যাচ্ছে। চেহারা দেখিয়ে না, তার অভিনয়ের যাদু দেখিয়ে। কে রানভীর! আমিত দিওয়ানা বাজিরাও কে দেখলাম। যে কিনা ভালোবাসার জন্য নিজের জাত, নিজের পরিবার নিজের ধর্ম এমনকি নিজের জীবনও দিতে পারে। নিজের মুকুট কে পরোয়া করেনা ভালোবাসার জন্য।
.
একজন আদর্শ স্ত্রী, একজন স্বামী পাগল বউ, একজন নারী, প্রাণচঞ্চল থেকে অবলা নারী। প্রিয়াঙ্কাকে দেখে কে বলবে সে প্রিয়াঙ্কা! স্বামীর খুশির জন্য পরনারী কেও মাথার উপর জায়গা দিতে তার এতটুকুও বাধেনা..........
.
চরিত্রগুলো দেখে বোঝায় যায় সবাই তাদের পুরোটা ঢেলে দিয়েছে মুভিতে। আর পুরো টিম যে কতটা যত্ন করে বানিয়েছে মুভিটা তা বোঝা যায়।
ধর্মের কাছে যুগে যুগে হেরে যাওয়া ভালোবাসার একটি মন ছুঁয়ে যাওয়া সিনেমা Bajirao Mastani.......
প্রতিটি ডায়লগ যেন এক একটি সাহিত্যের বই। এত সুন্দর মুজরা, লাওলি নাচের কোরিওগ্রাফি!! স্ক্রিনপ্লে থেকে শুরু করে মুভির প্রতিটি জিনিস এতটা পার্ফেক্ট যা দেখলেই বোঝা যায় কোন শিল্পী অতি যত্ন করে নিজের হাতে এঁকেছে মুভিখানা। অসাধারণ অসাধারণ......
.
এই মুভিকে আর কি রেটিং দেবো?? রানভীর রাজা তাও তাকে দিয়ে ওরকম একটা নাচ নাচানো কিছু গান অ্যাভারেজ হওয়ার ব্যপারটা ছাড়া সবই অসাধারণ। সব মিলিয়ে মুভিকে আমি ৯/১০ দিবো এবং সাথেই বলবো এটা এই বছরের সেরা বলিউড মুভি। সাথে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ অভিনেত্রী, সেরা পরিচালক সবগুলা অ্যাওয়ার্ড আমার পক্ষ থেকে বাজিরাও মাস্তানি কে.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

আরাফাত আল মাসুদ বলেছেন: ভানসালির মুভিগুলোর নির্মানশৈলী আসলেই শৈল্পিকতার দিক থেকে অসাধারণ। “বাজিরাও মাস্তানি” এখনও দেখিনি। তবে তার আগের মুভিগুলোর ভাললাগা, এই ছবির ট্রেলার, প্রচারণা ও সর্বশেষ আপনার রিভিউ দেখার জন্য অস্থির করে তুলছে।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

কেউ নেই বলে নয় বলেছেন: কালকে দিলওয়ালে দেইখা হতাশ হইছি। প্রোমো দেইখা ভাবছিলাম সিরিয়াস ইমোশনের মুভি হবে, দেখলাম হালকা টাইপের কমেডি আর ভেরিমাচ প্রেডিক্টেবল। নাইস টাইমপাস মুভি ছিলো কিন্তু দুইদিন পরেই আর মনে থাকবেনা। এইটা নিয়া আপনার রিভিউ পইড়া আশায় বুক বাধলাম। নামাইতে দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.