![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"
একজন মায়ের কষ্ট কেবল আর এক মা ই বুঝতে পারে !!
জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সাধারন মানুষ হাতির ভয় এ সদা সর্তক থাকে। একদিন ১৮ টি হাতি, ধানবাদ এর গ্রামটিতে ডুকে পড়ায়, সবাই ভয় পায়। অন্যান্যবারের মত, এবার ও বুঝি, আবার কিছু ঘরবাড়ি ভাঙবে। অনেকগুলো হাতির মাঝে, সবাই দেখে, এক মাহাতির সুড়ের মধ্যে, তাদের বাড়ির এক বাচ্চা শিশু! মেয়েটির প্রায় আসা ছেড়ে দিয়েছে, কারন এর ও আগে, অনেক মানুষকে হাতির পাল, মেরে ফেলেছে। তবুও কিছুটা আশা নিয়ে, মেয়েটির মা, ওই মা হাতির পিছু নেয়, জঙ্গলের কিছুটা ভেতরে গিয়ে, মা হাতিটি আবার ফেরত আসে। এবং, ক্রন্দনরত ওই মা এর সামনে, শিশুটিকে নামিয়ে দেয়। তারপর গভীর জঙ্গলে চলে যায়।
একজন মায়ের কষ্ট কেবল আর এক মা ই বুঝতে পারে !!
ছবি ও সুত্রঃ এখানে
©somewhere in net ltd.