![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"
Limerick khub chotto 5 line er chora...jekhane 1,2,5 number line er chondogoto mil thakbe....abar 3,4 number line e chondogoto mil thakbe.
১। আমার দিদির লেখা.......................
মেঘলা আকাশ, পাখিদের কিচিরমিচির,
ভাতৃদ্বিতীয়ার অপেক্ষায় মন অস্থির।
শান্ত সকাল, একটু নিরালায়,
কখন ফিরবে ভাই, সেই অপেক্ষায়,
মনে নানা রঙের ভিড়।
২। জানি না তোমার গন্তব্য,
কি তোমার ভবিতব্য,
তোমার সাথে কথা বলা,
ক্লান্তির শেষে আবার চলা,
এ যেন জীবন কাব্য।
৩। স্বপ্ন আর রং-তুলি,
সঙ্গে তোমার কথাকলি।
স্বপ্ন মন,
বাজায় কাঙ্কন,
স্বপ্ন তুমি চোরাগলি।
.......................
.......................
স্বপ্ন ভাসায় আমার আকাশ,
সায়াহ্নের একটু আশ।
স্বপ্ন তুমি আমার জন্যে,
এসেছো এই গোধুলীলগ্নে,
ভেঙ্গে দিয়ে ওই লাল আকাশ।
Previous part ২
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬
সপন সআথই বলেছেন: onupranito holam
২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
সপন সআথই বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
এম মশিউর বলেছেন: লিমেরিক সম্পর্কে জেনে ভালো লাগলো।।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭
সপন সআথই বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
চালিয়ে যান , থাকল অভিনন্দন