![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিণ এশিয়ায় ২০১৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ প্রত্যক্ষ বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে বাংলাদেশে। ভারতের পরই বাংলাদেশের অবস্থান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্যেই তা উঠে এসছে। ২০১৪ সালে বাংলাদেশ ছিল তৃতীয় অবস্থানে। পাকিস্তানের এফডিআই ছিল বাংলাদেশের চেয়ে বেশি। গত বছর পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশেরই এফডিআই কমে যাওয়ার মধ্যেই বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৪৪ শতাংশেরও বেশি। গত বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছে ২২৩ কোটি ৫৪ লাখ ডলার। বাংলাদেশের ইতিহাসে এটিই এক বছরে সর্বোচ্চ এফডিআই। বিদেশি ঋণ, অনুদানও কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগ হিসেবে ব্যবহৃত হয়। এ হিসাবে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও অনেক বেশি। এফডিআইর মধ্যে অবকাঠামো খাতে বিনিয়োগ বেশি হয়েছে। এর ফলে অন্যান্য বিনিয়োগও সহজ হচ্ছে। দেশের অর্থনীতি বড় হচ্ছে, স্বাভাবিক কারণেই আগামীতে এফডিআই বাড়বে।
©somewhere in net ltd.