![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে আজ নারী উন্নয়নের জয় জয়কার। দেশের প্রধানমন্ত্রী, স্পীকার, বিরোধীদলীয় নেত্রী সবাই নারী। দেশের ডজন খানেক সচিব, অতিরিক্ত সচিব নারী। গার্মেন্টস কর্মীর ৮০ ভাগই নারী। অনেক মন্ত্রীও নারী। বর্তমান সময়ে নারী উন্নয়নের এ গণজোয়ারে নারীরাও স্বামীর সম্পত্তির শতভাগ নিশ্চিত করতে পিছ পা নেই। সুযোগ পেলেই সাধু স্বামীর গায়ে কোপ আর স্বামীর পথে বসা। হাসিব ভাই আমার মনের প্রিয় একজন মানুষ। কাল বাসায় এসে অঝোরে কাঁদলেন। কারণ তার স্ত্রীর নামে সব সম্পত্তি ছিল। আমাদের সমাজের প্রায় সব পুরুষের মতোই হাসিব ভাইয়ের একটি প্লট, তিনটি ফ্ল্যাট, ব্যাংক একাউন্ট সব কিছুই তার স্ত্রীর নামে ছিল। স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে কদিন হলো দু’সন্তানসহ অন্যের ঘরে সুখের সংসার করছে। তিনি সবকিছু হারিয়ে আজ প্রায় নিঃস্ব। অন্যের সংসারে কলেজপড়ুয়া দুই কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়েও আজ উদ্বিগ্ন। স্ত্রী, সন্তান ও সম্পত্তি হারিয়ে দিশেহারা হয়ে তিনি আজ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। নারী নির্যাতনের মামলাও আমাদের সমাজে নারীদেরই পক্ষে। ভেবে দেখলাম তাইতো, হাসিব ভাইয়ের মতো আমাদের শতভাগ সম্পত্তিই তো স্ত্রীদের নামে! সব স্বামীরা বিষয়টি একটু ভেবে দেখবেন।
২| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২০
ওমেরা বলেছেন: মানুষ এত বোকা থাকে নাকি নিজের টাকায় সম্পত্তি কিনে বউ এর নামে দেয় !!
৩| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৮
অগ্নি সারথি বলেছেন: স্বামী মাত্রই সাধু বিষয়টা তেমন নয়। হাসিব ভাইয়ের গল্পের বিপরীতে এর উল্টো গল্পের পাল্লাটাই দেশে বেশি।
৪| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
টারজান০০০০৭ বলেছেন: আফনেতো দেহি নারী জাতির কলঙ্ক ! আফনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল আইলো বইলা !
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪
হাতুড়ে লেখক বলেছেন: বিয়ে করি নাই