![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযোদ্ধাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৪টি উপজেলার (সন্দ্বীপ ও ফটিকছড়ির কমপ্লেক্স নির্মাণের জায়গা চূড়ান্ত না হওয়ার) ১২টিতে নির্মাণ করা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। অসচ্ছল ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এসব কমপ্লেক্সে নামমাত্র মূল্যে দোকান বরাদ্দ পাবেন। ধীরে ধীরে অসচ্ছল ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে দেশের প্রতিটি জেলা-উপজেলায় নির্মাণ করা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। মুক্তিযোদ্ধা সংসদের নিয়মিত ব্যয় নির্বাহ এবং ভবনের প্রয়োজনীয় মেরামতের জন্য এ কমপ্লেক্সের আয় থেকে একটি তহবিলও গঠন করবেন মুক্তিযোদ্ধারা। কমপ্লেক্সের প্রতিটি ফ্লোরের আয়তন হবে দুই হাজার ৫০০ বর্গফুট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ফ্লোর বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে। তৃতীয় ফ্লোরে থাকবে মুক্তিযোদ্ধা সংসদের অফিস ও কনফারেন্স হল। প্রতিটি ভবনে সৌরবিদ্যুৎ ও অগ্নিনির্বাপক যন্ত্র থাকবে। প্রতিটি ভবনের সামনে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক ও ম্যুরাল। মুক্তিযোদ্ধা সংসদের অফিস ও কনফারেন্স হলের ফার্নিচারও দেওয়া হবে এ প্রকল্প থেকে। মুক্তিযোদ্ধাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরনে সরকারের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১
উত্তরের উপাখ্যান বলেছেন: এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। বর্তমান সরকার কে আন্তরিক ধন্যবাদ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
ইয়াসিরআরাফাত বলেছেন: মুক্তিযোদ্ধাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরনে সরকারের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬
ডঃ এম এ আলী বলেছেন: একটি মহান উদ্যোগ । ধন্যবাদ