![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"
বাংলাদেশের পটুয়াখালীর হাজীপুর গ্রাম। হারুন মাঝি আর তার স্ত্রী বীনা আখ্ִতারের বাড়ির আংিনার রেইন্ট্রিতে এক জোড়া টিয়া পাখি বাসা ব্ঁেধেছিল,দুটি ছানাও তুলেছিল তারা। একবার ঝড়ে বাসা থেকে পড়ে যায় ছানা দুটি।
ছবি: click here
এরপর মা পাখি আর নেয় না ছানা দুটিকে,অসহায় ছানা দুটিকে তাই বলে তো আর ফেলে দেওয়া যায়্না,হারুন আর বীনা শুরু করেন ছানা দুটির পরিচর্যা,নিজেদের সন্তানের মতই যত্ন করে পালন করে,বিড়ালের ভয়ে রাত জেগে পাহারাও দেয়,ছানা দুটি বড় না হওয়া পর্যন্ত হারুন আর বীনাই ওদের মা বাবা।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
সপন সআথই বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
হযবরল আমি বলেছেন: +++++