![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"
সম্প্রতি নিউজিলান্ডের হসপিটালে একটি অদ্ভুত ঘটনা ঘটল। রোরি নামের একটি বিড়াল বিষাক্ত খাওয়ার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তার মালিক, তাকে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন পড়ে। কিন্তু সেই সময় তার ম্যাচিং কোন রক্ত ছিল না। হাতে সময় ও খুব কম ছিল! তখন ডাক্তাররা একটি ব্ল্যাক ল্যাব্রাডর এর রক্ত নিয়ে বিড়ালটিকে বাঁচানোর চেষ্টা করেন। এছাড়া আর কোন উপায় ও ছিল না। আর তারপর অবিশ্বাস্যভাবে দেখা যায়, বিড়ালটি সুস্থ হয়ে উঠেছে। ডাক্তাররা জানান এমন ঘটনা বিশ্বে এই প্রথম!!!
ছবি ও পুরো খবরঃ click
২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
সপন সআথই বলেছেন: ঠিক বলেছেন ভাই। পশুদের কাছ থেকে আমাদের অনেককিছুই সেখার আছে!
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০
এন ইউ এমিল বলেছেন: সবকিছু কেমন উল্টে যাচ্ছে মনুষ্যত্ব চলে যাচ্ছে পশুদের মধ্যে আর পশুর হিংশ্রতা চলে আসছে মানুষের মধ্যে, আজব!!