![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে এমন কিছু হারিয়েছেন যা আর কোনদিন ফিরে পাবেন না কিন্তু আপনার কাছে অতীব মূল্যবান। যা সারাজীবন মন প্রাণ দিয়ে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনারই কিঞ্চিৎ অবহেলা বা ভুলে তা সারাজীবনের মত হারিয়েছেন? এবং জীবনের শেষ নিঃস্বাস পর্যন্ত তা ভুলতে পারবেন না?
শেষ সময় পর্যন্ত যার রিগ্রেট আপনাকে কুড়ে কুড়ে খাবে? ইশ্ সেদিন যদি এটা না করে ওটা করতাম তবে এটা না হয়ে ওটা হতো, এমন চিন্তা হয়?
কোন কিছুর কল্পনা আঁকড়ে ধরে বেঁচে থেকেছেন? হারানো জিনিসটাকে সবসময় আপনার পাশে অনুভব করেছেন? তাকে কল্পনা করে তার সাথে কথা বলে সময় কাটিয়েছেন? এই হারানো জিনিসটা যে কোন মানুষই হতে হবে এমন না। হতে পারে কোন ইচ্ছা বা স্বপ্ন। প্রিয় মানুষ দুনিয়া ছেড়ে যাওয়া যতটা কষ্টের ঠিক অতটাই কষ্ট হয় যখন জীবনের ইচ্ছা বা স্বপ্ন মরে যায়। সেই স্বপ্নকে ফিরে পেতে ইচ্ছা করে কখনো?
এসব প্রশ্নের উত্তর যাদের "হ্যাঁ" তাদের কাছে এটা অসাধারণ মুভিই বটে।
এটা জাস্ট একটা প্রেমের গল্প না। জাস্ট একটা প্রতিশোধ এর গল্প না। এটা একটা বাঙালির গল্প। অপ্রাপ্তির গল্প। দায়বদ্ধতার গল্প। রিগ্রেশনের গল্প। অনুভূতির গল্প। দায়িত্ববোধ এর গল্প।
মুভির একটা দৃশ্যে শুভশ্রী তার বান্ধবীদের সিঁদুরের দিকে দেখে আর হারিয়ে যায়। বান্ধবীরা তাদের সংসার পাতার গল্প বলছিলো। শুভশ্রীদেরও ইচ্ছা হয় তার পছন্দের মানুষকে বিয়ে করে সংসার পাততে। ইচ্ছে হয় কোলে বাচ্চা নিয়ে বান্ধবীদের সাথে বিয়ের গল্প করতে। কিন্তু কিভাবে? যার সাথে সংসার বাঁধতে চায় সে তো দুনিয়াতেই নেই।
এই ঘটনার সাথে রিলেটেবল বহু ঘটনা বলা যায়। ধরুন আপনি বেকার। জব পাচ্ছেনা না বা কোন কারণে করতে পারছেন না। আপনার বন্ধু খুব ভালো জব করে। বড় গাড়িতে আপনার বাসায় এসে আপনাকে তার সাকসেসের গল্প শোনাচ্ছে। আপনার মনের অবস্থাটাও ঠিক শুভশ্রীর মত হবে।
এমনই অনেক ছোট ছোট রেফারেন্স দেখতে পেয়েছি মুভিতে। অনেক বেশি রিলেটেবল ছিলো আমার কাছে।
সময় এবং অবস্থার সাথে মানুষের পরিবর্তন কত সুন্দর করে দেখনো হয়েছে!
ছোট বেলার চুলবুলি শুভশ্রী হুট করেই রাশভারি হয়ে গেলো। হুট করেই খেলে বেড়ানো মানুষটা হয়ে গেলো দায়িত্ববান।
মেহুল চরিত্রটা আমরা আমাদের নিজেদের জীবনে কি খুঁজে পাইনা!
অনেকের কাছেই টিপিক্যাল লাভ স্টোরি মনে হবে। কিন্তু এর ভেতরে অনেক ছোট ছোট রেফারেন্স আছে যা সত্যিই খুব অসাধারণ ছিলো। ব্যাক্তিগতভাবে ভীষণ সুন্দর লেগেছে মুভিটা। কিছু কিছু জায়গায় বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: মুভিটা কি ইউটিউবে আছে?
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: অপেক্ষায় ছিলাম এই মুভির রিলেজের জন্য। ঋত্বিকের অভিনয় খুবই ভাল লাগে।
এই ছুটিতে দেখবো এটা।