![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়ার সবচেয়ে বড় সোস্যাল মিডিয়া ফেসবুক, যার কোন সিকিউরিটি নেই।
জানুয়ারি মাসের ১৭তারিখে তাহেরি হুজুরের একটা ফানি ওয়াজের অংশর উপরে টিকটক ভিডিও বানিয়েছিলাম। সেটা যথেষ্ট হাস্যরসাত্মক থাকায় বেশ কিছু শেয়ার হয়। সেখান থেকেই একজন কমেন্টে হুমকি দিলো "হুজুরদের নিয়ে মশকরা করিস? হুজুরদের সাথে ফাজলামি করিস? তোর একাউন্ট খেয়ে দিবো।"
একাউন্ট যে এত সহজে খেয়ে দেওয়া যায় আমার জানা ছিল না। পরদিন রাত ১১টার দিকে ফেসবুকে ঢুকতেই লগ আউট হয়ে গেলো। আর ঢুকতে পারলাম না৷ ঢুকতে গেলেই দেখায় আমি নাকি অন্য কারো নামে একাউন্ট চালাচ্ছি তাই আমার একাউন্ট ডিজেবল করা হয়েছে। আমার পা থেকে মাটি সরে গেলো। ৮বছরের একাউন্ট আমার। শত শত ছবি, ভিডিও, মেমোরিস, লাইভ ভিডিও, স্মৃতি। সব হারালাম! শুধুমাত্র একটা টিকটক ভিডিও বানানোর দোষে?
যারা ফেসবুক সম্পর্কে জানে তাদের কথা শুনে বুঝলাম কেউ আমার নাম আর ছবি দিয়ে একাউন্ট খুলে আমারই বিরুদ্ধে প্রিটেন্ডিং রিপোর্ট মেরেছে বলে এমন হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। মানে ৮বছর ধরে আমি একাউন্ট চালাচ্ছি আর দু'দিন আগে খোলা একাউন্ট কে বিশ্বাস করে আমার একাউন্ট বন্ধ করে দিলো? এটা কেমন ন্যায়?
তারপর তদের কথামত নিজের পাসপোর্ট এর স্ক্যান ছবি আর সেই পাসপোর্ট হাতে ধরে ছবি তুলে সাবমিট করলাম। কয়েক ঘন্টা পরে একাউন্ট ফিরে পেলাম।
ফেসবুকে লিখালিখি, সার্কাজম, ট্রোল, সিনেমার রিভিউ, খেলার রিভিউ সব বিভিন্নমুখী লিখালিখির জন্য আমার বেশ ভালো পরিচিতি ছিল। এতে কিছু মানুষের হিংসা যেমন ছিল তেমন বিভিন্নমুখী লিখালিখির জন্য কিছু মানুষ আমাকে অনেক বেশি ঘৃণাও করে বলেই আমার মনে হয়। আমি মনে করি সবাইকেই এক রকম কেন চিন্তা করতে হবে? বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তাভাবনা। কিন্তু কিছু মানুষ তাদের মতের বিরুদ্ধে কথাবার্তা নিতে পারে না। তাদেরই এক দল আবার আমার একাউন্টের দিকে কুনজর দিলো।
প্রাই ই দেখতাম আমার নাম আর ছবি দিয়ে একাউন্ট খোলা হয়। আমি অবশ্য যখনই এমন দেখতাম সাথে সাথে রিপোর্ট মেরে আইডি নষ্ট করে দিতাম। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
পরশুদিন সকালে হুট করে আবার আমার একাউন্ট থেকে লগ আউট হয়ে গেলো। আবার আইডেন্টিটি চাচ্ছে। আমি দিলামও। কিন্তু এবার আর একাউন্ট ফিরে দিল না। ডিজেবল করে রিভিউ বন্ধ করে দিল। আমি বর্তমানে প্রচন্ডরকম মানুষিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছি। এতদিনের স্মৃতি সব হারিয়ে ফেললাম। কিন্তু তার চেয়ে বেশি রাগ হচ্ছে ফেসবুকের উপর। একবার আইডেন্টিটি ভেরিফাই করার পরেও কিভাবে তারা দুদিন আগে খোলা একটা আইডিকে বিশ্বাস করে ৮বছর বয়সী কোন রকম ভায়োলেশন নেই এমন একটা একাউন্ট রিমুভ করে দিতে পারে?
বাংলাদেশের মানুষের মানসিকতা নিয়ে আমার কোন কথা নেই। এরা কোনদিনও ভিন্ন মতকে মেনে নেয়নি। কিন্তু একজন রিপোর্ট করলেই এতদিনের পুরোনো আইডি ডিজেবল করে দেওয়া কেমন কথা! আমি সত্যিই অনেক বেশি মানসিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছি। হয়ত সেলিব্রিটি ছিলাম না তবুও ৫হাজার ফলোয়ার ছিল। সব পোস্টই কিছু না কিছু শেয়ার আর পাঁচ সাতশ রিয়্যাক্ট আসতো। আমি নিজের অনুভূতি প্রকাশ করার মত ভাষ খুজে পাচ্ছি না। শুধুমাত্র ফেসবুকের দুর্বল এবং ত্রুটিপূর্ণ সিস্টেমের সুযোগ নিয়ে আমার লাইফের অনেক বড় একটা অংশ কেড়ে নেওয়া হলো।
এটা কি আমার দোষ ছিল যে আমি নিজের মতামত দিতাম? তাহলে কি সবাইকে সবার সাথে জি হুজুর জি হজুর করতে হবে? আজ আমার আইডি হারালাম। কাল আরেকজনের হারাবে। ফেসবুকের এত দুর্বল সিকিউরিটি সিস্টেমের অবস্থা দেখে আমি স্তম্ভিত।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭
সাখাওয়াত সনেট বলেছেন: তাতেও লাভ হয় না। এই স্প্যামাররা ফেসবুক আইডি নষ্ট করার সব ধরনের পন্থা চর্চা করতে থাকে। ব্লু ভেরিফাইড একাউন্ট, পেজও তারা নষ্ট করে দেয়। এট পুরোপুরি ফেসবুকের ব্যার্থতা।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার জানা মতে অনেকের ফেসবুক আইডি তারা হ্যাক করতে পারে না ।
সেজন্য আপনাকে বিশেষ ব্যবস্হায় চলতে হবে এবং
পরিচিত ফেসবুক আইডি ছাড়া ঢুকা যাবে না ।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০
সাখাওয়াত সনেট বলেছেন: এটা আসলে হ্যাক না৷ হ্যাক থেকে বাঁচা যায়। কিন্তু এসব স্প্যামিং আর গণরিপোর্ট থেকে বাঁচা মুশকিল।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: ফেসবুককে জীবনের অংশ কেন ভাবছেন?
ফেসবুক অন্য এক দুনিয়া। সেই দুনিয়া আসল দুনিয়া না।
ফেসবুক ব্যবহারে পরিস্কার থাকুন। স্বচ্ছ থাকুন। তাহলে কেউ আপনার পিছে লাগবে না। আমি দশ বছর ধরে ফেসবুক চালাই কোনো দিন তো সমস্যা হলো না। দশ বছর ধরে সামু চালাই কোনো দিন তো সমস্যা হলো না।
সহজ সরল থাকুন। সহজ সরল জীবন যাপন করুন।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেসবুক তো ফেসবুকই, তাই না? একটা ভার্চুয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আমি না থাকলে কী যায় আসে? এত বিচলিত হবার কোন কারণ দেখিনা। নতুন করে আইডি খুলুন।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
এ্যাক্সজাবিয়ান বলেছেন: যার ফেসবুক আইডি হ্যাক হয় নাই সে কিভাবে বুঝবে এর ব্যথা এর কত কষ্ট। ফেসবুকে গত কত বছরের স্মৃতি ছবি বন্ধুদের মন্তব্য কত বন্ধুদের সাথে ফেসবুকে পরিচয় সব শেষ। ফেসবুকের আইডি হ্যাক হলে বুকের মাঝে কান্না আসে সে কান্না হারিয়ে যাওয়ার কষ্ট থেকে কান্না। সব হারিয়ে গেছে। এই কষ্ট ব্লগে কে বুঝবে? কেউ না। আপনে ফেসবুকে আপীল করেন? এরা মানুষের ভাল চায় না। তাই ফেসবুক হ্যাক করে জীবন নষ্ট করে দেয়। জীবনের দশ বছরের ঘটনা, কত কত ঘটনা ছবি। আমি আর ভাবতে পারছি না।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কয়েকদিন আগে আমার আইডি হ্যাক করার চেষ্টা করেছে চট্টগ্রামের কেউ। মনটা এত খারাপ হইছিলো। ভেরিফিকেশন কোড মোবাইলে আসে, তাই শেষ পর্যন্ত পাসওয়ার্ড চেঞ্জ করে আইডি ফিরে পেয়েছি, আমার আইডি দশ বছরের
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: Hardware authentication key ব্যবহার করুন। পৃথিবীর সেরা হ্যাকারও হ্যাক করতে পারবে না।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফেসবুক আইডিকে আরও নিরাপদ করা যায়,
যখন দেখলেন সমস্যা হচ্ছে তখনই ভালো একজন
আইটি এক্সপার্টের সহায়তা নিতে পারতেন ।