![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"
সম্প্রতি, বাংলাদেশের বিশ্বনাথপুরাতে একটি ঘটনা, যা আপান্র মনকে ছুঁয়ে যাবে! মিন্টু নামের এক মা কুকুর, সন্তানস্নেহে স্তন্যপান করালো এক দলছুট বানরছানাকে। অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। শুধু তাই নয়, কেউ যাতে বানরছানাকে বিরক্ত না করে, সেদিকেও নজর রেখে চলেছে। মায়ের অপত্য স্নেহ বোধহয় এমনি।
ছবি: click here
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০
সপন সআথই বলেছেন: একদম ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩
শায়মা বলেছেন: আসলেই। একদম ঠিক। মাঝে মাঝে পশুদের মাঝেও মানুষের চাইতে বেশি মানবিকতা দেখা যায়।